Ajker Patrika

৪০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরেও ফের রাহুল গান্ধীকে ইডির তলব

আপডেট : ২০ জুন ২০২২, ২৩: ৩৯
৪০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরেও ফের রাহুল গান্ধীকে ইডির তলব

কংগ্রেসের মুখপাত্র ন্যাশনাল হেরাল্ডের তহবিল তছরুপের অভিযোগে আজ সোমবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির আর্থিক দুর্নীতি তদন্তকারী প্রতিষ্ঠান এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট–ইডি। এ পর্যন্ত রাহুল গান্ধীকে ৪ দিনে ৪০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হলো। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরেও ফের রাহুল গান্ধীকে আগামীকাল মঙ্গলবার তলব করেছে ইডি।

আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

এদিকে, কোভিড থেকে সেরে উঠতে না উঠতেই নতুন আলোচনা শুরু হয়েছে—সোনিয়া গান্ধী এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট–ইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হবেন কবে। সোনিয়া গান্ধীর সুস্থতার বিষয়টি মাথায় রেখেই সোনিয়া গান্ধীকে আগামী ২৩ জুন কার্যালয়ে হাজির হতে বলেছে। 

রাহুল এবং সোনিয়া গান্ধী দুজনই ভারতীয় জাতীয় কংগ্রেসের মুখপাত্র ন্যাশনাল হেরাল্ডের অর্থ তছরুপের মামলায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত