Ajker Patrika

তৃতীয় দফা বন্যায় বিপর্যস্ত আসাম

কলকাতা প্রতিনিধি
আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ১০: ১১
Thumbnail image

তৃতীয় দফা বন্যায় বিপর্যস্ত ভারতের আসাম রাজ্য। এই বন্যায় রাজ্যের পাঁচটি জেলার ১১০টি গ্রামে ৭০ হাজারেরও বেশি মানুষ। সরকারি হিসাবে এখন পর্যন্ত প্রায় ৩৫ হাজার গবাদি পশুও নতুন করে দুর্ভোগে পড়েছে।

আসামের রাজ্য সরকারের তরফ থেকে দুর্গতদের জন্য ২২টি ত্রাণ বিতরণ কেন্দ্র খোলা হয়েছে। রাজ্যের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বন্যায় রাজ্যের ৩ হাজার ২১ হেক্টরেরও বেশি জমির কৃষির ক্ষতি হয়েছে।

কেবল আসাম নয়, প্রবল বর্ষণের কারণে আসামের প্রতিবেশী রাজ্য অরুণাচল প্রদেশেও ভূমিধস ও নদীর পানির স্তর বৃদ্ধির কারণে বিপর্যস্ত হয়েছে বহু মানুষ। রাজ্যের ইস্ট সিয়াং জেলার প্রশাসক ত্যাই ত্যাগু জানিয়েছেন, এই পরিস্থিতিতে সতর্কতা জারি করেছে প্রশাসন। জনসাধারণকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে, ভারতের আরেক রাজ্য সিকিমেও প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসের কারণে আটকা পড়েছেন বহু পর্যটক। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত ৩০০ পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনো অন্তত ৭০টি গাড়িতে আরও দুই শতাধিক পর্যটক আটকে রয়েছেন।

উল্লেখ্য, আসামে প্রতিবছরই বর্ষার আগে, বর্ষার সময় এবং পরবর্তী সময়ে বন্যার দুর্ভোগ সহ্য করতে হয় রাজ্যবাসীকে। চলতি বছর এ নিয়ে তিন দফা বন্যার কবলে পড়ল রাজ্যটি। প্রথম দুই দফায় অন্তত ২০০ মানুষ প্রাণ হারিয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত