ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ভারতীয় পতাকা সরিয়ে একটি মেইতি পতাকা টাঙিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সোমবার ফ্রি প্রেস জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যটির থাউবাল জেলায় অবস্থিত রাজভবনে হামলা চালায় শিক্ষার্থীরা। পরে তারা রাজভবনের ওপর টাঙানো ভারতের পতাকা নামিয়ে ফেলে এবং মেইতি পতাকা স্থাপন করে।
ভারতীয় পতাকা প্রতিস্থাপনের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যায়, প্রতিবাদী ছাত্ররা থাউবালের রাজভবন এবং ডেপুটি কমিশনারের অফিসে চড়াও হয়েছে। সোমবার অনুষ্ঠিত এই বিক্ষোভ অন্য দিনগুলোর তুলনায় আরও তীব্র আকারে দেখা গেছে।
ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, সোমবার দিনের শুরুতে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তনের দাবিতে মণিপুরের রাজধানী ইম্ফলের রাস্তায় নেমে আসে। এ সময় রাজ্যের বর্তমান নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণ এবং ‘ইউনিফাইড কমান্ডের’ দায়িত্ব রাজ্য সরকারের কাছে হস্তান্তর করার দাবি জানায় তারা। পাশাপাশি তারা আধাসামরিক বাহিনী প্রত্যাহার সহ ৫০ জন বিধায়কেরও পদত্যাগ দাবি করে।
সম্প্রতি নতুন করে নিরাপত্তা সংকট দেখা দিয়েছে মণিপুরে। রাজ্যটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা সহ সহিংসতার নতুন ঘটনায় অন্তত ৮ জন মারা গেছে এবং আহত হয়েছে আরও অন্তত ১২ জন। আন্দোলনকারী শিক্ষার্থীরা মনে করে, রাজ্যের চলমান সংকট কার্যকরভাবে মোকাবিলা করার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে নিরাপত্তা অভিযানের দায়িত্ব দেওয়া উচিত।
সোমবারের বিক্ষোভে ‘মণিপুর দীর্ঘজীবী হোক’ স্লোগান দিয়ে পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষের প্রতি হতাশা প্রকাশ করে শিক্ষার্থীরা। পরে তাদের একটি প্রতিনিধি দল রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবং রাজ্যপাল এল আচার্যের সঙ্গে দেখা করে।
রাজ্যপালের সঙ্গে দেখা করা ছাত্র প্রতিনিধিরা সাংবাদিকদের বলেছেন, তারা সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে পুলিশ মহাপরিচালক (ডিজিপি) এবং রাজ্য সরকারের নিরাপত্তা উপদেষ্টার অপসারণ সহ ৬টি দাবি জানিয়েছেন। তারা সিআরপিএফের সাবেক ডিজি কুলদীপ সিং-এর সভাপতিত্বে ইউনিফাইড কমান্ডকে হস্তান্তর করারও আহ্বান জানিয়েছেন। বিভিন্ন নিরাপত্তা সংস্থার সমন্বয়ে গঠিত এই ‘ইউনিফাইড কমান্ড’ রাজ্যের নিরাপত্তা কার্যক্রম তত্ত্বাবধান করে।
থাউবাল জেলায় ইউনিফর্ম পরা শিক্ষার্থীরা রাজ্যের আঞ্চলিক ও প্রশাসনিক অখণ্ডতার নিশ্চয়তা চেয়ে যে কোনো ধরনের পৃথক প্রশাসনের বিরোধিতা করে একটি সমাবেশ করেছে। একই দিকে মণিপুরের কাকচিং জেলায় সন্দেহভাজন কুকি জঙ্গিদের দ্বারা সাম্প্রতিক বেসামরিক হত্যার প্রতিবাদে হাজার হাজার স্থানীয় মানুষ একটি গণ সমাবেশও করেছে। তারা ‘সাসপেনশন অব অপারেশনস’ চুক্তি বাতিলের দাবি জানিয়ে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা মোকাবিলায় আরও সক্রিয় ভূমিকা নিতে রাজ্য সরকারকে আহ্বান জানিয়েছে।
ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ভারতীয় পতাকা সরিয়ে একটি মেইতি পতাকা টাঙিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সোমবার ফ্রি প্রেস জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যটির থাউবাল জেলায় অবস্থিত রাজভবনে হামলা চালায় শিক্ষার্থীরা। পরে তারা রাজভবনের ওপর টাঙানো ভারতের পতাকা নামিয়ে ফেলে এবং মেইতি পতাকা স্থাপন করে।
ভারতীয় পতাকা প্রতিস্থাপনের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যায়, প্রতিবাদী ছাত্ররা থাউবালের রাজভবন এবং ডেপুটি কমিশনারের অফিসে চড়াও হয়েছে। সোমবার অনুষ্ঠিত এই বিক্ষোভ অন্য দিনগুলোর তুলনায় আরও তীব্র আকারে দেখা গেছে।
ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, সোমবার দিনের শুরুতে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তনের দাবিতে মণিপুরের রাজধানী ইম্ফলের রাস্তায় নেমে আসে। এ সময় রাজ্যের বর্তমান নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণ এবং ‘ইউনিফাইড কমান্ডের’ দায়িত্ব রাজ্য সরকারের কাছে হস্তান্তর করার দাবি জানায় তারা। পাশাপাশি তারা আধাসামরিক বাহিনী প্রত্যাহার সহ ৫০ জন বিধায়কেরও পদত্যাগ দাবি করে।
সম্প্রতি নতুন করে নিরাপত্তা সংকট দেখা দিয়েছে মণিপুরে। রাজ্যটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা সহ সহিংসতার নতুন ঘটনায় অন্তত ৮ জন মারা গেছে এবং আহত হয়েছে আরও অন্তত ১২ জন। আন্দোলনকারী শিক্ষার্থীরা মনে করে, রাজ্যের চলমান সংকট কার্যকরভাবে মোকাবিলা করার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে নিরাপত্তা অভিযানের দায়িত্ব দেওয়া উচিত।
সোমবারের বিক্ষোভে ‘মণিপুর দীর্ঘজীবী হোক’ স্লোগান দিয়ে পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষের প্রতি হতাশা প্রকাশ করে শিক্ষার্থীরা। পরে তাদের একটি প্রতিনিধি দল রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবং রাজ্যপাল এল আচার্যের সঙ্গে দেখা করে।
রাজ্যপালের সঙ্গে দেখা করা ছাত্র প্রতিনিধিরা সাংবাদিকদের বলেছেন, তারা সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে পুলিশ মহাপরিচালক (ডিজিপি) এবং রাজ্য সরকারের নিরাপত্তা উপদেষ্টার অপসারণ সহ ৬টি দাবি জানিয়েছেন। তারা সিআরপিএফের সাবেক ডিজি কুলদীপ সিং-এর সভাপতিত্বে ইউনিফাইড কমান্ডকে হস্তান্তর করারও আহ্বান জানিয়েছেন। বিভিন্ন নিরাপত্তা সংস্থার সমন্বয়ে গঠিত এই ‘ইউনিফাইড কমান্ড’ রাজ্যের নিরাপত্তা কার্যক্রম তত্ত্বাবধান করে।
থাউবাল জেলায় ইউনিফর্ম পরা শিক্ষার্থীরা রাজ্যের আঞ্চলিক ও প্রশাসনিক অখণ্ডতার নিশ্চয়তা চেয়ে যে কোনো ধরনের পৃথক প্রশাসনের বিরোধিতা করে একটি সমাবেশ করেছে। একই দিকে মণিপুরের কাকচিং জেলায় সন্দেহভাজন কুকি জঙ্গিদের দ্বারা সাম্প্রতিক বেসামরিক হত্যার প্রতিবাদে হাজার হাজার স্থানীয় মানুষ একটি গণ সমাবেশও করেছে। তারা ‘সাসপেনশন অব অপারেশনস’ চুক্তি বাতিলের দাবি জানিয়ে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা মোকাবিলায় আরও সক্রিয় ভূমিকা নিতে রাজ্য সরকারকে আহ্বান জানিয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণ ভারতের জন্য টার্নিং পয়েন্ট হয়ে ওঠে। অস্ত্র রপ্তানি বাড়ানোর দায়িত্বে কর্মরত এক ভারতীয় কর্মকর্তা বলেন, পশ্চিমা দেশগুলো তাদের অস্ত্রভান্ডার ইউক্রেনে পাঠিয়েছে। রাশিয়ার কারখানাগুলো শুধু তাদের যুদ্ধের জন্যই অস্ত্র তৈরি করছে। ফলে যেসব দেশ ওয়াশিংটন...
১ ঘণ্টা আগেসম্প্রতি এক ভিডিওতে ভারতের দীর্ঘ পথের ট্রেনযাত্রাকে ‘মানসিকভাবে ভেঙে পড়ার’ মতো অভিজ্ঞতা বলে বর্ণনা করেছেন ফরাসি ইউটিউবার ভিক্টর ব্লাহো। তিনি বিদেশি পর্যটকদের পরামর্শ দিয়েছেন, পর্যাপ্ত প্রস্তুতি বা ভালো বাজেট না থাকলে ভারতের দীর্ঘ দূরত্বের ট্রেনভ্রমণ এড়িয়ে চলা উচিত।
২ ঘণ্টা আগেবিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) আশঙ্কা প্রকাশ করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নীতির কারণে চলতি বছরই বিশ্বজুড়ে পণ্যবাণিজ্য হ্রাস পাবে। এ ছাড়াও পারস্পরিক শুল্ক আরোপ ও রাজনৈতিক অনিশ্চয়তাসহ বিভিন্ন গভীর নেতিবাচক ঝুঁকি রয়েছে, যা বিশ্ব বাণিজ্যে আরও বড় ধরনের পতন ডেকে আনতে পারে।
৩ ঘণ্টা আগেবর্তমানে ছোট ওষুধ (পিল বা ক্যাপসুল) বাজারে আসার ৯ বছর পর মেডিকেয়ার মূল্য আলোচনার জন্য যোগ্য হয়। ট্রাম্প প্রশাসন এটিকে ১৩ বছর করতে চায়, যা বায়োটেক ওষুধের সমতুল্য। তবে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো দাবি করেছিল, বর্তমান নিয়ম নতুন ওষুধ উদ্ভাবনকে বাধাগ্রস্ত করে। আগে এই বিষয় নিয়ে তারা আলোচনা করতে
৪ ঘণ্টা আগে