অনলাইন ডেস্ক
সাম্প্রতিক সামরিক সংঘাতের পর নতুন এক সমরাস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে ভারত ও পাকিস্তান। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবার দেশটির সবচেয়ে উন্নত স্টিলথ ফাইটার জেট তৈরির নীতিগত কাঠামো অনুমোদন করেছে। আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
স্টিলথ যুদ্ধবিমান হচ্ছে এমন এক ধরনের যুদ্ধবিমান যা শত্রুপক্ষের রাডার, ইনফ্রারেড সেন্সর, সোনার এবং অন্যান্য নজরদারি প্রযুক্তির চোখ ফাঁকি দিতে সক্ষম। এর ডিজাইন, প্রযুক্তি এবং উপাদানগুলো একে আক্ষরিক অর্থেই ‘অদৃশ্য’ করে তোলে—অর্থাৎ শত্রু এটিকে সহজে শনাক্ত করতে পারে না।
সিএনএন জানিয়েছে, ভারতের প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে দেশটির সরকারের মালিকানাধীন অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি (এডিএ)। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সংস্থাটি শিগগিরই প্রকল্পের প্রোটোটাইপ তৈরির জন্য প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা শিল্প প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে প্রাথমিক আগ্রহ আহ্বান করবে। প্রস্তাবিত স্টিলথ ফাইটার জেটকে দুই ইঞ্জিন বিশিষ্ট পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান হিসেবে কল্পনা করা হয়েছে।
এই প্রকল্পটি ভারতীয় বিমানবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর সাজ-সরঞ্জাম রাশিয়ান ও সাবেক সোভিয়েত যুদ্ধবিমানের ওপর নির্ভরশীল—যা কমে এখন ৪২ থেকে ৩১-এ দাঁড়িয়েছে। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী চীন দ্রুত তার বিমানবাহিনীর শক্তি বাড়াচ্ছে। পাকিস্তানের কাছে ইতিমধ্যে চীনের উন্নত যুদ্ধবিমান জে-১০ রয়েছে।
চলতি মে মাসেই পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিন ধরে সংঘর্ষ চলে। এই সংঘর্ষে উভয় পক্ষই যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কামান ব্যবহার করেছে। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতির ঘোষণা আসে।
এই প্রথমবার উভয় দেশই সংঘাতে ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করেছে। রয়টার্সের সঙ্গে কথা বলা ১৫ জন নিরাপত্তা কর্মকর্তা, প্রতিরক্ষা শিল্পের নির্বাহী ও বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ার দুই শক্তিধর এখন ড্রোন প্রযুক্তির প্রতিযোগিতার মধ্যে রয়েছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্টিলথ ফাইটার প্রকল্পে ভারত একটি দেশীয় কোম্পানির সঙ্গে অংশীদারত্ব করবে। আগ্রহী কোম্পানিগুলো স্বতন্ত্রভাবে অথবা যৌথভাবে দরপত্রে অংশ নিতে পারবে। এটি বেসরকারি এবং রাষ্ট্রায়ত্ত উভয় ধরনের প্রতিষ্ঠানগুলোর জন্য উন্মুক্ত থাকবে।
এর আগে গত মার্চে ভারতের একটি প্রতিরক্ষা কমিটি সামরিক বিমান তৈরিতে বেসরকারি খাতকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিল যেন, বিমানবাহিনীর সক্ষমতা বাড়ানো যায় এবং রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেডের ওপর চাপ কিছুটা কমানো যায়।
ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিংহ এর আগে হালকা যুদ্ধবিমান ‘তেজস’ সরবরাহে হিন্দুস্তান অ্যারোনটিকসের ধীর গতির সমালোচনা করেছিলেন। তবে সংস্থাটি এই বিষয়ে যুক্তরাষ্ট্রের জেনারেল ইলেকট্রিক থেকে ইঞ্জিন সরবরাহে বিলম্বকে দায়ী করেছিল।
সাম্প্রতিক সামরিক সংঘাতের পর নতুন এক সমরাস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে ভারত ও পাকিস্তান। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবার দেশটির সবচেয়ে উন্নত স্টিলথ ফাইটার জেট তৈরির নীতিগত কাঠামো অনুমোদন করেছে। আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
স্টিলথ যুদ্ধবিমান হচ্ছে এমন এক ধরনের যুদ্ধবিমান যা শত্রুপক্ষের রাডার, ইনফ্রারেড সেন্সর, সোনার এবং অন্যান্য নজরদারি প্রযুক্তির চোখ ফাঁকি দিতে সক্ষম। এর ডিজাইন, প্রযুক্তি এবং উপাদানগুলো একে আক্ষরিক অর্থেই ‘অদৃশ্য’ করে তোলে—অর্থাৎ শত্রু এটিকে সহজে শনাক্ত করতে পারে না।
সিএনএন জানিয়েছে, ভারতের প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে দেশটির সরকারের মালিকানাধীন অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি (এডিএ)। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সংস্থাটি শিগগিরই প্রকল্পের প্রোটোটাইপ তৈরির জন্য প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা শিল্প প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে প্রাথমিক আগ্রহ আহ্বান করবে। প্রস্তাবিত স্টিলথ ফাইটার জেটকে দুই ইঞ্জিন বিশিষ্ট পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান হিসেবে কল্পনা করা হয়েছে।
এই প্রকল্পটি ভারতীয় বিমানবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর সাজ-সরঞ্জাম রাশিয়ান ও সাবেক সোভিয়েত যুদ্ধবিমানের ওপর নির্ভরশীল—যা কমে এখন ৪২ থেকে ৩১-এ দাঁড়িয়েছে। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী চীন দ্রুত তার বিমানবাহিনীর শক্তি বাড়াচ্ছে। পাকিস্তানের কাছে ইতিমধ্যে চীনের উন্নত যুদ্ধবিমান জে-১০ রয়েছে।
চলতি মে মাসেই পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিন ধরে সংঘর্ষ চলে। এই সংঘর্ষে উভয় পক্ষই যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কামান ব্যবহার করেছে। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতির ঘোষণা আসে।
এই প্রথমবার উভয় দেশই সংঘাতে ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করেছে। রয়টার্সের সঙ্গে কথা বলা ১৫ জন নিরাপত্তা কর্মকর্তা, প্রতিরক্ষা শিল্পের নির্বাহী ও বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ার দুই শক্তিধর এখন ড্রোন প্রযুক্তির প্রতিযোগিতার মধ্যে রয়েছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্টিলথ ফাইটার প্রকল্পে ভারত একটি দেশীয় কোম্পানির সঙ্গে অংশীদারত্ব করবে। আগ্রহী কোম্পানিগুলো স্বতন্ত্রভাবে অথবা যৌথভাবে দরপত্রে অংশ নিতে পারবে। এটি বেসরকারি এবং রাষ্ট্রায়ত্ত উভয় ধরনের প্রতিষ্ঠানগুলোর জন্য উন্মুক্ত থাকবে।
এর আগে গত মার্চে ভারতের একটি প্রতিরক্ষা কমিটি সামরিক বিমান তৈরিতে বেসরকারি খাতকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিল যেন, বিমানবাহিনীর সক্ষমতা বাড়ানো যায় এবং রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেডের ওপর চাপ কিছুটা কমানো যায়।
ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিংহ এর আগে হালকা যুদ্ধবিমান ‘তেজস’ সরবরাহে হিন্দুস্তান অ্যারোনটিকসের ধীর গতির সমালোচনা করেছিলেন। তবে সংস্থাটি এই বিষয়ে যুক্তরাষ্ট্রের জেনারেল ইলেকট্রিক থেকে ইঞ্জিন সরবরাহে বিলম্বকে দায়ী করেছিল।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা আরোপের পর জাপান ও চীনসহ এশিয়ার একাধিক দেশ ওই শিক্ষার্থীদের নিজেদের বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরের সুযোগ করে দিতে এগিয়ে এসেছে। ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার ফলে অনেক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের মাটি ছেড়ে নতুন গন্তব্য
১ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের সালদানাহ শহর থেকে নিখোঁজ হওয়া ছয় বছরের শিশু জশলিন স্মিথ-এর মামলায় আদালত তাঁর মা কেলি স্মিথ সহ তিনজনকে দোষী সাব্যস্ত করেছে। নিজের মেয়েকে অপহরণ ও পাচারের অভিযোগে কেলি স্মিথকে আজীবন কারাদণ্ড দিয়েছেন উচ্চ আদালত।
২ ঘণ্টা আগেআলিপুরদুয়ার ‘শিলিগুড়ি করিডর’ বা ‘চিকেন নেক’-এর অংশ। এটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সিকিম ও উত্তর-পূর্বের সেভেন সিস্টার্সের একমাত্র স্থলপথ। এই অঞ্চলের ভৌগোলিক দুর্বলতা ভারতের জন্য সব সময় উদ্বেগের। আর এখানেই আসে বাংলাদেশের প্রসঙ্গ—গত মার্চ মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসের বেইজিং
৩ ঘণ্টা আগেবসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভো এখন ইঁদুরবাহিত রোগের সংক্রমণে বিপর্যস্ত। এ অবস্থায় শহরটির বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যমে মিলজাকা নদীতে দল বেঁধে ইঁদুরের সাঁতার কাটার ভিডিও এবং শহরের বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনার ছবি শেয়ার করছেন।
৪ ঘণ্টা আগে