ভারতে ট্রাফিক পুলিশ তীব্র গরমের মধ্যে দায়িত্ব পালন করতে স্বয়ংক্রিয় ট্র্যাফিক ব্যবস্থা চালু ও এসি হেলমেট ব্যবহার শুরু করেছে। সিনিয়র অফিসাররা ডিউটির সময় কমাতে না পেরে শেষমেশ এসব উদ্যোগ নিয়েছেন। স্বয়ংক্রিয় ট্র্যাফিক ব্যবস্থার মধ্যে রয়েছে—স্বয়ংক্রিয় সিগন্যালিং এবং সিসিটিভি-জেনারেটেড ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থা। এর ফলে ট্র্যাফিক কনস্টেবলরা বিরতি নেওয়ার সময় পাচ্ছেন।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
একজন ট্রাফিক কর্মকর্তা বলেছেন, ‘যেহেতু সংকেতগুলো স্বয়ংক্রিয়, বিশেষ করে দুপুর থেকে বিকেল ৪টার মধ্যে। ফলে আমরা কনস্টেবলদের ছায়ায় বসে ট্র্যাফিক নিয়ন্ত্রণের অনুমতি দিচ্ছি।’ নতুন অর্ডার করা অন্যান্য যন্ত্রাদিও স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
কলকাতার বিধাননগর পুলিশ ট্র্যাফিক কর্মীদের সানগ্লাস, ক্যাপ এবং গ্লাভস বিতরণ করছে। পাশাপাশি ওআরএস স্যাচেট বিতরণ এবং জল কুলার স্থাপন করছে। বৃহস্পতিবার থেকে একটি বিশেষ অভিযানে পথচারীদেরও এসব আইটেম দেওয়া হবে। শহরের যেসব রাস্তায় অটো সিগন্যাল দেওয়া কঠিন সেখানে দুজন কনস্টেবলকে একই দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা পর্যায়ক্রমে ছায়ায় এবং রাস্তায় দায়িত্ব পালন করছেন।
লালবাজার যে অন্যান্য পদক্ষেপ ঘোষণা করেছে তার মধ্যে রয়েছে, সিন্থেটিকের বদলে চামড়ার বেল্ট দেওয়া, কনস্টেবলদের নেক কুলার সরবরাহ করা এবং ইউনিফর্মের ওজন কমাতে অ্যাঙ্কলেট না পরার সুযোগ রাখা।
কড়া রোদে দৃষ্টিশক্তি ঠিক রাখতে এবং চোখের আরামের জন্য ইউভি-৪০০ সুরক্ষা সামগ্রীসহ মানসম্পন্ন সানগ্লাসে বিনিয়োগ করা। এর মধ্যে রয়েছে স্বনামধন্য ব্র্যান্ডগুলোর পণ্য ক্রয়, চোখের স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া, সুরক্ষা এবং স্থায়িত্বের জন্য অ্যান্টি-রিফ্লেক্টিভ প্রলেপ ব্যবহার করা।
গত সোমবার সকালে ২০০ ফুট থোরাইপাক্কাম-পল্লভারম রেডিয়াল রোডে যানজটের কারণে অফিসগামীদের দীর্ঘ জ্যামে পড়তে হয়। এতে ব্যস্ততম সময়ে ট্রাফিক ব্যবস্থাপনায় দুর্বলতার কথা উঠে আসে।
এদিকে গ্রীষ্মকে তাপদাহকে সহনীয় করতে ভাদোদরার আইআইএম ছাত্ররা ব্যাটারিচালিত ‘এসি হেলমেট’ তৈরি করেছে। ভাদোদরা ট্র্যাফিক পুলিশ এসব হেলমেট ব্যবহার করেছে।
ভারতে ট্রাফিক পুলিশ তীব্র গরমের মধ্যে দায়িত্ব পালন করতে স্বয়ংক্রিয় ট্র্যাফিক ব্যবস্থা চালু ও এসি হেলমেট ব্যবহার শুরু করেছে। সিনিয়র অফিসাররা ডিউটির সময় কমাতে না পেরে শেষমেশ এসব উদ্যোগ নিয়েছেন। স্বয়ংক্রিয় ট্র্যাফিক ব্যবস্থার মধ্যে রয়েছে—স্বয়ংক্রিয় সিগন্যালিং এবং সিসিটিভি-জেনারেটেড ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থা। এর ফলে ট্র্যাফিক কনস্টেবলরা বিরতি নেওয়ার সময় পাচ্ছেন।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
একজন ট্রাফিক কর্মকর্তা বলেছেন, ‘যেহেতু সংকেতগুলো স্বয়ংক্রিয়, বিশেষ করে দুপুর থেকে বিকেল ৪টার মধ্যে। ফলে আমরা কনস্টেবলদের ছায়ায় বসে ট্র্যাফিক নিয়ন্ত্রণের অনুমতি দিচ্ছি।’ নতুন অর্ডার করা অন্যান্য যন্ত্রাদিও স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
কলকাতার বিধাননগর পুলিশ ট্র্যাফিক কর্মীদের সানগ্লাস, ক্যাপ এবং গ্লাভস বিতরণ করছে। পাশাপাশি ওআরএস স্যাচেট বিতরণ এবং জল কুলার স্থাপন করছে। বৃহস্পতিবার থেকে একটি বিশেষ অভিযানে পথচারীদেরও এসব আইটেম দেওয়া হবে। শহরের যেসব রাস্তায় অটো সিগন্যাল দেওয়া কঠিন সেখানে দুজন কনস্টেবলকে একই দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা পর্যায়ক্রমে ছায়ায় এবং রাস্তায় দায়িত্ব পালন করছেন।
লালবাজার যে অন্যান্য পদক্ষেপ ঘোষণা করেছে তার মধ্যে রয়েছে, সিন্থেটিকের বদলে চামড়ার বেল্ট দেওয়া, কনস্টেবলদের নেক কুলার সরবরাহ করা এবং ইউনিফর্মের ওজন কমাতে অ্যাঙ্কলেট না পরার সুযোগ রাখা।
কড়া রোদে দৃষ্টিশক্তি ঠিক রাখতে এবং চোখের আরামের জন্য ইউভি-৪০০ সুরক্ষা সামগ্রীসহ মানসম্পন্ন সানগ্লাসে বিনিয়োগ করা। এর মধ্যে রয়েছে স্বনামধন্য ব্র্যান্ডগুলোর পণ্য ক্রয়, চোখের স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া, সুরক্ষা এবং স্থায়িত্বের জন্য অ্যান্টি-রিফ্লেক্টিভ প্রলেপ ব্যবহার করা।
গত সোমবার সকালে ২০০ ফুট থোরাইপাক্কাম-পল্লভারম রেডিয়াল রোডে যানজটের কারণে অফিসগামীদের দীর্ঘ জ্যামে পড়তে হয়। এতে ব্যস্ততম সময়ে ট্রাফিক ব্যবস্থাপনায় দুর্বলতার কথা উঠে আসে।
এদিকে গ্রীষ্মকে তাপদাহকে সহনীয় করতে ভাদোদরার আইআইএম ছাত্ররা ব্যাটারিচালিত ‘এসি হেলমেট’ তৈরি করেছে। ভাদোদরা ট্র্যাফিক পুলিশ এসব হেলমেট ব্যবহার করেছে।
নয় বছর বয়সী মাহমুদ আজ্জুর। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ভূখন্ড গাজার পুরোনো শহরের বাসিন্দা। একসময় বাজারে গিয়ে মায়ের জন্য সবজি কিনে আনত, খেলাধুলা করত, বন্ধুদের সঙ্গে হাসত। এখন সে হাত দুটো নেই। গত বছরের মার্চে ইসরায়েলি ড্রোন হামলায় ধ্বংস হয়ে যায় মাহমুদের বাড়ি। বিস্ফোরণে মাহমুদ তার দুই হাত হারায়...
৪২ মিনিট আগেগাজার তরুণ ফটোসাংবাদিক ফাতেমা হাসসুনা জানতেন, মৃত্যু সব সময় তাঁর দরজায় ওঁত পেতে থাকে। গত ১৮ মাস ইসরায়েলের নির্বিচার বিমান হামলা, নিজের বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হওয়া, বিপুলসংখ্যক মানুষের বাস্তুচ্যুতি এবং পরিবারের ১১ জন সদস্যের মৃত্যু নিজ হাতে নথিভুক্ত করেছেন তিনি। এই ঘটনাগুলো ক্যামেরাবন্দী করতে গিয়ে...
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মার্কিন ইমিগ্রেশন বিভাগ কয়েক শ বিদেশি শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের ভিসা বাতিল করেছে। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। ভিসা বাতিল ও গ্রেপ্তারের শিকারদের বেশির ভাগই ফিলিস্তিনপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত...
১ ঘণ্টা আগেদীর্ঘ ২৯ বছর সরকারি বাস চালিয়েছেন তিনি। মাত্র ৭ ডলার (প্রায় ৮০০ টাকা) সমপরিমাণ ভাড়া আত্মসাতের দায়ে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। শুধু তা–ই নয়, সেই সঙ্গে তাঁর ৮৪ হাজার ডলার (প্রায় ৯২ লাখ টাকা) পেনশনও বাতিল করা হয়েছে।
৩ ঘণ্টা আগে