কলকাতা সংবাদদাতা
ভারী বৃষ্টি ও ভূমিধসে উত্তরাখন্ডে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বহু এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রশাসন জানিয়েছে, এরই মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। সাতজন আহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন সাতজন। পরিস্থিতি বিবেচনায় ২৪ ঘণ্টার জন্য চারধাম যাত্রা স্থগিত করা হয়েছে।
গতকাল রোববার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে আজ সোমবার সকালে যমুনোত্রী জাতীয় সড়কের কাছে এক নির্মীয়মাণ হোটেলের পাশ দিয়ে বয়ে যাওয়া হড়পা বানে তাঁবুসহ নির্মাণশ্রমিকদের শিবির ভেসে যায়। ওই তাঁবুতে ১৯ জন শ্রমিক ছিলেন। এখন পর্যন্ত উদ্ধার হয়েছে ১০ জন।
দুজনের দেহ উদ্ধার করা হয়েছে যমুনা নদীর তীরবর্তী অঞ্চল থেকে। ৭ জন এখনো নিখোঁজ।
ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে। তবে এখনই নির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করেনি প্রশাসন।
ভূমিধসে বারকোট-যমুনোত্রী সড়ক ও বদ্রীনাথ হাইওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে যমুনোত্রী ও বদ্রীনাথমুখী রাস্তাগুলো বন্ধ হয়ে গিয়েছে। সেই সঙ্গে বহু পুণ্যার্থী বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন। বহু এলাকায় বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হয়েছে। বহু গ্রাম এখনো অন্ধকারে ডুবে। বিদ্যুৎ পরিকাঠামো স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে।
আবহাওয়া দপ্তরের তরফে ভারী বৃষ্টি ও নতুন করে ধসের আশঙ্কার সতর্কতা জারি করা হয়েছে। এমন পরিস্থিতিতে প্রশাসন চারধাম যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এ পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী বলেছেন, ‘আবহাওয়ার খবর নিয়মিত শুনুন, প্রশাসনের পরামর্শ মেনে চলুন। যাঁরা ধসপ্রবণ এলাকায় থাকেন, তাঁরা চূড়ান্ত সতর্কতা অবলম্বন করুন।’
প্রসঙ্গত, অতীতে যেসব এলাকায় হড়পা বান ও ধস হয়েছে, সেসব অঞ্চলেও নতুন করে নজরদারি জোরদার করা হয়েছে। প্রশাসনের তরফে উদ্ধারকাজে রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী, জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী ও স্থানীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী কাজ করছে।
ভারী বৃষ্টি ও ভূমিধসে উত্তরাখন্ডে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বহু এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রশাসন জানিয়েছে, এরই মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। সাতজন আহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন সাতজন। পরিস্থিতি বিবেচনায় ২৪ ঘণ্টার জন্য চারধাম যাত্রা স্থগিত করা হয়েছে।
গতকাল রোববার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে আজ সোমবার সকালে যমুনোত্রী জাতীয় সড়কের কাছে এক নির্মীয়মাণ হোটেলের পাশ দিয়ে বয়ে যাওয়া হড়পা বানে তাঁবুসহ নির্মাণশ্রমিকদের শিবির ভেসে যায়। ওই তাঁবুতে ১৯ জন শ্রমিক ছিলেন। এখন পর্যন্ত উদ্ধার হয়েছে ১০ জন।
দুজনের দেহ উদ্ধার করা হয়েছে যমুনা নদীর তীরবর্তী অঞ্চল থেকে। ৭ জন এখনো নিখোঁজ।
ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে। তবে এখনই নির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করেনি প্রশাসন।
ভূমিধসে বারকোট-যমুনোত্রী সড়ক ও বদ্রীনাথ হাইওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে যমুনোত্রী ও বদ্রীনাথমুখী রাস্তাগুলো বন্ধ হয়ে গিয়েছে। সেই সঙ্গে বহু পুণ্যার্থী বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন। বহু এলাকায় বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হয়েছে। বহু গ্রাম এখনো অন্ধকারে ডুবে। বিদ্যুৎ পরিকাঠামো স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে।
আবহাওয়া দপ্তরের তরফে ভারী বৃষ্টি ও নতুন করে ধসের আশঙ্কার সতর্কতা জারি করা হয়েছে। এমন পরিস্থিতিতে প্রশাসন চারধাম যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এ পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী বলেছেন, ‘আবহাওয়ার খবর নিয়মিত শুনুন, প্রশাসনের পরামর্শ মেনে চলুন। যাঁরা ধসপ্রবণ এলাকায় থাকেন, তাঁরা চূড়ান্ত সতর্কতা অবলম্বন করুন।’
প্রসঙ্গত, অতীতে যেসব এলাকায় হড়পা বান ও ধস হয়েছে, সেসব অঞ্চলেও নতুন করে নজরদারি জোরদার করা হয়েছে। প্রশাসনের তরফে উদ্ধারকাজে রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী, জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী ও স্থানীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী কাজ করছে।
পাকিস্তান দেশটির নারীদের জন্য বিশেষভাবে গঠিত রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংক সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিয়েছে। গত শুক্রবার ফার্স্ট উইমেন ব্যাংক লিমিটেড (এফডব্লিউবিএল) আরব আমিরাতের ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানির (আইএইচসি) কাছে বিক্রি করে দেয়।
৯ মিনিট আগেআর্থিকভাবে স্বাবলম্বী বা স্বনির্ভর হলে ভরণপোষণ বা অ্যালিমনি না দেওয়ার পক্ষে রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট। আদালত পর্যবেক্ষণ করে মন্তব্য করেছে, স্থায়ী ভরণপোষণ বা পার্মানেন্ট অ্যালিমনি মূলত সামাজিক ন্যায়বিচারের একটি ব্যবস্থা। আর্থিকভাবে সক্ষম ব্যক্তিদের মধ্যে আর্থিক সমতা আনার বা বিত্তশালী হওয়ার হাতিয়ার..
২ ঘণ্টা আগে১৭ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন ভারতীয় বন কর্মকর্তা (আইএফএস) পারভিন কাসওয়ান। ভিডিওতে দেখা যায়, রাজস্থানের মাউন্ট আবুর কাছে একটি চিতা (লেপার্ড) খাবারের খোঁজে আবর্জনার স্তূপে ঘাঁটাঘাঁটি করছে।
২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ক্রমেই পুরোনো আমলের রাজা–বাদশাহদের মতো আচরণ করছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ধ্বংস করে দিচ্ছেন। এমন অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে অন্তত ৭০ লাখ মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবর থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে