ভারতীয় পর্যটকদের পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা দিতে যাচ্ছে দুবাই। ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে দুবাই ডিপার্টমেন্ট অব ইকোনমি অ্যান্ড ট্যুরিজম (ডিইটি) এই উদ্যোগের কথা জানিয়েছে।
ডিইটির ঘোষণায় আরও বলা হয়েছে, দুবাইয়ের ভারতীয় দর্শনার্থীদের ঢলের প্রতিক্রিয়া হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে দুবাইয়ে ভারতীয় দর্শনার্থীদের সংখ্যা ২৫ শতাংশ বেড়েছে, যা আমিরাতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফলে অর্থনৈতিক সহযোগিতাকে আরও গভীর করতে, পর্যটনকে উদ্দীপিত করতে এবং ব্যবসায়িক সম্পর্ককে শক্তিশালী করতে কৌশলগতভাবে পাঁচ বছরের ভিসা দেওয়ার এই উদ্যোগ নিয়েছে দুবাই।
এই নতুন ভিসায় ভারতীয় পর্যটকেরা একাধিকবার সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন। তাঁরা প্রাথমিকভাবে ৯০ দিন থাকতে পারবেন এবং বাড়িয়ে এটি বছরে সর্বোচ্চ ১৮০ দিন পর্যন্ত করা যায়।
বিভিন্ন রকমের ভ্রমণের ধরন মাথায় রেখেই এই ভিসা ডিজাইন করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে ব্যবসা বা অবকাশ যাপনের নানা সুযোগ-সুবিধা।
ডিইটি জোর দিয়ে জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে পর্যটকেরা একাধিকবার আরব-আমিরাতে প্রবেশ এবং প্রস্থান করতে পারবেন। এ ছাড়া ব্যবসায়িক অংশগ্রহণের জন্য নিরবচ্ছিন্ন যোগাযোগ ও অবসর ভ্রমণের সুযোগ পাবেন।
দুবাই অর্থনীতি ও পর্যটন বিভাগের প্রক্সিমিটি মার্কেটের আঞ্চলিক প্রধান বদর আলী হাবিব দেশটির পর্যটন খাতে ভারতের উল্লেখযোগ্য ভূমিকার ওপর জোর দিয়ে বলেছেন, ২০২৩ সালে অভ্যন্তরীণ পর্যটনে ভারতের অবদান রেকর্ড ছাড়িয়ে গেছে।
ভারতীয় পর্যটকদের পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা দিতে যাচ্ছে দুবাই। ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে দুবাই ডিপার্টমেন্ট অব ইকোনমি অ্যান্ড ট্যুরিজম (ডিইটি) এই উদ্যোগের কথা জানিয়েছে।
ডিইটির ঘোষণায় আরও বলা হয়েছে, দুবাইয়ের ভারতীয় দর্শনার্থীদের ঢলের প্রতিক্রিয়া হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে দুবাইয়ে ভারতীয় দর্শনার্থীদের সংখ্যা ২৫ শতাংশ বেড়েছে, যা আমিরাতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফলে অর্থনৈতিক সহযোগিতাকে আরও গভীর করতে, পর্যটনকে উদ্দীপিত করতে এবং ব্যবসায়িক সম্পর্ককে শক্তিশালী করতে কৌশলগতভাবে পাঁচ বছরের ভিসা দেওয়ার এই উদ্যোগ নিয়েছে দুবাই।
এই নতুন ভিসায় ভারতীয় পর্যটকেরা একাধিকবার সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন। তাঁরা প্রাথমিকভাবে ৯০ দিন থাকতে পারবেন এবং বাড়িয়ে এটি বছরে সর্বোচ্চ ১৮০ দিন পর্যন্ত করা যায়।
বিভিন্ন রকমের ভ্রমণের ধরন মাথায় রেখেই এই ভিসা ডিজাইন করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে ব্যবসা বা অবকাশ যাপনের নানা সুযোগ-সুবিধা।
ডিইটি জোর দিয়ে জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে পর্যটকেরা একাধিকবার আরব-আমিরাতে প্রবেশ এবং প্রস্থান করতে পারবেন। এ ছাড়া ব্যবসায়িক অংশগ্রহণের জন্য নিরবচ্ছিন্ন যোগাযোগ ও অবসর ভ্রমণের সুযোগ পাবেন।
দুবাই অর্থনীতি ও পর্যটন বিভাগের প্রক্সিমিটি মার্কেটের আঞ্চলিক প্রধান বদর আলী হাবিব দেশটির পর্যটন খাতে ভারতের উল্লেখযোগ্য ভূমিকার ওপর জোর দিয়ে বলেছেন, ২০২৩ সালে অভ্যন্তরীণ পর্যটনে ভারতের অবদান রেকর্ড ছাড়িয়ে গেছে।
ভারতের সড়ক নিরাপত্তা সংকট অত্যন্ত ভয়াবহ। চলমান এই সমস্যা প্রতিদিন বহু মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। ২০২৩ সালে এই সংকট আরও তীব্র হয়েছে। জানা গেছে, সে বছর সড়ক দুর্ঘটনায় ভারতে ১ লাখ ৭২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর অর্থ প্রতিদিন ৪৭৪ জন বা প্রতি তিন মিনিটে প্রায় একজন মারা গেছেন।
৩২ মিনিট আগে২০১৩ সালে, ৩৪ বছর বয়সে থর পেডারসেন এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তটি শুধু ব্যতিক্রম নয়, এক কঠিন সংকল্পও বটে। কারণ তিনি কোনো উড়োজাহাজে না চড়েই পৃথিবীর প্রতিটি দেশ ঘুরে দেখার পণ করেন। প্রায় এক দশকের ব্যবধানে এভাবেই পৃথিবীর ২০৩টি দেশ ঘুরে ফেলেছেন পেডারসেন।
২ ঘণ্টা আগেপেরুর আদি জাতি কুকামা সম্প্রদায়ের কাছে মারানিওন নদী শুধু পানির উৎস নয়, বরং এক পবিত্র আত্মিক সত্তা। প্রায় ৯০০ মাইল বা ১ হাজার ৪৫০ কিলোমিটার দীর্ঘ এই নদী আন্দিজ পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে আমাজনে মিশেছে। কিন্তু গত কয়েক দশক ধরে এটি মারাত্মকভাবে তেল দূষণের শিকার হয়েছে।
৩ ঘণ্টা আগেচকলেটপ্রেমীদের জন্য ২০২৫ সাল নিয়ে এসেছে এক দুঃসংবাদ। চকলেটের প্রধান উপাদান কোকো’র ঘাটতি ও দাম বেড়ে যাওয়ার কারণে এবার চকলেট বার, ইস্টার এগ, এমনকি কোকো পাউডারের দামও আকাশছোঁয়া। গত এক বছরে কোকোর দাম প্রায় ৩০০ শতাংশ বেড়েছে।
৩ ঘণ্টা আগে