Ajker Patrika

নেতৃত্বে বয়সসীমা, এক ঘর এক আসন নীতিসহ সংস্কার আনছে কংগ্রেস

আপডেট : ১৩ মে ২০২২, ১৬: ২০
নেতৃত্বে বয়সসীমা, এক ঘর এক আসন নীতিসহ সংস্কার আনছে কংগ্রেস

দলীয় পদের জন্য নির্দিষ্ট বয়সসীমা এবং এক পরিবার থেকে একজনকেই নির্বাচনী মনোনয়ন দেওয়া হবে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস। রাজস্থানের উদয়পুরে শুরু হওয়া দলটির বিভিন্ন পর্যায়ের চার শতাধিক নেতার অংশগ্রহণে আয়োজিত ‘চিন্তন শিবিরে’ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ চার শতাধিক নেতা ‘চিন্তন শিবিরে’ যোগ দিচ্ছেন। দেশটিতে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে দলটির ভরাডুবির পর দলীয় পরবর্তী কর্মসূচি নির্ধারণে ডাকা এই চিন্তন শিবিরকে কংগ্রেস নেতা অজয় মাকেন ‘বড় পরিবর্তন’ বলে আখ্যা দিয়েছেন। 

কংগ্রেসের একটি সূত্র জানিয়েছে, দলে ‘এক পরিবার, এক মনোনয়ন’ নিয়মটি ফিরিয়ে আনার বিষয়ে দলটির প্রায় সব নেতাই সম্মতি দিয়েছেন। তবে সূত্র এও জানিয়েছে, এই নিয়মের ক্ষেত্রে গান্ধী পরিবারকে রেহাই দেওয়া হতে পারে। 

অজয় মাকেন বলেছেন, ‘এই নিয়ম ফিরিয়ে আনার বিষয়ে সবার সম্মতি রয়েছে।’ গান্ধী পরিবারের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে কি না, সে বিষয়ে তিনি বলেন, ‘তাঁরা গত পাঁচ বছর ধরেই রাজনীতিতে সক্রিয়। প্রিয়াঙ্কা গান্ধীও ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে দলের জন্য কাজ শুরু করেছেন।’ 

নতুন নেতৃত্ব প্রসঙ্গে কংগ্রেস নেতা মানিক ঠাকুর বৃহস্পতিবার এনডিটিভিকে বলেন, ‘ভারতের ৬০ শতাংশ জনগণের বয়সই ৪০ বছরের কম হওয়ায় দলে তরুণদের প্রতিনিধিত্ব বৃদ্ধি করা হবে। এই সিদ্ধান্ত আমাদের সব দলীয় ইউনিট এবং পদে প্রতিফলিত হতে হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত