প্রতিনিধি
কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন। বিধানসভা ভোটে তিনি হেরে গেলেও আজ তাঁকেই নবনির্বাচিত তৃণমূল বিধায়করা পরিষদীয় দলনেত্রী নির্বাচিত করেন। আগামী বুধবারই শপথ নেবে নতুন মন্ত্রিসভা।
মমতাকেই যে ফের মুখ্যমন্ত্রী করা হচ্ছে– এদিন বিধায়ক দলের বৈঠকের পর একথা ঘোষণা করেন, তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, দলের সব বিধায়কই সর্বসম্মতিক্রমে মমতাকে নেত্রী নির্বাচিত করেন।
আজ সন্ধ্যাতেই রাজভবনে গেছেন মমতা। রাজ্যপাল জগদীপ ধনকড় তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন। সূত্রের খবর, সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে ইস্তফা দেবেন তিনি। এরপরই শুরু হবে নতুন মন্ত্রিসভা গঠনের আনুষ্ঠানিকতা।
মমতা নিজেই জানিয়েছেন, শপথ গ্রহণে কোনও আড়ম্বর থাকছে না। বিজয় উৎসবও হচ্ছে না এখন। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে তবে বিজয় উৎসব হবে বড় করে।
বুধবার থেকেই নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন। প্রথমে প্রটেম স্পিকার হিসেবে শপথ নেবেন বর্তমান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পরে তিনিই স্পিকার হবে বলেও জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
এদিন নন্দীগ্রাম প্রসঙ্গে গুরুতর অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, রিটার্নিং অফিসারকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। নিজেই সাংবাদিকদের সেলফোনে পাওয়া মেসেজ দেখান তিনি।
তাঁর দাবি, নন্দীগ্রামে মেশিন পাল্টে দিয়েছে, আরও অনেক কিছু করেছে। তাই আন্দোলন চলবে। আদালতেও যাবে দল। সেইসঙ্গে ইভিএম থেকে শুরু করে সবকিছুই সুরক্ষিত রাখারও দাবি তোলেন তিনি।
এদিকে, ভোটের ফল বের হতেই ব্যাপক হিংসার অভিযোগ তুলেছে বিজেপি। প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, বিভিন্ন জায়গায় বিজেপি আক্রান্ত হচ্ছে। ভোটের ফলপ্রকাশের পর ছয় জন মারা গেছে, হাজার বাড়ি ভাঙচুর হয়েছে।
বিজেপির বিরুদ্ধেও পাল্টা হিংসার অভিযোগ তোলেন মমতা। তবে দলের কর্মীদের আইন হাতে না তুলে নেওয়ার পরামর্শ দেন। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন। বিধানসভা ভোটে তিনি হেরে গেলেও আজ তাঁকেই নবনির্বাচিত তৃণমূল বিধায়করা পরিষদীয় দলনেত্রী নির্বাচিত করেন। আগামী বুধবারই শপথ নেবে নতুন মন্ত্রিসভা।
মমতাকেই যে ফের মুখ্যমন্ত্রী করা হচ্ছে– এদিন বিধায়ক দলের বৈঠকের পর একথা ঘোষণা করেন, তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, দলের সব বিধায়কই সর্বসম্মতিক্রমে মমতাকে নেত্রী নির্বাচিত করেন।
আজ সন্ধ্যাতেই রাজভবনে গেছেন মমতা। রাজ্যপাল জগদীপ ধনকড় তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন। সূত্রের খবর, সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে ইস্তফা দেবেন তিনি। এরপরই শুরু হবে নতুন মন্ত্রিসভা গঠনের আনুষ্ঠানিকতা।
মমতা নিজেই জানিয়েছেন, শপথ গ্রহণে কোনও আড়ম্বর থাকছে না। বিজয় উৎসবও হচ্ছে না এখন। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে তবে বিজয় উৎসব হবে বড় করে।
বুধবার থেকেই নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন। প্রথমে প্রটেম স্পিকার হিসেবে শপথ নেবেন বর্তমান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পরে তিনিই স্পিকার হবে বলেও জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
এদিন নন্দীগ্রাম প্রসঙ্গে গুরুতর অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, রিটার্নিং অফিসারকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। নিজেই সাংবাদিকদের সেলফোনে পাওয়া মেসেজ দেখান তিনি।
তাঁর দাবি, নন্দীগ্রামে মেশিন পাল্টে দিয়েছে, আরও অনেক কিছু করেছে। তাই আন্দোলন চলবে। আদালতেও যাবে দল। সেইসঙ্গে ইভিএম থেকে শুরু করে সবকিছুই সুরক্ষিত রাখারও দাবি তোলেন তিনি।
এদিকে, ভোটের ফল বের হতেই ব্যাপক হিংসার অভিযোগ তুলেছে বিজেপি। প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, বিভিন্ন জায়গায় বিজেপি আক্রান্ত হচ্ছে। ভোটের ফলপ্রকাশের পর ছয় জন মারা গেছে, হাজার বাড়ি ভাঙচুর হয়েছে।
বিজেপির বিরুদ্ধেও পাল্টা হিংসার অভিযোগ তোলেন মমতা। তবে দলের কর্মীদের আইন হাতে না তুলে নেওয়ার পরামর্শ দেন। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগার পশ্চিমে আল-আকিলা এলাকা থেকে অন্তত ২০ জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই বাংলাদেশের নাগরিক বলে লিবিয়ার রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের ধারণা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের পরিচালক এএইচএম মাসুম বিল্লাহ আজ শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করে
৪ ঘণ্টা আগেযুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আজ শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে দুজন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস।
৭ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক কঠোর পরিশ্রমের জন্য বিখ্যাত। সেই একই নীতি তিনি তাঁর সরকারি দায়িত্বেও প্রয়োগ করছেন। তিনি তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, তিনি দায়িত্ব পাওয়ার পর বেশ কয়েক দিন ওয়াশিংটনে সরকারি কর্মদক্ষতা বিভাগেই (ডিওজিই) ঘুমিয়েছেন। আর এটি জানতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ককে হোয়াইট হা
৮ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের আমলাদের দেশটির সরকারি কর্মচারীদের ব্যক্তিগত তথ্যভান্ডারে প্রবেশাধিকার স্থগিত করা হয়েছে। ইলন মাস্কের নেতৃত্বে মার্কিন সরকারি মানবসম্পদ বিভাগ পরিচালনার দায়িত্বে থাকা তাঁর সহযোগীরা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন বলে জানা গেছে...
১০ ঘণ্টা আগে