Ajker Patrika

‘আম্মা’ ডাকের জন্য তেলেঙ্গানার মানুষের প্রতি সোনিয়া গান্ধীর কৃতজ্ঞতা

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১৭: ৫৫
‘আম্মা’ ডাকের জন্য তেলেঙ্গানার মানুষের প্রতি সোনিয়া গান্ধীর কৃতজ্ঞতা

আগামী ৩০ নভেম্বর ভারতীয় অঙ্গরাজ্য তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীকে ভোট দিতে রাজ্যটির ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের জাতীয় কংগ্রেস পার্টির সাবেক প্রধান সোনিয়া গান্ধী। 

তেলেঙ্গানার মানুষদের উদ্দেশে এক বক্তব্যে তিনি বলেছেন, ‘তেলেঙ্গানায় আমাদের বোন, ভাই, ছেলে ও মেয়েকে পরিবর্তনের জন্য কংগ্রেসকে ভোট দেওয়ার অনুরোধ করছি।’

 ২০১৪ সালে অন্ধ্র প্রদেশকে বিভক্ত করে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টির কথা উল্লেখ করে সোনিয়া দাবি করেন—কংগ্রেস পার্টি রাজ্যটির জনগণের কাছে দেওয়া তাঁর প্রতিশ্রুতি পূরণ করেছে।

এ বিষয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোনিয়া গান্ধী একটি নতুন রাজ্য গঠনের আশ্বাস দিলে ২০১৪ সালে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়েছিল। সে সময় কংগ্রেসের নেতৃত্বাধীন জোট (ইউপিএ) ভারতের রাষ্ট্রক্ষমতায় ছিল। 

তেলেঙ্গানায় কয়েক দশক ধরে চলা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে চন্দ্রশেখর রাও। স্বতন্ত্র রাজ্য হিসেবে আত্মপ্রকাশের পর থেকে এখন পর্যন্ত চন্দ্রশেখরই তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) এই নেতা তৃতীয়বারের মতো রাজ্যটির ক্ষমতায় আসার আশা করছেন। তবে এবারের নির্বাচনে কংগ্রেস রাজ্যটি দখলে নিতে জোরেশোরে প্রচারণা চালাচ্ছে কংগ্রেস, এমনকি বিজেপিও। 

নির্বাচন প্রসঙ্গে বলতে গিয়ে সোনিয়া গান্ধী তেলেঙ্গানার জনগণের ভালোবাসা ও সম্মানের জন্য কৃতজ্ঞ জানান। তিনি বলেন, ‘আপনারা আমাকে সোনিয়া আম্মা বলে সম্বোধন করেছেন। আমি সব সময় কৃতজ্ঞ থাকব।’

তিনি আরও বলেন, ‘আমি প্রচারণায় আসতে পারিনি। তবে আপনারা সবাই আমার হৃদয়ের খুব কাছের।’ 

এবারের নির্বাচনে রাজ্যটি বিজেপি, ক্ষমতাসীন বিআরএস এবং কংগ্রেসের মধ্যে ত্রিমুখী প্রতিযোগিতার সাক্ষী হতে চলেছে। ২০২৪ সালে দেশটির লোকসভা নির্বাচনকে সামনে রেখে তেলেঙ্গানার নির্বাচনকে একটি লিটমাস পরীক্ষার সঙ্গে তুলনা করা হচ্ছে। আগামী ৩ ডিসেম্বর রাজ্যটির নির্বাচনের ফল ঘোষণা করা হবে। 

দিল্লিতে বায়ু দূষণের মাত্রা সীমা ছাড়িয়ে যাওয়ায় সোনিয়া গান্ধী সাময়িকভাবে জয়পুরে স্থানান্তরিত হয়েছেন। তিনি শ্বাসকষ্টে ভুগছেন এবং চিকিৎসকেরা তাকে অস্থায়ীভাবে এমন জায়গায় চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন—যেখানে বাতাসের মান ভালো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত