Ajker Patrika

হাসপাতালের এসি চালু করে ঘুমানো এক ব্যক্তিকে জুতাপেটা

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ১৫: ৫২
হাসপাতালের এসি চালু করে ঘুমানো এক ব্যক্তিকে জুতাপেটা

হাসপাতালের হলরুমে এসি চালু রেখে ঘুমিয়ে পড়ায় এক ব্যক্তিকে জুতাপেটা ও লাথি মারলেন এক নারী। পরে কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে হাসপাতাল থেকে বের করে দেয়। গত সোমবার ভারতের ছত্তিশগড়ের অম্বিকাপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।

এদিকে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভিডিওতে দেখা যায়, অম্বিকাপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়েটিং হলে এসি চালু রেখে শুয়ে ছিলেন এক ব্যক্তি। এ সময় এক নারী এসে এসি বন্ধ করে দেন। শুয়ে থাকা ওই ব্যক্তি এসি বন্ধ করার কারণ জানতে চাইলে ক্ষেপে যান ওই নারী। এরপর পায়ের জুতা খুলে তাঁকে মারধর করতে থাকেন এবং পেছন থেকে ওই ব্যক্তিকে লাথি মারতে থাকেন ওই নারী। এ সময় আরেক ব্যক্তিকে হাতে লাঠি নিয়ে এসে ওই ব্যক্তিকে মারধর করতে দেখা যায়।

এদিকে এ ঘটনায় উত্তেজিত ওই নারীর সঙ্গে ভুক্তভোগী ব্যক্তির কোনো সম্পর্ক নেই। আকস্মিক এই ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে ওই ব্যক্তিকে বের করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ওই ব্যক্তি হাসপাতালে আসার কোনো কারণ ছিল না। ওই ব্যক্তি রাতে ঘুমানোর জন্য এখানে এসেছিলেন। হাসপাতাল প্রাঙ্গণে এ ধরনের অনুমোদন ছাড়া প্রবেশ করা যায় না। পরবর্তী সময়ে এ ধরনের ঘটনার জন্য হাসপাতালে নজরদারি রাখা হবে বলে জানায় কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত