ভারতের বাজারে বহুল প্রচলিত চীনা স্মার্টফোন নিষিদ্ধ করার কথা ভাবছে দেশটি। বিশেষ কর, যেসব স্মার্টফোনের দাম ১২ হাজার রুপির চেয়ে কম সেগুলো নিষিদ্ধ করার কথা ভাবছে দেশটি। এই নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে বিশ্বে বহুল প্রচলিত চীনা ব্র্যান্ড শাওমি। ভারতের নিজস্ব স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিতেই এই উদ্যোগ নিতে যাচ্ছে দেশটি।
এই বিষয়ে সংশ্লিষ্ট ভারত সরকারের এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোনের বাজারের স্বল্পমূল্যের অংশ থেকে চীনা প্রতিষ্ঠানগুলোকে হঠাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, রিয়েলমি, ট্রান্সনের মতো প্রতিষ্ঠানগুলো ভারতীয় নির্মাতাদের বাজার থেকে হটিয়ে দিচ্ছে। ফলে, এই জায়গায় দেশীয় প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিতেই ভারতের এই উদ্যোগ।
তবে ভারতের এই উদ্যোগ বড় আঘাত হয়ে দেখা দিতে পারে শাওমি এবং এর অঙ্গ প্রতিষ্ঠানগুলোর জন্য। সাম্প্রতিক সময়ে শাওমি ভারতের বাজারকে কেন্দ্র করেই বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান হয়ে উঠেছিল। কোভিড-১৯ মহামারির পর ভারতের বাজারকে কেন্দ্র করেই ঘুরে দাঁড়িয়েছিল শাওমি।
ভারতরে বাজারে যে পরিমাণ স্মার্টফোন বিক্রি হয় তার চার ভাগের তিন ভাগই ১২ হাজার রুপি বা ১৫০ ডলারের নিচে বিক্রি হয়। ফলে, স্বাভাবিকভাবেই এই বড় বাজার হারানোর ফলে বড় ধরনের লোকসানের মুখোমুখি হতে পারে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে।
ভারত এরই মধ্যে নানাভাবে চীন স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে চেপে ধরেছে। আর্থিক নিরাপত্তা প্রত্যাহারসহ নানা ধরেন নতুন করারোপ, অর্থ পাচার মামলায় অভিযুক্ত করা হয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে। এসব প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে শাওমিও।
তবে, ভারতের এই উদ্যোগ অ্যাপল, স্যামসাংয়ের মতো প্রতিষ্ঠানগুলোকে কোনোভাবেই প্রভাবিত করবে না। এসব ব্র্যান্ডের অধিকাংশই স্মার্টফোনই ১২ হাজার রুপির চেয়ে বেশি দামে বিক্রি হয় ভারতের বাজারে।
ভারতের বাজারে বহুল প্রচলিত চীনা স্মার্টফোন নিষিদ্ধ করার কথা ভাবছে দেশটি। বিশেষ কর, যেসব স্মার্টফোনের দাম ১২ হাজার রুপির চেয়ে কম সেগুলো নিষিদ্ধ করার কথা ভাবছে দেশটি। এই নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে বিশ্বে বহুল প্রচলিত চীনা ব্র্যান্ড শাওমি। ভারতের নিজস্ব স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিতেই এই উদ্যোগ নিতে যাচ্ছে দেশটি।
এই বিষয়ে সংশ্লিষ্ট ভারত সরকারের এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোনের বাজারের স্বল্পমূল্যের অংশ থেকে চীনা প্রতিষ্ঠানগুলোকে হঠাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, রিয়েলমি, ট্রান্সনের মতো প্রতিষ্ঠানগুলো ভারতীয় নির্মাতাদের বাজার থেকে হটিয়ে দিচ্ছে। ফলে, এই জায়গায় দেশীয় প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিতেই ভারতের এই উদ্যোগ।
তবে ভারতের এই উদ্যোগ বড় আঘাত হয়ে দেখা দিতে পারে শাওমি এবং এর অঙ্গ প্রতিষ্ঠানগুলোর জন্য। সাম্প্রতিক সময়ে শাওমি ভারতের বাজারকে কেন্দ্র করেই বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান হয়ে উঠেছিল। কোভিড-১৯ মহামারির পর ভারতের বাজারকে কেন্দ্র করেই ঘুরে দাঁড়িয়েছিল শাওমি।
ভারতরে বাজারে যে পরিমাণ স্মার্টফোন বিক্রি হয় তার চার ভাগের তিন ভাগই ১২ হাজার রুপি বা ১৫০ ডলারের নিচে বিক্রি হয়। ফলে, স্বাভাবিকভাবেই এই বড় বাজার হারানোর ফলে বড় ধরনের লোকসানের মুখোমুখি হতে পারে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে।
ভারত এরই মধ্যে নানাভাবে চীন স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে চেপে ধরেছে। আর্থিক নিরাপত্তা প্রত্যাহারসহ নানা ধরেন নতুন করারোপ, অর্থ পাচার মামলায় অভিযুক্ত করা হয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে। এসব প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে শাওমিও।
তবে, ভারতের এই উদ্যোগ অ্যাপল, স্যামসাংয়ের মতো প্রতিষ্ঠানগুলোকে কোনোভাবেই প্রভাবিত করবে না। এসব ব্র্যান্ডের অধিকাংশই স্মার্টফোনই ১২ হাজার রুপির চেয়ে বেশি দামে বিক্রি হয় ভারতের বাজারে।
যুক্তরাষ্ট্রজুড়ে ২ হাজার ৫০০-এর বেশি স্থানে তাদের বিক্ষোভের পরিকল্পনা রয়েছে, যাতে লাখো মানুষ অংশ নেবে। তাদের দাবি, ট্রাম্পের ‘স্বৈরাচারী মনোভাব ও কর্তৃত্ববাদী শাসন’ রুখতেই এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে। তাদের ওয়েবসাইটে লেখা, ‘প্রেসিডেন্ট মনে করেন, তিনিই সর্বেসর্বা।
৮ ঘণ্টা আগেসর্বশেষ সফরে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকটি কেমন ছিল, তা একটি শব্দ দিয়েই বর্ণনা করা যায়। আর তা হলো ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বা জেলেনস্কির ভাষায় ‘তীক্ষ্ণ’ (pointed)। তিনি নিজেই এক্সে এভাবে লিখেছেন। এই শব্দের অর্থ বিশ্লেষণ না করলেও বোঝা যায়, জেলেনস্কি আসলে এর মাধ্যমে কী বোঝাতে চেয়েছেন।
৯ ঘণ্টা আগেআফগানিস্তান অভিযোগ করেছে, পাকিস্তান আবারও তাদের সীমান্তে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ১০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এর মাধ্যমে দুই দিনের যুদ্ধবিরতিও ভঙ্গ হয়েছে বলে অভিযোগ তালেবান সরকারের।
১২ ঘণ্টা আগেরাজনাথ সিং বলেন, ‘অপারেশন সিঁদুরের সময় যা ঘটেছিল, তা ছিল ট্রেলার। পাকিস্তানের প্রতি ইঞ্চি মাটি এখন ভারতের ব্রহ্মসের আওতায়।’ প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্যের মধ্যে ছিল একটি কঠোর বার্তা—ভারতের সামরিক প্রতিক্রিয়া কেবল সীমান্তে প্রতিরক্ষামূলক নয়, বরং প্রয়োজনে আক্রমণাত্মক এবং সুনির্দিষ্টও হতে পারে।
১৪ ঘণ্টা আগে