কলকাতা সংবাদদাতা
বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের আঁচ এবার ভারতের কলকাতায় লেগেছে। আজ বৃহস্পতিবার ১৮ জুলাই কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজের সামনে থেকে বামফ্রন্ট ছাত্রসংগঠন এআইডিএসওয়ের (অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন) পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল বের করে।
আজ দুপুরে সংগঠনের সদস্যরা প্রথমে কলকাতার পার্ক সার্কাসের কাছে লেডি ব্রেবোর্ন কলেজের সামনে জমায়েত হন। সেখান থেকে সংহতি মিছিল করে যাওয়ার কথা ছিল বঙ্গবন্ধু সরণিতে অবস্থিত কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে। লেডি ব্রেবোর্ন কলেজ থেকে এই মিছিল সামনের দিকে এগোতেই কিছুটা দূরেই আটকে দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কিন্তু পুলিশের বাধা অতিক্রম করে মিছিল সামনের দিকে এগোতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি হয় মিছিলে অংশগ্রহণকারী সদস্যদের। পরে সেখানেই পথসভার আয়োজন করেন সংগঠনের সদস্যরা।
এআইডিএসও কলকাতা জেলা কমিটির সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘বাংলাদেশের যে ঐতিহাসিক ছাত্র আন্দোলন চলছে, তাদের দাবি কোটা নয় মেধার ভিত্তিতে নিয়োগ বা ভর্তি করতে হবে। আমাদের মনে হয়, সেটি গণতান্ত্রিক এবং ন্যায়সংগত দাবি।’
মিজানুর বলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, আলিয়া বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, আশুতোষ কলেজ, যোগমায়া কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজকের এই সংহতি মিছিলে অংশ নেন।
এআইডিএসও রাজ্য কমিটির সদস্য অপর্ণা ওঝা বলেন, কোটা সংস্কারবিরোধী আন্দোলনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং তাদের ছাত্রসংগঠন ছাত্রলীগ যেভাবে আক্রমণ চালিয়েছে এবং তাতে ছয়জন শহীদ হয়েছে। ওই ঘটনায় ছাত্র আন্দোলনকে সমর্থন জানানোর পাশাপাশি নিহত ছয়জনের প্রতি শ্রদ্ধা জানিয়ে কলকাতার সংহতি মিছিলটি হয়।
আগামীকাল শুক্রবার ১৯ জুলাই কলকাতার বাংলাদেশের উপদূতাবাসে বামফ্রন্টের গণসংগঠন থেকে ঘেরাও অভিযানের ডাক দিয়েছে।
বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের আঁচ এবার ভারতের কলকাতায় লেগেছে। আজ বৃহস্পতিবার ১৮ জুলাই কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজের সামনে থেকে বামফ্রন্ট ছাত্রসংগঠন এআইডিএসওয়ের (অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন) পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল বের করে।
আজ দুপুরে সংগঠনের সদস্যরা প্রথমে কলকাতার পার্ক সার্কাসের কাছে লেডি ব্রেবোর্ন কলেজের সামনে জমায়েত হন। সেখান থেকে সংহতি মিছিল করে যাওয়ার কথা ছিল বঙ্গবন্ধু সরণিতে অবস্থিত কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে। লেডি ব্রেবোর্ন কলেজ থেকে এই মিছিল সামনের দিকে এগোতেই কিছুটা দূরেই আটকে দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কিন্তু পুলিশের বাধা অতিক্রম করে মিছিল সামনের দিকে এগোতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি হয় মিছিলে অংশগ্রহণকারী সদস্যদের। পরে সেখানেই পথসভার আয়োজন করেন সংগঠনের সদস্যরা।
এআইডিএসও কলকাতা জেলা কমিটির সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘বাংলাদেশের যে ঐতিহাসিক ছাত্র আন্দোলন চলছে, তাদের দাবি কোটা নয় মেধার ভিত্তিতে নিয়োগ বা ভর্তি করতে হবে। আমাদের মনে হয়, সেটি গণতান্ত্রিক এবং ন্যায়সংগত দাবি।’
মিজানুর বলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, আলিয়া বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, আশুতোষ কলেজ, যোগমায়া কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজকের এই সংহতি মিছিলে অংশ নেন।
এআইডিএসও রাজ্য কমিটির সদস্য অপর্ণা ওঝা বলেন, কোটা সংস্কারবিরোধী আন্দোলনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং তাদের ছাত্রসংগঠন ছাত্রলীগ যেভাবে আক্রমণ চালিয়েছে এবং তাতে ছয়জন শহীদ হয়েছে। ওই ঘটনায় ছাত্র আন্দোলনকে সমর্থন জানানোর পাশাপাশি নিহত ছয়জনের প্রতি শ্রদ্ধা জানিয়ে কলকাতার সংহতি মিছিলটি হয়।
আগামীকাল শুক্রবার ১৯ জুলাই কলকাতার বাংলাদেশের উপদূতাবাসে বামফ্রন্টের গণসংগঠন থেকে ঘেরাও অভিযানের ডাক দিয়েছে।
আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে তীব্র লড়াইয়ের কারণে গত রোববার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ৫ দিনে ৭ শতাধিক নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় বৃহত্তম শহর গোমাতে তীব্র লড়াইয়ের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া, আরও ২ হাজার ৮০০ জন...
১ ঘণ্টা আগেমহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ভিবান্ডির একটি অর্কেস্ট্রা বার থেকে নয় নারীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পুলিশ বলছে, গত বৃহস্পতিবার অভিযানে গ্রেপ্তার নারীরা বাংলাদেশি। তাঁরা অবৈধভাবে বারে নাচের পেশায় যুক্ত ছিলেন।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার মধ্যে সম্পর্কের বরফ গলছে। অন্তত সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে মার্কিন দূত রিচার্ড গ্রেনেলের সাক্ষাৎ এবং কারাকাস থেকে ৬ মার্কিন নাগরিককে দেশে ফেরার অনুমতি দেওয়ার বিষয়টি এই ইঙ্গিতই দেয়
১ ঘণ্টা আগেআফ্রিকার দেশ দক্ষিণ সুদানের একটি পশুর খামারে সশস্ত্র লুটেরাদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালে পূর্ব ইকুয়াতোরিয়া রাজ্যের মাগুই কাউন্টির নিয়োলো বোমায় দিনকা বোর এলাকায় পশুপালকদের তিনটি ক্যাম্পে লুটেরারা হামলা চালালে...
২ ঘণ্টা আগে