কলকাতা প্রতিনিধি
ভারতের মণিপুর এখনো অশান্ত। গত শনিবার গভীর রাতে রাজ্যের বিষ্ণুপুর জেলার খোইজুমন্তবি গ্রামে দুষ্কৃতকারীরা হামলা চালায়। পুলিশের সূত্র জানিয়েছে, এক ব্যক্তির মাথা কেটে নেওয়ার পাশাপাশি দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে অস্ত্রধারীরা। বহু বাড়িতে নতুন করে আগুন লাগায় তারা। ফলে রাজ্যে ফের উত্তেজনা দেখা দিয়েছে।
খবর পেয়েই গতকাল রোববার সকালে ঘটনাস্থলে ছুটে যান মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তিনি রাজ্যজুড়ে অশান্তির জন্য প্রতিবেশী মিয়ানমারকে দায়ী করেন।
উল্লেখ্য, গত ৩ মে থেকেই মণিপুরের পরিস্থিতি উত্তপ্ত। মেইতেই জনগোষ্ঠীকে তফসিলি উপজাতির মর্যাদা দিতেই বিদ্রোহ শুরু করে কুকি জনগোষ্ঠীর লোকেরা।
কুকি ও মেইতেই সংঘর্ষে এখনো পর্যন্ত শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। ঘরছাড়া ৪০ হাজারেরও বেশি মানুষ। পরিস্থিতি সামাল দিতে না পেরে বৃহস্পতিবার ইস্তফা দিতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরে অবশ্য তিনি সেই সিদ্ধান্ত থেকে পিছু হটেন।
শনিবার একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বীরেন সিং বলেন, বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল পোড়ানোয় তিনি আবেগতাড়িত হয়ে ইস্তফা দিতে চেয়েছিলেন। তাঁর দাবি, অশান্তি না থামার জন্য মোদিকে দায়ী করার কোনো যুক্তি নেই।
তবে বিরোধীরা দাবি করছেন, অবিলম্বে বীরেন সিংকে হটিয়ে রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করতে হবে।
ভারতের মণিপুর এখনো অশান্ত। গত শনিবার গভীর রাতে রাজ্যের বিষ্ণুপুর জেলার খোইজুমন্তবি গ্রামে দুষ্কৃতকারীরা হামলা চালায়। পুলিশের সূত্র জানিয়েছে, এক ব্যক্তির মাথা কেটে নেওয়ার পাশাপাশি দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে অস্ত্রধারীরা। বহু বাড়িতে নতুন করে আগুন লাগায় তারা। ফলে রাজ্যে ফের উত্তেজনা দেখা দিয়েছে।
খবর পেয়েই গতকাল রোববার সকালে ঘটনাস্থলে ছুটে যান মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তিনি রাজ্যজুড়ে অশান্তির জন্য প্রতিবেশী মিয়ানমারকে দায়ী করেন।
উল্লেখ্য, গত ৩ মে থেকেই মণিপুরের পরিস্থিতি উত্তপ্ত। মেইতেই জনগোষ্ঠীকে তফসিলি উপজাতির মর্যাদা দিতেই বিদ্রোহ শুরু করে কুকি জনগোষ্ঠীর লোকেরা।
কুকি ও মেইতেই সংঘর্ষে এখনো পর্যন্ত শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। ঘরছাড়া ৪০ হাজারেরও বেশি মানুষ। পরিস্থিতি সামাল দিতে না পেরে বৃহস্পতিবার ইস্তফা দিতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরে অবশ্য তিনি সেই সিদ্ধান্ত থেকে পিছু হটেন।
শনিবার একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বীরেন সিং বলেন, বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল পোড়ানোয় তিনি আবেগতাড়িত হয়ে ইস্তফা দিতে চেয়েছিলেন। তাঁর দাবি, অশান্তি না থামার জন্য মোদিকে দায়ী করার কোনো যুক্তি নেই।
তবে বিরোধীরা দাবি করছেন, অবিলম্বে বীরেন সিংকে হটিয়ে রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করতে হবে।
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে সারা বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়সহ বিভিন্ন দেশ গভীর শোক প্রকাশ করেছে। ভারত সরকার তাঁর প্রতি সম্মান জানিয়ে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বিশ্বের উল্লেখযোগ্য প্রায় সকল রাষ্ট্র ও সরকার প্রধান তাঁর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন।
১ ঘণ্টা আগেহাওয়াইয়ে ভ্রমণে গিয়ে মার্কিন সীমান্তরক্ষীদের হাতে দেহ তল্লাশি ও রাতভর আটকের শিকার হয়েছেন দুই জার্মান কিশোরী। পর্যাপ্ত সময়ের জন্য হোটেল বুকিং না থাকায় তাদের সন্দেহজনক মনে করে এই ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)।
২ ঘণ্টা আগেপ্রযুক্তি জায়ান্ট গুগল প্রায় চার বছরের পুরোনো একটি মামলায় ভারতের প্রতিযোগিতা কমিশন তথা সিসিআই-এর সঙ্গে নিষ্পত্তিতে পৌঁছেছে। অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির বাজারে গুগল অনৈতিক ও প্রতিযোগিতাবিরোধী ব্যবসায়িক চর্চা করছে, এমন অভিযোগের প্রেক্ষিতে এই নিষ্পত্তি হয়েছে। গুগল,
৩ ঘণ্টা আগেভারতের সড়ক নিরাপত্তা সংকট অত্যন্ত ভয়াবহ। চলমান এই সমস্যা প্রতিদিন বহু মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। ২০২৩ সালে এই সংকট আরও তীব্র হয়েছে। জানা গেছে, সে বছর সড়ক দুর্ঘটনায় ভারতে ১ লাখ ৭২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর অর্থ প্রতিদিন ৪৭৪ জন বা প্রতি তিন মিনিটে প্রায় একজন মারা গেছেন।
৩ ঘণ্টা আগে