Ajker Patrika

ভারত ভাগের আবেগ থেকে বিজেপির ফায়দা নেওয়ার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, আগরতলা (ভারত)
ভারত ভাগের আবেগ থেকে বিজেপির ফায়দা নেওয়ার চেষ্টা

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে দেশভাগ নিয়ে মানুষের আবেগকে কাজে লাগাতে চাইছে বিজেপি। গতকাল শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতি বছর ১৪ আগস্ট 'বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস' পালনের কথা ঘোষণা করেন। তাঁর এই ঘোষণার পরই বিরোধীদের কটাক্ষ, কংগ্রেসশাসিত পাঞ্জাবে বিধানসভা ভোটকে মাথায় রেখেই বিজেপি এখন দেশভাগের আবেগকে কাজে লাগিয়ে স্বাধীনতা দিবসের সম্মানহানি করতে চাইছে। তবে জোট প্রক্রিয়ার মাধ্যমে কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধীরা হাতে নিয়েছে বিজেপির মোকাবিলার পাল্টা কৌশল।

১৯৪৭ সালে ১৪ আগস্ট মধ্যরাতে ভারত ভাগের সিদ্ধান্ত নেয় ব্রিটিশরা। জন্ম হয় ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের। পরবর্তীতে পাকিস্তানের সঙ্গে লড়াই করে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। ভারতের স্বাধীনতা সংগ্রামের বেশির ভাগ কৃতিত্বটা এতকাল অর্জন করে এসেছে কংগ্রেস। ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু থেকে শুরু করে জাতীয় নেতাদের অবদান এখনো কংগ্রেসকে রাজনৈতিক ফায়দা এনে দেয়। স্বাধীনতা আন্দোলনের কৃতিত্ব জাহিরের কোনো সুযোগই বিজেপির নেই। তাই পাঞ্জাব-সহ পাঁচ রাজ্যের ভোটের আগে দেশভাগ নিয়ে ভারতীয়দের মধ্যে এখনো যে আবেগ রয়েছে সেটাকেই কাজে লাগাতে চাইছে বিজেপি। 

এদিন প্রধানমন্ত্রী টুইট করেন, 'দেশ ভাগের যন্ত্রণা কখনো ভোলা যাবে না। আমাদের লাখ লাখ ভাইবোন ঘরছাড়া হয়েছেন, অনেকে প্রাণ হারিয়েছেন। তাঁদের লড়াই এবং আত্মত্যাগকে শ্রদ্ধা জানাতে এখন থেকে ১৪ আগস্ট ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালিত হবে'। তাঁর এই টুইট আসলে পাঞ্জাবের নির্বাচনকে মাথায় রেখে, এমনটাই মনে করছে কংগ্রেস-সহ বিরোধীরা। তাঁদের অভিযোগ, ভারতের স্বাধীনতা সংগ্রামে বিজেপি বা তাদের চালিকাশক্তি আরএসএস-এর কোনো অবদান নেই। তাই দেশভাগকে সামনে এনে দেশের স্বাধীনতা সংগ্রামীদের ছোট করার চেষ্টা চালাচ্ছে। বিরোধীরা বিজেপির কৌশল ধরে নিয়ে মোদি সরকারকে হারাতে বিকল্প জোটেই আস্থা রাখছেন। এদিন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট ফের চালু হয়। রাহুলের মন্তব্য, সত্যের জয়!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত