Ajker Patrika

রাশিয়ার পর এবার ইউক্রেন সফরে যাচ্ছেন মোদি

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১২: ৩৫
রাশিয়ার পর এবার ইউক্রেন সফরে যাচ্ছেন মোদি

কিছুদিন আগে রাশিয়া সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার তিনি রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেন সফরে যাচ্ছেন। এই সফরে তিনি কিয়েভের পাশাপাশি পোল্যান্ডও সফর করবেন। গতকাল সোমবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে পোল্যান্ড ও ইউক্রেনে মোদির আসন্ন সফরের বিষয়টি নিশ্চিত করা হলেও সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ জানানো হয়নি। তবে চলতি সপ্তাহের শেষ দিকে ভারতীয় প্রধানমন্ত্রী ইউক্রেনে যেতে পারেন বলে জানা গেছে। 

এর আগে গত মাসে রাশিয়া সফরে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমালোচনার মুখে পড়েন ভারতের প্রধানমন্ত্রী। জেলেনস্কি তখন বলেছিলেন, যে সময়টিতে ইউক্রেনের সবচেয়ে বড় শিশু হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া, সেই সময়ে বিশ্বের সবচেয়ে জঘন্য অপরাধীকে আলিঙ্গন করেছেন দুনিয়ার সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের নেতা। শান্তি প্রচেষ্টার জন্য এটি বড় ধাক্কা। 

স্নায়ুযুদ্ধের পর থেকেই রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে ভারত। এর ফলে ক্রেমলিন দেশটির প্রধান অস্ত্র সরবরাহকারী হয়ে ওঠে। ২০২২ সালে ইউক্রেনে আগ্রাসন চালানোর ঘটনায় পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়ে মস্কো। এ সময় নিষেধাজ্ঞার শিকার রাশিয়ার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায় ভারত। বাজারদর থেকে অপেক্ষাকৃত কম দামে মস্কোর কাছ থেকে অপরিশোধিত তেল কিনতে শুরু করে দেশটি। 

মস্কো থেকে বাজারদরের চেয়ে অনেক কম দামে অপরিশোধিত তেল কিনে একদিকে রাশিয়াকে ইউক্রেনে যুদ্ধ চালানোর জন্য প্রয়োজনীয় তহবিলের জোগান দিয়েছে দিল্লি, অন্যদিকে নিজেদেরও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার সাশ্রয় হয়েছে। তবে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে ভারতকে মানবিক মূল্য দিতে হয়েছে। 

রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে যাওয়া কয়েকজন ভারতীয় নাগরিক নিহতের ঘটনায় ভারতের ব্যাপক সমালোচনা হয়। একপর্যায়ে পরিস্থিতির শিকার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত ভারতীয়দের ফেরত পাঠাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানান নরেন্দ্র মোদি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত