Ajker Patrika

ক্ষমতা দখলের লড়াইয়ে দলবদলের রাজনীতি

কলকাতা প্রতিনিধি
ক্ষমতা দখলের লড়াইয়ে দলবদলের রাজনীতি

ভারতের পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে অব্যাহত রয়েছে দলবদলের ধারা। ভোট এলে এক দল ছেড়ে অন্য দলে যাওয়া যেন এখন হয়ে উঠেছে ভারতীয় রাজনীতিরই অঙ্গ। ক্ষমতা দখলের লড়াইয়ের শুরুতেই নেতারা ব্যস্ত রাজনৈতিক শিবির বদলে। এর মধ্যেই আবার সামনে আসছে ভোটারদের মন জয় করতে বিজেপি ও কংগ্রেসের পাশাপাশি আঞ্চলিক দলগুলোর নানা কৌশল।

আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত পাঞ্জাব, উত্তরাখণ্ড, মণিপুর ও গোয়ায় বিধানসভার ভোটপর্ব থাকলেও নজর সবচেয়ে বেশি ভারতের জনবহুল রাজ্য উত্তর প্রদেশে (ইউপি)। সেখানে মূল লড়াই হচ্ছে ক্ষমতাসীন বিজেপির সঙ্গে সমাজবাদী পার্টির (এসপি)। তবে এবার লড়াইয়ের ময়দানে রয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এবং বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীও।

ইউপিতে নারী ও তরুণদের মন জয় করতে আকর্ষণীয় কর্মসূচি ঘোষণা করেছে কংগ্রেস। ৭০ শতাংশ নতুন মুখকে প্রার্থী করছে দলটি। তবে প্রিয়াঙ্কা নিজে লড়বেন কি না, তা এখনো স্পষ্ট নয়। এদিকে অখিলেশ জানিয়েছেন, সমাজবাদী পার্টির টিকিটে ভোটে লড়বেন তিনি। বিজেপির স্বচ্ছ প্রশাসন গঠনের প্রতিশ্রুতির বিপরীতে তথ্যপ্রযুক্তি শিল্পে ২২ লাখ চাকরির সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছেন অখিলেশ।

অন্যদিকে কংগ্রেসশাসিত পাঞ্জাবে কৃষক আন্দোলন পরবর্তী রাজনৈতিক সমীকরণ অনেকটাই জটিল হয়ে উঠেছে। রাজ্যটিতে তেমন একটা সুবিধা করতে পারছে না বিজেপিও। ফলে কংগ্রেস ও বিজেপির সরাসরি লড়াই হচ্ছে কেবল উত্তরাখন্ডে।

গত ৫ বছরে দলবদলে অবশ্য সব রাজ্যকে টেক্কা দিয়েছে মণিপুর। ২০১৭ সালে ভোটের আগে থেকেই সেখানে দলবদল শুরু হয়, যা এখনো চলছে। জোট নিয়েও রয়েছে জটিলতা। আর সবচেয়ে ছোট রাজ্য ৪০ আসনের গোয়া নিয়েও এখন চর্চা তুঙ্গে। মণিপুরের মতো গোয়াতেও গতবার একক সংখ্যাগরিষ্ঠ হয়েও সরকার গড়তে পারেনি কংগ্রেস। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত