তরুণ চক্রবর্তী, কলকাতা
বাঙাল-ঘটির লড়াই পাশে রেখে এখন কুমোরটুলির মৃৎশিল্পীরা মুক্তির পথ খুঁজছেন। কলকাতার বিখ্যাত পটুয়া শিল্পীদের পাড়া এখন ধুঁকছে। দুর্গা পূজার বাকি আর মাত্র আড়াই মাস। তবু বায়না নেই প্রতিমার।
অন্যবার এই সময়েই বিদেশে পাড়ি দিতে শুরু করে কুমোরটুলির দুর্গা প্রতিমা। এবার সেই বাজারও বন্ধ। কারণ, জাহাজ বা উড়োজাহাজের চলাচলই তো নেই। সাত-সমুদ্র-তেরো-নদী পার করে প্রতিমা যাবেই–বা কী করে বিদেশ-বিভুঁইয়ে! মৃৎশিল্পীদের মাথায় হাত।
গতবারও একই চেহারা ছিল কুমোরটুলির। অথচ করোনাকালের আগে কলকাতার শোভাবাজারের বিধান সরণি দিয়ে কিছুটা এগিয়ে ব্রিটিশ আমলের কুমোর পাড়া এই সময় গমগম করত প্রতিমা তৈরির ব্যস্ততায়। সব কেড়ে নিয়েছে করোনা।
তবে এবারও বিদেশে যাচ্ছে কুমোরটুলির দুর্গা। তবে সংখ্যাটা অনেক কম। কারণ, সেই করোনা। বিদেশ যেতেও তো চাই জাহাজ বা উড়োজাহাজ। সেগুলো তো বন্ধ বহুকাল।
তবে এবারই প্রথম জার্মানির বার্লিনে পাড়ি দিচ্ছে কুমোরটুলির দুর্গা প্রতিমা। শিল্পী মিন্টু পাল জানালেন, সেখানকার বাঙালিরা এবার নতুন করে পূজা করছেন। তাই ফাইবারের প্রতিমা জাহাজে করে সিঙ্গাপুর হয়ে জার্মানির উদ্দেশে রওনা দিয়েছে।
কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতেও প্রতিমা পাঠিয়েছে কুমোরটুলি। মৃৎশিল্পী মিন্টু পাল আজকের পত্রিকাকে বলেন, ‘অন্যবার বিদেশ থেকে অর্ডার অনেক বেশি থাকে। কিন্তু এবার সংখ্যাটা খুব কম।’
আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ থাকাতে পরিস্থিতি খুবই খারাপ হয়ে উঠেছে। কলকাতার পূজা ঘিরেও রয়েছে অনিশ্চয়তা। গতবারের চেয়েও বাজেট কমিয়েছে অনেক কমিটি। ফলে মন্দার আশঙ্কা ঘিরে ধরেছে বিশ্ববিখ্যাত কুমোর পাড়াকে।
কলকাতা কুমোরটুলির যাত্রা শুরু ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে। মাটির বাসন তৈরির জন্য শোভাবাজারের মহারাজা নবকৃষ্ণ কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে মৃৎশিল্পীদের নিয়ে আসেন। পরে দুর্গাপূজা চালুর জন্য শুরু হয় প্রতিমা তৈরি। এর পর দেশভাগের কারণে বাংলাদেশ থেকেও বেশ কয়েকজন গুণী শিল্পী এসে যোগ দেন এখানে। শুরু হয় বাঙাল ও ঘটির প্রতিযোগিতা।
রাজনীতির রং না ঢুকলেও বাঙাল আর ঘটির প্রতিযোগিতা অবশ্য রয়েছে এখনো। নিজেদের কাজের উৎকর্ষ বাড়াতে ঘটি-বাঙালের লড়াই বেশ আকর্ষণীয়। পাল্লা দিয়ে চলে নিজেদের শৈল্পিক বিকাশ।
এখানে বাঙালদের রয়েছে কুমোরটুলি মৃৎশিল্পী সমিতি। ঘটিদের আছে দুটি সংগঠন—কুমোরটুলি মৃৎশিল্পী সংস্কৃতি সমিতি ও প্রগতিশীল মৃৎশিল্পী সাজশিল্প সমিতি।
ঘটি বা কৃষ্ণনগর ঘরানার শিল্পী রঞ্জিত সরকারের মতে, ‘বাঙাল-ঘটি দুই ঘরানার শিল্পীই কুমোরটুলির অহংকার। বাঙালরা সাবেকি বড় কাজ ভালো করেন। আমরা আবার সূক্ষ্ম কাজে এগিয়ে।’
প্রগতিশীল মৃৎশিল্পী সাজশিল্প সমিতির সম্পাদক লক্ষ্মণ পালের মতে, ‘থিম পূজায় সবচেয়ে এগিয়ে ঘটিরাই। আর কৃষ্ণনগরের বিখ্যাত মাটির কাজ আমাদের শিল্পীদের হাতেই ফুটে ওঠে।’
আবার কলকাতায় জন্ম হলেও পূর্বপুরুষের কারণে বাঙাল মৃৎশিল্পী সমিতির কার্যকরী সভাপতি নারায়ণচন্দ্র রুদ্রপালের দাবি, ‘কলকাতার বড় বড় পূজা মণ্ডপগুলোর শোভা তো আমরাই বাড়িয়ে চলেছি। ভালো প্রতিমা মানেই তো আমাদের শিল্পীদের গড়া মূর্তি।’
সাবেকিয়ানাই হোক বা আধুনিক থিম পুজো, বাঙাল ও ঘটি উভয়েই কুমোরটুলির অহংকার। এখানকার কিংবদন্তি শিল্পী পরিমল পাল, দীপঙ্কর পাল, নেপাল পাল, মোহনবাঁশি রুদ্রপাল, সনাতন রুদ্রপালদের প্রশংসা গোটা দুনিয়াজুড়ে। কিন্তু সেই সুখ্যাতিকেও এবারও ম্লান করে দিতে চাইছে করোনা মহামারি।
বাঙাল-ঘটির লড়াই পাশে রেখে এখন কুমোরটুলির মৃৎশিল্পীরা মুক্তির পথ খুঁজছেন। কলকাতার বিখ্যাত পটুয়া শিল্পীদের পাড়া এখন ধুঁকছে। দুর্গা পূজার বাকি আর মাত্র আড়াই মাস। তবু বায়না নেই প্রতিমার।
অন্যবার এই সময়েই বিদেশে পাড়ি দিতে শুরু করে কুমোরটুলির দুর্গা প্রতিমা। এবার সেই বাজারও বন্ধ। কারণ, জাহাজ বা উড়োজাহাজের চলাচলই তো নেই। সাত-সমুদ্র-তেরো-নদী পার করে প্রতিমা যাবেই–বা কী করে বিদেশ-বিভুঁইয়ে! মৃৎশিল্পীদের মাথায় হাত।
গতবারও একই চেহারা ছিল কুমোরটুলির। অথচ করোনাকালের আগে কলকাতার শোভাবাজারের বিধান সরণি দিয়ে কিছুটা এগিয়ে ব্রিটিশ আমলের কুমোর পাড়া এই সময় গমগম করত প্রতিমা তৈরির ব্যস্ততায়। সব কেড়ে নিয়েছে করোনা।
তবে এবারও বিদেশে যাচ্ছে কুমোরটুলির দুর্গা। তবে সংখ্যাটা অনেক কম। কারণ, সেই করোনা। বিদেশ যেতেও তো চাই জাহাজ বা উড়োজাহাজ। সেগুলো তো বন্ধ বহুকাল।
তবে এবারই প্রথম জার্মানির বার্লিনে পাড়ি দিচ্ছে কুমোরটুলির দুর্গা প্রতিমা। শিল্পী মিন্টু পাল জানালেন, সেখানকার বাঙালিরা এবার নতুন করে পূজা করছেন। তাই ফাইবারের প্রতিমা জাহাজে করে সিঙ্গাপুর হয়ে জার্মানির উদ্দেশে রওনা দিয়েছে।
কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতেও প্রতিমা পাঠিয়েছে কুমোরটুলি। মৃৎশিল্পী মিন্টু পাল আজকের পত্রিকাকে বলেন, ‘অন্যবার বিদেশ থেকে অর্ডার অনেক বেশি থাকে। কিন্তু এবার সংখ্যাটা খুব কম।’
আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ থাকাতে পরিস্থিতি খুবই খারাপ হয়ে উঠেছে। কলকাতার পূজা ঘিরেও রয়েছে অনিশ্চয়তা। গতবারের চেয়েও বাজেট কমিয়েছে অনেক কমিটি। ফলে মন্দার আশঙ্কা ঘিরে ধরেছে বিশ্ববিখ্যাত কুমোর পাড়াকে।
কলকাতা কুমোরটুলির যাত্রা শুরু ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে। মাটির বাসন তৈরির জন্য শোভাবাজারের মহারাজা নবকৃষ্ণ কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে মৃৎশিল্পীদের নিয়ে আসেন। পরে দুর্গাপূজা চালুর জন্য শুরু হয় প্রতিমা তৈরি। এর পর দেশভাগের কারণে বাংলাদেশ থেকেও বেশ কয়েকজন গুণী শিল্পী এসে যোগ দেন এখানে। শুরু হয় বাঙাল ও ঘটির প্রতিযোগিতা।
রাজনীতির রং না ঢুকলেও বাঙাল আর ঘটির প্রতিযোগিতা অবশ্য রয়েছে এখনো। নিজেদের কাজের উৎকর্ষ বাড়াতে ঘটি-বাঙালের লড়াই বেশ আকর্ষণীয়। পাল্লা দিয়ে চলে নিজেদের শৈল্পিক বিকাশ।
এখানে বাঙালদের রয়েছে কুমোরটুলি মৃৎশিল্পী সমিতি। ঘটিদের আছে দুটি সংগঠন—কুমোরটুলি মৃৎশিল্পী সংস্কৃতি সমিতি ও প্রগতিশীল মৃৎশিল্পী সাজশিল্প সমিতি।
ঘটি বা কৃষ্ণনগর ঘরানার শিল্পী রঞ্জিত সরকারের মতে, ‘বাঙাল-ঘটি দুই ঘরানার শিল্পীই কুমোরটুলির অহংকার। বাঙালরা সাবেকি বড় কাজ ভালো করেন। আমরা আবার সূক্ষ্ম কাজে এগিয়ে।’
প্রগতিশীল মৃৎশিল্পী সাজশিল্প সমিতির সম্পাদক লক্ষ্মণ পালের মতে, ‘থিম পূজায় সবচেয়ে এগিয়ে ঘটিরাই। আর কৃষ্ণনগরের বিখ্যাত মাটির কাজ আমাদের শিল্পীদের হাতেই ফুটে ওঠে।’
আবার কলকাতায় জন্ম হলেও পূর্বপুরুষের কারণে বাঙাল মৃৎশিল্পী সমিতির কার্যকরী সভাপতি নারায়ণচন্দ্র রুদ্রপালের দাবি, ‘কলকাতার বড় বড় পূজা মণ্ডপগুলোর শোভা তো আমরাই বাড়িয়ে চলেছি। ভালো প্রতিমা মানেই তো আমাদের শিল্পীদের গড়া মূর্তি।’
সাবেকিয়ানাই হোক বা আধুনিক থিম পুজো, বাঙাল ও ঘটি উভয়েই কুমোরটুলির অহংকার। এখানকার কিংবদন্তি শিল্পী পরিমল পাল, দীপঙ্কর পাল, নেপাল পাল, মোহনবাঁশি রুদ্রপাল, সনাতন রুদ্রপালদের প্রশংসা গোটা দুনিয়াজুড়ে। কিন্তু সেই সুখ্যাতিকেও এবারও ম্লান করে দিতে চাইছে করোনা মহামারি।
ভারতের দিল্লির মুস্তফাবাদ এলাকায় আজ শনিবার ভোরে এক ভবন ধসের ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এই দুর্ঘটনার দৃশ্য। ঘটনাস্থলে দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং পুলিশের দল উদ্ধারকাজ শুরু করেছে।
১৮ মিনিট আগেঅবৈধ অভিবাসী আটকে দেশজুড়ে ব্যাপক অভিযান শুরু করেছে মালয়েশিয়া। গত বুধবার পর্যন্ত দেশটিতে ২২ হাজার অবৈধ অভিবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। গতকাল শুক্রবার মালয়েশিয়ার গণমাধ্যম নিউ স্ট্রেট টাইমসের খবরে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আটক অবৈধ অভিবাসীদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ১৬৫ জ
৯ ঘণ্টা আগেনিউইয়র্ক শহরের ব্যস্ত রাস্তায় গত ক’দিন ধরে দেখা যাচ্ছে ব্যতিক্রমী এক দৃশ্য। ব্যস্ততম ম্যানহাটনের পথে পথে একটি বুনো টার্কি আপন মনে হাঁটছে, উড়ছে কিংবা ঘুরে বেড়াচ্ছে ছাদে ছাদে। এটি একটি নামও পেয়ে গেছে—অ্যাস্টোরিয়া। শহরের মানুষ অ্যাস্টোরিয়ার এমন সাহসিক অভিযানে এখন রীতিমতো অভিভূত।
১০ ঘণ্টা আগেপাকিস্তানের করাচিতে সংখ্যালঘু আহমদিয়া সম্প্রদায়ের এক সদস্যকে পিটিয়ে হত্যা করেছে উগ্র ইসলামপন্থীরা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ শুক্রবার করাচির একটি মোবাইল মার্কেটের কাছে এ হামলার ঘটনা ঘটে। এর আগে উগ্রপন্থীরা এই সংখ্যালঘু সম্প্রদায়ের একটি উপাসনালয় ঘেরাও করে।
১০ ঘণ্টা আগে