অবৈধভাবে প্রবেশের অভিযোগে ত্রিপুরার বিভিন্ন এলাকা থেকে চার নারী ও এক শিশুসহ দশ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। এর মধ্যে সাতজনকে পশ্চিম ত্রিপুরা জেলার আগরতলা রেলওয়ে স্টেশন থেকে এবং তিনজনকে দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ত্রিপুরা পুলিশ।
পুলিশের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টার অভিযানে ওই বাংলাদেশিদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন—বাংলাদেশের কলারোয়ার বাসিন্দা ইব্রাহিম হোসেন (২৪), সফিকুল ইসলাম (৩২), মোছা. সেলিনা বেগম (২২), তাঁর ছেলে শামীম রেজা (৭), সাতক্ষীরার বাসিন্দা মো. শিমুল হোসেন (২৮), পাবনা জেলার নুর নাহার জুম (২৩), নড়াইলের তাসলিমা খানম (২৪) এবং খুলনা জেলার মীনু খাতুন (১৯)।
পুলিশ বলছে, তাঁরা অন্য রাজ্যে যাওয়ার উদ্দেশ্যে আইনি নথিপত্র ছাড়াই ত্রিপুরায় অনুপ্রবেশ করেছিলেন। এ বিষয়ে সরকারি রেলওয়ে পুলিশ স্টেশনে (জিআরপি) একটি অভিযোগ দেওয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
পৃথক একটি মামলায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং সাব্রুম পুলিশের যৌথ অভিযানে সরম রেলওয়ে স্টেশন থেকে তিন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ওই এলাকায় মানবপাচারের সঙ্গে জড়িত থাকায় মগ (২৬) নামে এক ভারতীয় নাগরিকের নাম বলেছেন। গতকাল বৃহস্পতিবার সাব্রুমের দৌলবাড়ি গ্রাম থেকে মগকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের মোট ৮৫৬ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এই সীমান্তের কিছু অংশে বেড়া দেওয়া হয়নি।
অবৈধভাবে প্রবেশের অভিযোগে ত্রিপুরার বিভিন্ন এলাকা থেকে চার নারী ও এক শিশুসহ দশ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। এর মধ্যে সাতজনকে পশ্চিম ত্রিপুরা জেলার আগরতলা রেলওয়ে স্টেশন থেকে এবং তিনজনকে দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ত্রিপুরা পুলিশ।
পুলিশের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টার অভিযানে ওই বাংলাদেশিদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন—বাংলাদেশের কলারোয়ার বাসিন্দা ইব্রাহিম হোসেন (২৪), সফিকুল ইসলাম (৩২), মোছা. সেলিনা বেগম (২২), তাঁর ছেলে শামীম রেজা (৭), সাতক্ষীরার বাসিন্দা মো. শিমুল হোসেন (২৮), পাবনা জেলার নুর নাহার জুম (২৩), নড়াইলের তাসলিমা খানম (২৪) এবং খুলনা জেলার মীনু খাতুন (১৯)।
পুলিশ বলছে, তাঁরা অন্য রাজ্যে যাওয়ার উদ্দেশ্যে আইনি নথিপত্র ছাড়াই ত্রিপুরায় অনুপ্রবেশ করেছিলেন। এ বিষয়ে সরকারি রেলওয়ে পুলিশ স্টেশনে (জিআরপি) একটি অভিযোগ দেওয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
পৃথক একটি মামলায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং সাব্রুম পুলিশের যৌথ অভিযানে সরম রেলওয়ে স্টেশন থেকে তিন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ওই এলাকায় মানবপাচারের সঙ্গে জড়িত থাকায় মগ (২৬) নামে এক ভারতীয় নাগরিকের নাম বলেছেন। গতকাল বৃহস্পতিবার সাব্রুমের দৌলবাড়ি গ্রাম থেকে মগকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের মোট ৮৫৬ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এই সীমান্তের কিছু অংশে বেড়া দেওয়া হয়নি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলেছেন, ‘এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের পদ্ধতিগত নিপীড়নের অংশ। আগের ঘটনাগুলোর অপরাধীরা শাস্তি ছাড়াই ঘুরে বেড়াচ্ছে। আমরা এই ঘটনার নিন্দা জানাই এবং অন্তর্বর্তী সরকারকে অজুহাত
৪ মিনিট আগেইসরায়েলের কর্মকর্তারা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার অঙ্গীকার করেছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে যেকোনো আলোচনায় তাদের ‘পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ভেঙে ফেলতে হবে।’ আর এ জন্য প্রয়োজনে ইসরায়েল ইরানের পারমাণবিক সীমিত পরিসরে হামলাও চালাতে পারে।
২৭ মিনিট আগেনয় বছর বয়সী মাহমুদ আজ্জুর। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ভূখন্ড গাজার পুরোনো শহরের বাসিন্দা। একসময় বাজারে গিয়ে মায়ের জন্য সবজি কিনে আনত, খেলাধুলা করত, বন্ধুদের সঙ্গে হাসত। এখন সে হাত দুটো নেই। গত বছরের মার্চে ইসরায়েলি ড্রোন হামলায় ধ্বংস হয়ে যায় মাহমুদের বাড়ি। বিস্ফোরণে মাহমুদ তার দুই হাত হারায়...
২ ঘণ্টা আগেগাজার তরুণ ফটোসাংবাদিক ফাতেমা হাসসুনা জানতেন, মৃত্যু সব সময় তাঁর দরজায় ওঁত পেতে থাকে। গত ১৮ মাস ইসরায়েলের নির্বিচার বিমান হামলা, নিজের বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হওয়া, বিপুলসংখ্যক মানুষের বাস্তুচ্যুতি এবং পরিবারের ১১ জন সদস্যের মৃত্যু নিজ হাতে নথিভুক্ত করেছেন তিনি। এই ঘটনাগুলো ক্যামেরাবন্দী করতে গিয়ে...
২ ঘণ্টা আগে