Ajker Patrika

টুইটারের মানচিত্রে আলাদা রাষ্ট্র জম্মু-কাশ্মীর ও লাদাখ 

আপডেট : ২৮ জুন ২০২১, ২০: ৫০
টুইটারের মানচিত্রে আলাদা রাষ্ট্র জম্মু-কাশ্মীর ও লাদাখ 

ঢাকা: জম্মু-কাশ্মীর এবং লাদাখকে আলাদা রাষ্ট্র হিসেবে মানচিত্রে দেখিয়ে ভারতে শাস্তির মুখে পড়তে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, টুইটারের টুইপ লাইফ বিভাগের মানচিত্রে জম্মু-কাশ্মীর এবং লাদাখকে আলাদা রাষ্ট্র হিসেবে প্রদর্শন করে টুইটার। এর জেরে এই ওয়েবসাইটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে ভারত সরকার। 

 জানা গেছে, টুইটারের এই মানচিত্র ভারতীয় একজন ব্যবহারকারী সামনে আনেন। পরে অনেকেই এটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। 

নীতিমালা নিয়ে ভারতের সরকারের সঙ্গে টুইটারের দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। আগে কোনো টুইটার ব্যবহারকারীর পোস্টের জন্য প্রতিষ্ঠানকে দায়ী করে মামলা করা যেতো না ভারতে। কিন্তু গত ১৬ জুন ভারতে এমন আইনি সুরক্ষা হারিয়েছে টুইটার। 

এ ছাড়া সম্প্রতি টুইটার ব্যবহার করে ভারতে সাম্প্রদায়িক ইন্ধন জোগানোর অভিযোগ উঠেছে। এই অভিযোগে মামলাও হয়েছে বেশ কয়েকটি। 

 গত ৩১ মে দিল্লি হাইকোর্টকে টুইটার জানিয়েছিল, তারা ভারতে অন্তর্বর্তীকালীন অভিযোগ নিষ্পত্তির জন্য একটি আইন সংস্থার কর্মকর্তা ধর্মেন্দ্র চতুরকে টুইটারের প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছে। নিয়োগের কয়েক সপ্তাহ যেতে না যেতেই ধর্মেন্দ্র চতুর গতকাল রোববার পদত্যাগ করেছেন। ভারতের নতুন আইন অনুযায়ী, টুইটারের ওই পদের জন্য ভারতীয় বাসিন্দা ছাড়া অন্য কেউ দায়িত্ব পালন করতে পারবেন না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জামাতাকে অবসরে পাঠিয়েছে সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত