Ajker Patrika

ভারতে ট্রাকের চাপায় ৩ নারী কৃষকের মৃত্যু

কলকাতা প্রতিনিধি
ভারতে ট্রাকের চাপায় ৩ নারী কৃষকের মৃত্যু

ভারতে গাড়ি চাপা পড়ে আন্দোলনরত কৃষকের মৃত্যুর ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। আজ বৃহস্পতিবার সকালে দিল্লি-হরিয়ানা সীমান্তে ট্রাকের চাপায় রহস্যজনকভাবে ৩ নারীর মৃত্যু হয়েছে। ফলে নতুন করে বাড়ছে উত্তেজনা। 

ভারতে তিন কৃষি আইন বাতিলের দাবিতে ১১ মাস ধরে চলছে কৃষক আন্দোলন। বিভিন্ন কৃষক সংগঠন সম্মিলিতভাবে দেশজুড়ে লাগাতর আন্দোলন চালাচ্ছে। বিজেপি বাদে বেশির ভাগ দলই কৃষকদের দাবি মেনে নেওয়ার পক্ষে। 

এমনকি, বিজেপি সাংসদ বরুণ গান্ধীও কৃষকদের পক্ষেই কথা বলছেন। বহুদিনের জোট সঙ্গী শিরোমনি আকালি দল কৃষকদের স্বার্থেই বিজেপির সঙ্গ ছেড়ে আন্দোলনে নেমেছে। কিন্তু বিজেপি কৃষি আইন প্রত্যাহারে নারাজ। 

উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে সম্প্রতি ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র আন্দোলনরত ৪ কৃষককে গাড়ি চাপা দিয়ে মেরেছে বলে অভিযোগ। সুপ্রিম কোর্ট সেই ঘটনার তদন্ত নজরদারি করছেন। 

এই অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে বিজেপি শাসিত হরিয়ানার টিকরি সীমান্তে বাসার ফেরার জন্য ডিভাইডারের কাছে অপেক্ষারত নারীদের ওপর হামলা চালায় দ্রুত গতির একটি ট্রাক। ঘটনাস্থলেই ২ নারীর মৃত্যু হয়। অপরজন হাসপাতালে মারা যান। 
ঘটনাস্থলে উপস্থিত বেশ কয়েকজন জখমও হন ট্রাকের ধাক্কায়। পুলিশ জানিয়েছে, ঘাতক ট্রাকের চালক পলাতক। অনুসন্ধান শুরু করেছে পুলিশ। নিহতেরা সকলেই পাঞ্জাবের বাসিন্দা বলে জানা গিয়েছে। 

এই ঘটনার প্রেক্ষিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, কৃষকদেরই শুধু নয়, দেশের অন্নদাতা ভারতমাতাকে পিষ্ট করা হয়েছে। এই নিষ্ঠুরতা ও বিদ্বেষ আমাদের দেশকে শেষ করে দিচ্ছে। 

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিত সিং-এর দাবি, অবিলম্বে ঘাতক চালককে গ্রেপ্তার করতে হবে। সেই সঙ্গে নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনার সঠিক তদন্তের দাবি তোলেন তিনি। 

হরিয়ানাতে এর আগেও আন্দোলনরত কৃষকদের গাড়ি চাপা দেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাই বিরোধীরা কৃষকদের ওপর হামলার অভিযোগ তুলেছেন বিজেপির বিরুদ্ধে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত