Ajker Patrika

হিমাচলে বন্যা পরিস্থিতির অবনতি, নিহত বেড়ে ৫

অনলাইন ডেস্ক
ফাইল ছবি
ফাইল ছবি

ভারতের হিমাচল প্রদেশের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যের মন্ডী জেলায় ১১ বার তুমুল বৃষ্টি হয়েছে বলে জানা গেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শুধু মন্ডীতেই ২৫৩ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

স্থানীয় সরকারের তথ্য অনুযায়ী, চলমান বন্যায় নিহত হয়েছেন কমপক্ষে পাঁচজন, নিখোঁজ রয়েছেন অন্তত ১৬ জন। গত ২৪ ঘণ্টায় শহরটিতে অন্তত ৪টি আকস্মিক বন্যার ঘটনা ঘটেছে। প্লাবিত হয়েছে বাড়ি-ঘর, হাসপাতাল, স্কুল। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে পড়েছে বহু বাড়ি। বিধ্বস্ত হয়েছে রাস্তাঘাট, বাড়িঘর।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, রাজ্যটিতে ধসে পড়েছে ২৪টি বাড়ি, নষ্ট হয়েছে ১২টি গবাদিপশুর খোঁয়াড় ও একটি সেতু। মৃত্যু হয়েছে ৩০টির বেশি গবাদিপশুর। রাজ্যজুড়ে ৪০৬টি রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে, যার মধ্যে শুধুই মন্ডী জেলায়ই বন্ধ হয়েছে ২৪৮টি। মন্ডীতে এখন পর্যন্ত ৯৯৪টি ট্রান্সফর্মার বিকলের খবর পাওয়া গেছে। ফলে, কার্যত পুরো শহরই বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এদিকে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়া বিপাশা নদীর ওপর পান্ডোহ বাঁধ থেকে ছাড়া হয়েছে ১ দশমিক ৫ লাখ কিউসেক পানি। এ পরিস্থিতিতে আপাতত হিমাচলে না যেতে অনুরোধ করা হয়েছে পর্যটকদের। স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে মন্ডী ও হামিরপুর জেলা প্রশাসন।

জেলার ডেপুটি কমিশনার অপূর্ব দেবগন জানিয়েছেন, অনেক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার তৎপরতা চালাচ্ছে এনডিআরএফ, এসডিআরএফ, হোমগার্ড ও পুলিশের যৌথ দল। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু জানিয়েছেন, বর্ষা শুরুর পর থেকে হিমাচলে ক্ষয়ক্ষতির পরিমাণ ইতিমধ্যেই ৫০০ কোটি টাকার ছাড়িয়েছে।

আজ বুধবারও কাংড়া, সোলান এবং সিরমৌর জেলার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী শনিবারের জন্য কমলা সতর্কতা জারি হয়েছে উনা, হামিরপুর, কাংড়া এবং মন্ডী জেলায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘অপারেশন সিঁদুরে’ তিন শত্রুর মোকাবিলা করেছে ভারত, অন্য দেশের নাম জানালেন সেনা কর্মকর্তা

যুবলীগ নেতাকে ধরতে নয়, বাসাটি ঘেরাওয়ের নেপথ্যে অন্য কারণ

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব’, ভিডিও ভাইরাল

জুলাই আন্দোলনের প্রথম অংশ ‘অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড’: মাহফুজ

‘মালয়েশিয়ায় গ্রেপ্তার যুবকেরা সিরিয়া ও বাংলাদেশের জঙ্গিদের জন্য অর্থ পাঠাত’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত