Ajker Patrika

ভারতের ১৪টি রাজ্যে শুরু হয়েছে উপনির্বাচন

কলকাতা প্রতিনিধি
ভারতের ১৪টি রাজ্যে শুরু হয়েছে উপনির্বাচন

ভারতের ১৪টি রাজ্যের ৩টি লোকসভা ও ২৯টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।  আজ শনিবার সকালে এই ভোটগ্রহণ শুরু হয়।  ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)  ভোটগ্রহণ চলবে স্থানীয় সময় সন্ধ্যা পর্যন্ত। এই ভোটের গণনা হবে আগামী মঙ্গলবার। 

মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং দাদরা ও নগর হাভেলির সাংসদরা মারা যাওয়ায় সেখানে লোকসভার উপনির্বাচন শুরু হয়েছে। এই তিনটি আসনের মধ্যে দুটিই ছিল বিজেপির। একটিতে ছিল স্বতন্ত্র সাংসদ।  

এদিকে আজ ভোট হচ্ছে বিজেপি শাসিত আসামের বিধানসভার ৫টি আসনে। তিনটি আসনের বিজয়ীরা শাসক দলে যোগ দিয়েছেন এবং বাকি দুটিতে জয়ী প্রার্থীর মৃত্যুতে হচ্ছে উপনির্বাচন। শাসক দলের কাছে ৫-০ করাই লক্ষ্য।

পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলও এবারের উপনির্বাচনে সব আসনে জিততে মরিয়া। দলটির লক্ষ্য ৪-০।  সম্প্রতি হওয়া পশ্চিমবঙ্গের বিধানসভার তিন আসনের উপনির্বাচনে ৩-০ ফল হয়েছিল।

রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চ্যাটার্জি লড়ছেন খড়দহ কেন্দ্র থেকে। তিনি ভবানীপুর থেকে জিতলেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিধায়ক নির্বাচিত হওয়ার সুযোগ করে দিতেই বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন। 

 কোচবিহারের দিনহাটা থেকে লড়ছেন প্রয়াত বাম নেতা কমল গুহের ছেলে তৃণমূলের উদয়ন গুহ। বিধানসভা ভোটে মাত্র ৫৭ ভোটে পরাস্ত হন ভারতের বর্তমান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কাছে। 

কংগ্রেস শাসিত রাজস্থানে ২টি আসনে উপনির্বাচন ছাড়াও মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ ও মেঘালয়ের তিনটি করে আসনে উপনির্বাচন কংগ্রেসের কাছে অগ্নিপরীক্ষা। বিজেপিও পরখ করে নিতে পারবে ১৪টি রাজ্যে তাদের বর্তমান পরিস্থিতি।

করোনা প্রোটোকল মেনে নির্বিঘ্নে ভোটপর্ব সমাধান করাটাও নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ। উপনির্বাচনের পরই পাঁচ রাজ্যের বিধানসভা ভোট। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে এটাকেই সেমিফাইনাল হিসেবে  দেখছেন অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত