Ajker Patrika

বিহার ধাঁচে দিল্লিতে বিজেপিকে হারানোর চেষ্টা

কলকাতা প্রতিনিধি
বিহার ধাঁচে দিল্লিতে বিজেপিকে হারানোর চেষ্টা

ভারতের বিহার রাজ্যের মডেলেই দিল্লি থেকে বিজেপিকে হটানোর চেষ্টা শুরু করেছেন দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দ। বিরোধীদের মধ্যে অনৈক্য থাকলেও কংগ্রেস, জেডি (ইউ), আরজেডি, সপা, এনসিপি, শিবসেনা, ডিএমকে ও বামপন্থী দলগুলো দিল্লি থেকে বিজেপিকে হটাতে মহাগাটবন্ধনে সম্মত হচ্ছে। তবে বিজেপি বিরোধী শিবিরের তৃণমূল, আম আদমি পার্টিসহ একাধিক দল কংগ্রেসের সঙ্গে এক মঞ্চে আসতে নারাজ। 

আজ রোববার ভারতের সাবেক উপ প্রধানমন্ত্রী দেবীলালের জন্মদিনে তাঁর ছেলে ও আইএনএলডি নেতা ওমপ্রকাশ চৌটালা হরিয়ানার ফতেহাবাদে বিরোধী দলগুলোর সভার আয়োজন করলেও কংগ্রেস সেই সভা বয়কট করে। হরিয়ানায় বিরোধীদের সভায় বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার ও উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব থেকে শুরু করে বিরোধী শিবিরের প্রায় সব দলের প্রতিনিধি অংশ নেন। তৃণমূলের প্রতিনিধিও ছিলেন সেখানে। 

কংগ্রেস যোগ না দিলেও বিরোধী ঐক্যের বিষয়ে আশাবাদী বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। এদিনই তিনি বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে সঙ্গে নিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও বৈঠক করেন। লালুর দাবি, ২০২৪ সালে বিজেপি হারছেই। তারই প্রস্তুতি শুরু হয়েছে বিরোধী শিবিরে। নিতীশের দাবি, বিরোধীরা বিজেপিকে হারাতে মরিয়া। তাই বিহারের মতো দিল্লির মসনদ থেকেও বিজেপি হঠাতে সবাই এক জোট হচ্ছেন। তবে বিরোধীদের সম্মিলিত প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। তবে নিতীশ জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর দৌড়ে নেই। লালুর মতে, প্রধানমন্ত্রী ঠিক করার থেকে নরেন্দ্র মোদীকে গদিচ্যুত করা এখন সবচেয়ে জরুরি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত