ভারতের ছত্তিশগড় রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩৬ জন মাওবাদী নিহত হয়েছেন। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গতকাল শুক্রবার বেলা ১টার দিকে নারায়ণপুর ও দান্তেওয়াড়া জেলার সীমানা লাগোয়া অভুজমাদ জঙ্গলে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, গত বৃহস্পতিবার ছত্তিশগড়ের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) মাওবাদীবিরোধী অভিযান শুরু করে। পরে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। অভিযানে একে সিরিজের বেশ কিছু অ্যাসল্ট রাইফেলসহ এবং অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, বস্তার অঞ্চলের ওর্চা ও বারসুর থানার অন্তর্গত গোভেল, নেন্দুর ও থুলথুলির গ্রামে মাওবাদীদের উপস্থিতি আছে। খবর পেয়ে গ্রামগুলোতে যৌথ বাহিনীর পৃথক কয়েকটি দল পাঠানো হয়। পরে দুপুরের দিকে নেন্দুর-থুলথুলির কাছের জঙ্গলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে নিরাপত্তা বাহিনী সতর্কতার সঙ্গে মাওবাদীদের ধাওয়া করলে তারা জঙ্গলে পালিয়ে যায়।
এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন, ‘ডাবল ইঞ্জিন’—সাধারণত কেন্দ্রে ও রাজ্যে উভয় জায়গায় বিজেপির সরকারকে বোঝাতে দলটির নেতারা এই শব্দবন্ধ ব্যবহার করেন—সরকার বিপদ দূর করতে বদ্ধপরিকর।
পুলিশ জানিয়েছে, চলতি বছর এ পর্যন্ত দান্তেওয়াড়া, নারায়ণপুরসহ সাতটি জেলা নিয়ে গঠিত বস্তার অঞ্চলে পৃথক বন্দুকযুদ্ধে নিরাপত্তা বাহিনীর হাতে ১৮৫ জন মাওবাদী নিহত হয়েছেন। এর আগে, গত ১৬ এপ্রিল রাজ্যের কাঙ্কের জেলায় নিরাপত্তাকর্মীদের গুলিতে ২৯ নকশালবাদী নিহত হন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত আগস্টে ছত্তিশগড় সফরের সময় বলেছিলেন, ভারত ২০২৬ সালের মার্চের মধ্যে বামপন্থী চরমপন্থা থেকে মুক্ত হবে।
ভারতের ছত্তিশগড় রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩৬ জন মাওবাদী নিহত হয়েছেন। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গতকাল শুক্রবার বেলা ১টার দিকে নারায়ণপুর ও দান্তেওয়াড়া জেলার সীমানা লাগোয়া অভুজমাদ জঙ্গলে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, গত বৃহস্পতিবার ছত্তিশগড়ের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) মাওবাদীবিরোধী অভিযান শুরু করে। পরে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। অভিযানে একে সিরিজের বেশ কিছু অ্যাসল্ট রাইফেলসহ এবং অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, বস্তার অঞ্চলের ওর্চা ও বারসুর থানার অন্তর্গত গোভেল, নেন্দুর ও থুলথুলির গ্রামে মাওবাদীদের উপস্থিতি আছে। খবর পেয়ে গ্রামগুলোতে যৌথ বাহিনীর পৃথক কয়েকটি দল পাঠানো হয়। পরে দুপুরের দিকে নেন্দুর-থুলথুলির কাছের জঙ্গলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে নিরাপত্তা বাহিনী সতর্কতার সঙ্গে মাওবাদীদের ধাওয়া করলে তারা জঙ্গলে পালিয়ে যায়।
এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন, ‘ডাবল ইঞ্জিন’—সাধারণত কেন্দ্রে ও রাজ্যে উভয় জায়গায় বিজেপির সরকারকে বোঝাতে দলটির নেতারা এই শব্দবন্ধ ব্যবহার করেন—সরকার বিপদ দূর করতে বদ্ধপরিকর।
পুলিশ জানিয়েছে, চলতি বছর এ পর্যন্ত দান্তেওয়াড়া, নারায়ণপুরসহ সাতটি জেলা নিয়ে গঠিত বস্তার অঞ্চলে পৃথক বন্দুকযুদ্ধে নিরাপত্তা বাহিনীর হাতে ১৮৫ জন মাওবাদী নিহত হয়েছেন। এর আগে, গত ১৬ এপ্রিল রাজ্যের কাঙ্কের জেলায় নিরাপত্তাকর্মীদের গুলিতে ২৯ নকশালবাদী নিহত হন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত আগস্টে ছত্তিশগড় সফরের সময় বলেছিলেন, ভারত ২০২৬ সালের মার্চের মধ্যে বামপন্থী চরমপন্থা থেকে মুক্ত হবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা করার অভিযোগে সত্তরোর্ধ্ব এক নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ওই নারী কেন্দ্রীয় ইসরায়েলের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগেদিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের অভিজাত এলাকায় একটি জমকালো দোতলা বাড়ি। বাইরে কূটনৈতিক নম্বরপ্লেটযুক্ত চারটি গাড়ি এবং একটি নেমপ্লেটে লেখা ‘গ্র্যান্ড ডুচি অব ওয়েস্টার্কটিকা’ ও ‘এইচইএইচভি জৈন অনারারি কনসাল’—এই বিবরণগুলোই বলে দেয় এটি একটি দূতাবাস।
২ ঘণ্টা আগেজলবায়ু পরিবর্তনকে ‘মানবতার জন্য একটি জরুরি ও অস্তিত্বের জন্য হুমকি’ হিসেবে স্বীকৃতি দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। বাংলাদেশ সময় আজ বুধবার সন্ধ্যায় নেদারল্যান্ডসের হেগে জলবায়ু ইস্যুতে পরামর্শমূলক মতামত উপস্থাপনে এই রায় প্রদান করেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
২ ঘণ্টা আগেনৌবাহিনীতে স্টিলথ প্রযুক্তির দৌড়ে এত দিন শীর্ষ স্থানে ছিল যুক্তরাষ্ট্র। এই প্রযুক্তির এফ-৩৫সি যুদ্ধবিমান দীর্ঘদিন ধরে মার্কিন বিমানবাহী জাহাজগুলোতে মোতায়েন রয়েছে। তবে এবার চীন প্রথমবারের মতো নিজেদের নৌবাহিনীর জন্য স্টিলথ ফাইটার জে-৩৫ মোতায়েন করে যুক্তরাষ্ট্রকে সরাসরি প্রতিযোগিতার মুখে ফেলে দিয়েছে।
৪ ঘণ্টা আগে