কলকাতা প্রতিনিধি
ভারতে গাড়ি চাপা পড়ে আন্দোলনরত কৃষকের মৃত্যুর ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। আজ বৃহস্পতিবার সকালে দিল্লি-হরিয়ানা সীমান্তে ট্রাকের চাপায় রহস্যজনকভাবে ৩ নারীর মৃত্যু হয়েছে। ফলে নতুন করে বাড়ছে উত্তেজনা।
ভারতে তিন কৃষি আইন বাতিলের দাবিতে ১১ মাস ধরে চলছে কৃষক আন্দোলন। বিভিন্ন কৃষক সংগঠন সম্মিলিতভাবে দেশজুড়ে লাগাতর আন্দোলন চালাচ্ছে। বিজেপি বাদে বেশির ভাগ দলই কৃষকদের দাবি মেনে নেওয়ার পক্ষে।
এমনকি, বিজেপি সাংসদ বরুণ গান্ধীও কৃষকদের পক্ষেই কথা বলছেন। বহুদিনের জোট সঙ্গী শিরোমনি আকালি দল কৃষকদের স্বার্থেই বিজেপির সঙ্গ ছেড়ে আন্দোলনে নেমেছে। কিন্তু বিজেপি কৃষি আইন প্রত্যাহারে নারাজ।
উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে সম্প্রতি ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র আন্দোলনরত ৪ কৃষককে গাড়ি চাপা দিয়ে মেরেছে বলে অভিযোগ। সুপ্রিম কোর্ট সেই ঘটনার তদন্ত নজরদারি করছেন।
এই অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে বিজেপি শাসিত হরিয়ানার টিকরি সীমান্তে বাসার ফেরার জন্য ডিভাইডারের কাছে অপেক্ষারত নারীদের ওপর হামলা চালায় দ্রুত গতির একটি ট্রাক। ঘটনাস্থলেই ২ নারীর মৃত্যু হয়। অপরজন হাসপাতালে মারা যান।
ঘটনাস্থলে উপস্থিত বেশ কয়েকজন জখমও হন ট্রাকের ধাক্কায়। পুলিশ জানিয়েছে, ঘাতক ট্রাকের চালক পলাতক। অনুসন্ধান শুরু করেছে পুলিশ। নিহতেরা সকলেই পাঞ্জাবের বাসিন্দা বলে জানা গিয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, কৃষকদেরই শুধু নয়, দেশের অন্নদাতা ভারতমাতাকে পিষ্ট করা হয়েছে। এই নিষ্ঠুরতা ও বিদ্বেষ আমাদের দেশকে শেষ করে দিচ্ছে।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিত সিং-এর দাবি, অবিলম্বে ঘাতক চালককে গ্রেপ্তার করতে হবে। সেই সঙ্গে নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনার সঠিক তদন্তের দাবি তোলেন তিনি।
হরিয়ানাতে এর আগেও আন্দোলনরত কৃষকদের গাড়ি চাপা দেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাই বিরোধীরা কৃষকদের ওপর হামলার অভিযোগ তুলেছেন বিজেপির বিরুদ্ধে।
ভারতে গাড়ি চাপা পড়ে আন্দোলনরত কৃষকের মৃত্যুর ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। আজ বৃহস্পতিবার সকালে দিল্লি-হরিয়ানা সীমান্তে ট্রাকের চাপায় রহস্যজনকভাবে ৩ নারীর মৃত্যু হয়েছে। ফলে নতুন করে বাড়ছে উত্তেজনা।
ভারতে তিন কৃষি আইন বাতিলের দাবিতে ১১ মাস ধরে চলছে কৃষক আন্দোলন। বিভিন্ন কৃষক সংগঠন সম্মিলিতভাবে দেশজুড়ে লাগাতর আন্দোলন চালাচ্ছে। বিজেপি বাদে বেশির ভাগ দলই কৃষকদের দাবি মেনে নেওয়ার পক্ষে।
এমনকি, বিজেপি সাংসদ বরুণ গান্ধীও কৃষকদের পক্ষেই কথা বলছেন। বহুদিনের জোট সঙ্গী শিরোমনি আকালি দল কৃষকদের স্বার্থেই বিজেপির সঙ্গ ছেড়ে আন্দোলনে নেমেছে। কিন্তু বিজেপি কৃষি আইন প্রত্যাহারে নারাজ।
উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে সম্প্রতি ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র আন্দোলনরত ৪ কৃষককে গাড়ি চাপা দিয়ে মেরেছে বলে অভিযোগ। সুপ্রিম কোর্ট সেই ঘটনার তদন্ত নজরদারি করছেন।
এই অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে বিজেপি শাসিত হরিয়ানার টিকরি সীমান্তে বাসার ফেরার জন্য ডিভাইডারের কাছে অপেক্ষারত নারীদের ওপর হামলা চালায় দ্রুত গতির একটি ট্রাক। ঘটনাস্থলেই ২ নারীর মৃত্যু হয়। অপরজন হাসপাতালে মারা যান।
ঘটনাস্থলে উপস্থিত বেশ কয়েকজন জখমও হন ট্রাকের ধাক্কায়। পুলিশ জানিয়েছে, ঘাতক ট্রাকের চালক পলাতক। অনুসন্ধান শুরু করেছে পুলিশ। নিহতেরা সকলেই পাঞ্জাবের বাসিন্দা বলে জানা গিয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, কৃষকদেরই শুধু নয়, দেশের অন্নদাতা ভারতমাতাকে পিষ্ট করা হয়েছে। এই নিষ্ঠুরতা ও বিদ্বেষ আমাদের দেশকে শেষ করে দিচ্ছে।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিত সিং-এর দাবি, অবিলম্বে ঘাতক চালককে গ্রেপ্তার করতে হবে। সেই সঙ্গে নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনার সঠিক তদন্তের দাবি তোলেন তিনি।
হরিয়ানাতে এর আগেও আন্দোলনরত কৃষকদের গাড়ি চাপা দেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাই বিরোধীরা কৃষকদের ওপর হামলার অভিযোগ তুলেছেন বিজেপির বিরুদ্ধে।
কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে যুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান। সীমান্তের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ছয় দিন ধরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটছে। সীমান্তে জোরদার করা হয়েছে সামরিক বাহিনীর উপস্থিতি। কূটনীতিক বহিষ্কারসহ...
৩ ঘণ্টা আগেইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াইয়ের জন্য ১৫ হাজার সেনাসদস্য পাঠিয়েছে উত্তর কোরিয়া। তাঁদের মধ্যে এখন পর্যন্ত প্রায় ৬০০ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৪ সহস্রাধিক। সব মিলিয়ে মোট হতাহতের সংখ্যা ৪ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএসের এক গোপন...
৪ ঘণ্টা আগেপাকিস্তানের আকাশসীমা বন্ধের ঘটনায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভারতের বিমান সংস্থাগুলো। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই বলছে, এ ঘটনায় দেশটির এয়ারলাইনসগুলোর বাড়তি খরচ মাসে ৩০৭ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে।
৪ ঘণ্টা আগেভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান কোনো উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ নেবে না, তবে ভারত উসকানি দিলে তার দাঁতভাঙা জবাব দেবে।
৭ ঘণ্টা আগে