Ajker Patrika

দিল্লিতে লকডাউন ঘোষণা

দিল্লিতে লকডাউন ঘোষণা

ঢাকা: ভারতের রাজধানী দিল্লিতে ছয় দিনের লকডাউন ঘোষণা করেছে দিল্লির রাজ্য সরকার। টেলিভিশন চ্যানেলে দেওয়া এক ভাষণে লকডাউনের ঘোষণা দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

আজ সোমবার রাত ১০ টা থেকে আগামী সোমবার ভোর ৫টা পর্যন্ত লকডাউন চলবে। তবে জরুরি পরিষেবা লকডাউনের আওতামুক্ত থাকবে।

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘যদি এখনই লকডাউন জারি করা না হয়, সেক্ষেত্রে আমাদের অনেক বড় দুর্যোগের মুখে পড়তে হবে। সরকার সবসময়ই আপনাদের পাশে আছে। নিতান্ত বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ছয় দিনের লকডাউন হাসপাতালের বেডের সংখ্যা বাড়াতে ও করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে কার্যকর ভূমিকা রাখবে উল্লেখ করে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘আমরা আপনাদের ভয় দেখানোর চেষ্টা করছি না। আমি এও বলছি না যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে।’

উল্লেখ্য, লকডাউনে সরকারি অফিস খোলা থাকবে, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের বাড়িতে থেকে হোম অফিস করতে হবে। মুদি দোকান, খাবার ও ওষুধের দোকান, পত্রিকার হকারদের লকডাউনের আওতামুক্ত থাকবে। ব্যাংক, এটিএম বুথ ও বিমা প্রতিষ্ঠানগুলো লকডাউনের মধ্যে চলবে। পাশাপাশি চালু থাকবে হোম ডেলিভারি সেবাও।

ভারতে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। আজ সোমবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই লাখ ৭৩ হাজার ৮১০ জন করোনা শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত এটিই একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে এক হাজার ৬১৯ জনের। এটিও এখন পর্যন্ত দেশটিতে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

সূত্রঃ এনডিটিভি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত