অনলাইন ডেস্ক
ভারতের দক্ষিণে লোকসভা নির্বাচনে বিজেপির ভরাডুবিতে হিন্দুত্ববাদী রাজনীতির দিন শেষ হয়নি বলে মন্তব্য করেছেন দলটির তামিলনাড়ু রাজ্যপ্রধান কে আন্নামালাই। তিনি বলেছেন, ‘আমরা আত্মদর্শন করব এবং যেসব ভুল হয়েছে তা থেকে শিক্ষা নেব। তামিলনাড়ুতে বিজেপির জয় না হওয়ায় আমি অসন্তুষ্ট...আমরা অনেক সুযোগ পেয়েছি এবং হাতছাড়াও করেছি। কিন্তু তামিলনাড়ুতে বিজেপির এই ফলাফল রাজনীতির হিন্দুত্ববাদের প্রত্যাখ্যান নয়।’
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
তামিলনাড়ুর অন্যতম প্রধান দল সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কাজগমের (ডিএমকে) সঙ্গে সম্পর্ক বজায় রাখলে বিজেপি আরও ভালো করতে পারত এমন পরামর্শও প্রত্যাখ্যান করেছেন আন্নামালাই। তামিলনাড়ুর দ্রাবিড়-কেন্দ্রিক প্রধান দুটি রাজনৈতিক দলের একটি ডিএমকে। তবে এবারের নির্বাচনে ডিএমকেও পরাজিত হয়েছে। বিজেপির মিত্র হিসাবে ২০১৯ সালের লোকসভা এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও হারে দলটি। এরপর গত বছর বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) থেকে বেরিয়ে যায়।
আন্নামালাই ডিএমকের আইকন জে জয়ললিতা এবং সিএন আন্নাদুরাইয়ের সমালোচনা করার পরে দলটি জোট ছাড়ে। অগ্নিশর্মা বিজেপি নেতা তখন পিছু হটতে অস্বীকার করে ঘোষণা দিয়েছিলেন, একাই দলকে শক্তিশালী করবেন।
তিনি আজ বুধবার এনডিটিভিকে বলেছেন, ‘এডিএমকের সঙ্গে জোট অতীতে কাজ করেনি...পেছনে ফিরে তাকানোর কোনো মানে নেই।
আন্নামালাই ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি বড় জয় পাবে বলে বড় বড় কথা বলেছিলেন। তবে নির্বাচনে প্রথমবারের মতো সংখ্যাগরিষ্ঠতার জন্য ২৭২ আসন অর্জনে ব্যর্থ হয়েছে। ফলে বিজেপিকে এখন এনডিএ মিত্রদের ওপর নির্ভর করতে হচ্ছে। যার মধ্যে রয়েছে চন্দ্রবাবু নাইডু ও নিতীশ কুমার সরকারের রাজনৈতিক দল।
তামিল এই নেতা জোর দিয়ে বলেছেন, ‘জোট সরকার গঠনের ফলে নরেন্দ্র মোদি দুর্বল হবেন না। মোদিজি গণতান্ত্রিক।’
জাতীয়তাবাদী আদর্শ নিয়ে বিজেপি দীর্ঘদিন ধরে তামিল ভোটারদের সঙ্গে লড়াই করে আসছে। ২০১৪ সালের ভোটে ভারতের বেশির ভাগ অংশে ‘মোদী তরঙ্গ’ কাজ করলেও তামিলনাড়ুতে সেটি কাজ করেনি। বিজেপি সেবার ৩৯টি আসনের মধ্যে পেয়েছিল মাত্র একটি। কন্যাকুমারী থেকে জিতেছিলেন পন রাধাকৃষ্ণন। ২০১৯ সালে আরও বড় ভরাডুবি হয় বিজেপি। সেবার কোনো আসনই পায়নি দলটি তামিলে। ভোট পাওয়ার হারও কমে দাঁড়ায় ৩ দশমিক ৬ শতাংশে।
২০২৪ সালের নির্বাচনের আগে বিজেপির প্রচারণার জন্য মোদি তামিলনাড়ু এবং প্রতিবেশী কেরালায় ১০-১২ বার সফর করেন। এরপরও তামিলে বিজেপির সব আশাই জলে ডুবেছে।
ভারতের দক্ষিণে লোকসভা নির্বাচনে বিজেপির ভরাডুবিতে হিন্দুত্ববাদী রাজনীতির দিন শেষ হয়নি বলে মন্তব্য করেছেন দলটির তামিলনাড়ু রাজ্যপ্রধান কে আন্নামালাই। তিনি বলেছেন, ‘আমরা আত্মদর্শন করব এবং যেসব ভুল হয়েছে তা থেকে শিক্ষা নেব। তামিলনাড়ুতে বিজেপির জয় না হওয়ায় আমি অসন্তুষ্ট...আমরা অনেক সুযোগ পেয়েছি এবং হাতছাড়াও করেছি। কিন্তু তামিলনাড়ুতে বিজেপির এই ফলাফল রাজনীতির হিন্দুত্ববাদের প্রত্যাখ্যান নয়।’
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
তামিলনাড়ুর অন্যতম প্রধান দল সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কাজগমের (ডিএমকে) সঙ্গে সম্পর্ক বজায় রাখলে বিজেপি আরও ভালো করতে পারত এমন পরামর্শও প্রত্যাখ্যান করেছেন আন্নামালাই। তামিলনাড়ুর দ্রাবিড়-কেন্দ্রিক প্রধান দুটি রাজনৈতিক দলের একটি ডিএমকে। তবে এবারের নির্বাচনে ডিএমকেও পরাজিত হয়েছে। বিজেপির মিত্র হিসাবে ২০১৯ সালের লোকসভা এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও হারে দলটি। এরপর গত বছর বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) থেকে বেরিয়ে যায়।
আন্নামালাই ডিএমকের আইকন জে জয়ললিতা এবং সিএন আন্নাদুরাইয়ের সমালোচনা করার পরে দলটি জোট ছাড়ে। অগ্নিশর্মা বিজেপি নেতা তখন পিছু হটতে অস্বীকার করে ঘোষণা দিয়েছিলেন, একাই দলকে শক্তিশালী করবেন।
তিনি আজ বুধবার এনডিটিভিকে বলেছেন, ‘এডিএমকের সঙ্গে জোট অতীতে কাজ করেনি...পেছনে ফিরে তাকানোর কোনো মানে নেই।
আন্নামালাই ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি বড় জয় পাবে বলে বড় বড় কথা বলেছিলেন। তবে নির্বাচনে প্রথমবারের মতো সংখ্যাগরিষ্ঠতার জন্য ২৭২ আসন অর্জনে ব্যর্থ হয়েছে। ফলে বিজেপিকে এখন এনডিএ মিত্রদের ওপর নির্ভর করতে হচ্ছে। যার মধ্যে রয়েছে চন্দ্রবাবু নাইডু ও নিতীশ কুমার সরকারের রাজনৈতিক দল।
তামিল এই নেতা জোর দিয়ে বলেছেন, ‘জোট সরকার গঠনের ফলে নরেন্দ্র মোদি দুর্বল হবেন না। মোদিজি গণতান্ত্রিক।’
জাতীয়তাবাদী আদর্শ নিয়ে বিজেপি দীর্ঘদিন ধরে তামিল ভোটারদের সঙ্গে লড়াই করে আসছে। ২০১৪ সালের ভোটে ভারতের বেশির ভাগ অংশে ‘মোদী তরঙ্গ’ কাজ করলেও তামিলনাড়ুতে সেটি কাজ করেনি। বিজেপি সেবার ৩৯টি আসনের মধ্যে পেয়েছিল মাত্র একটি। কন্যাকুমারী থেকে জিতেছিলেন পন রাধাকৃষ্ণন। ২০১৯ সালে আরও বড় ভরাডুবি হয় বিজেপি। সেবার কোনো আসনই পায়নি দলটি তামিলে। ভোট পাওয়ার হারও কমে দাঁড়ায় ৩ দশমিক ৬ শতাংশে।
২০২৪ সালের নির্বাচনের আগে বিজেপির প্রচারণার জন্য মোদি তামিলনাড়ু এবং প্রতিবেশী কেরালায় ১০-১২ বার সফর করেন। এরপরও তামিলে বিজেপির সব আশাই জলে ডুবেছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে গ্লোবাল ভারতের ২০২৫ সালের ফেডারেল বাজেট এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর এর প্রভাব নিয়ে কনস্টান্টিনো জেভিয়ারের সঙ্গে কথা বলেছে। সাক্ষাৎকারে ভারতের কূটনৈতিক সক্ষমতা এবং এর ক্রমবর্ধমান বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য উল্লেখযোগ্য সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে...
১৪ মিনিট আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এবার একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার এক আবাসিক এলাকায় টুইন-ইঞ্জিন মেডেভাক বা রোগী বহনকারী বিমান বিধ্বস্ত...
১ ঘণ্টা আগেমিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। সামরিক বাহিনী নিয়ন্ত্রিত জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ গতকাল শুক্রবার রাজধানী নেপিডোতে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। পরে রাষ্ট্রীয় গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়
১ ঘণ্টা আগেসীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৯ ঘণ্টা আগে