আজকের পত্রিকা ডেস্ক
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াইয়ের জন্য ১৫ হাজার সেনাসদস্য পাঠিয়েছে উত্তর কোরিয়া। তাঁদের মধ্যে এখন পর্যন্ত প্রায় ৬০০ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৪ সহস্রাধিক। সব মিলিয়ে মোট হতাহতের সংখ্যা ৪ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএসের এক গোপন ব্রিফিংয়ে অংশ নেওয়ার পর সংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান দেশটির দুই আইনপ্রণেতা। লি সিয়ং-কেউন ও কিম বিয়ং-কি নামের ওই দুই আইনপ্রণেতা পার্লামেন্টের গোয়েন্দাবিষয়ক কমিটির সদস্য।
লি সিয়ং-কেউন বলেন, ‘যুদ্ধের শুরুতে উত্তর কোরিয়ার সেনাদের দক্ষতা ছিল সীমিত। কিন্তু ছয় মাসের যুদ্ধে অংশগ্রহণের ফলে তাঁরা এখন নতুন অস্ত্র, বিশেষ করে ড্রোন ব্যবহারে অনেক বেশি পারদর্শী হয়ে উঠেছেন।’
দুই দিন আগে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর খবরে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে সেনা পাঠানোর কথা স্বীকার করা হয়। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, তিনি সেনাবাহিনীকে ইউক্রেনের ‘নব্য-নাৎসি দখলদারদের ধ্বংস করে কুরস্ক অঞ্চল মুক্ত’ করতে রুশ বাহিনীর সঙ্গে যৌথভাবে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। রাশিয়ার চিফ অব স্টাফ ভ্যালেরি গেরাসিমভ ‘উত্তর কোরীয় সেনাদের বীরত্বের’ প্রশংসা করার পর এই স্বীকারোক্তি দেয় পিয়ংইয়ং।
আল জাজিরার খবরে বলা হয়, দক্ষিণ কোরিয়ার গত জানুয়ারির গোয়েন্দা তথ্য অনুযায়ী তখন পর্যন্ত ইউক্রেন যুদ্ধে নিহত উত্তর কোরীয় নিহত সেনার সংখ্যা ছিল প্রায় ৩০০। এর মাত্র কয়েক মাসের ব্যবধানে এ সংখ্যা বেড়ে দ্বিগুণ দাঁড়িয়েছে। দক্ষিণ কোরিয়ার দাবি, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থনের বিনিময়ে মস্কোর কাছ থেকে গোয়েন্দা স্যাটেলাইট প্রযুক্তি, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম এবং এসএ-২২ মডেলের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পেয়েছে উত্তর কোরিয়া। এই সহায়তা দেশটির সামরিক প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে বলে আসছিল যে পিয়ংইয়ং গত বছর কুরস্ক অঞ্চলে সেনা পাঠিয়েছে। কেসিএনএ বলছে, এই সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে পিয়ংইয়ং ও মস্কোর মধ্যে পারস্পারিক প্রতিরক্ষা চুক্তির আওতায়।
কুরস্কে নিজেদের জোট ও ভ্রাতৃত্ববোধের প্রদর্শনের কথা বলেছে উত্তর কোরিয়া ও রাশিয়া। তারা বলেছে, ‘রক্তে প্রমাণিত বন্ধুত্ব’ প্রতিটি ক্ষেত্রে দেশ দুটির মধ্যে সম্পর্ক সম্প্রসারণে বড় অবদান রাখবে। কেসিএনএ অবশ্য বলেনি যে কুরস্ক মিশন শেষে উত্তর কোরিয়ার এই সেনাদের নিয়ে কী করা হবে।
উত্তর কোরিয়ার এমন পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে পশ্চিমা কূটনীতিকদের দাবি, রাশিয়া ও উত্তর কোরিয়ার এই সামরিক সহযোগিতা পিয়ংইয়ংয়ের ওপর আরোপিত জাতিসংঘের নিষেধাজ্ঞার পরিপন্থী। বিশ্লেষকেরা বলছেন, যুদ্ধক্ষেত্রে সরাসরি সেনা পাঠিয়ে উত্তর কোরিয়া শুধু রাশিয়ার প্রতি সমর্থনই জানাচ্ছে না, বরং একই সঙ্গে তারা পশ্চিমা দুনিয়া, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থানের জানান দিচ্ছে।
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াইয়ের জন্য ১৫ হাজার সেনাসদস্য পাঠিয়েছে উত্তর কোরিয়া। তাঁদের মধ্যে এখন পর্যন্ত প্রায় ৬০০ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৪ সহস্রাধিক। সব মিলিয়ে মোট হতাহতের সংখ্যা ৪ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএসের এক গোপন ব্রিফিংয়ে অংশ নেওয়ার পর সংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান দেশটির দুই আইনপ্রণেতা। লি সিয়ং-কেউন ও কিম বিয়ং-কি নামের ওই দুই আইনপ্রণেতা পার্লামেন্টের গোয়েন্দাবিষয়ক কমিটির সদস্য।
লি সিয়ং-কেউন বলেন, ‘যুদ্ধের শুরুতে উত্তর কোরিয়ার সেনাদের দক্ষতা ছিল সীমিত। কিন্তু ছয় মাসের যুদ্ধে অংশগ্রহণের ফলে তাঁরা এখন নতুন অস্ত্র, বিশেষ করে ড্রোন ব্যবহারে অনেক বেশি পারদর্শী হয়ে উঠেছেন।’
দুই দিন আগে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর খবরে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে সেনা পাঠানোর কথা স্বীকার করা হয়। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, তিনি সেনাবাহিনীকে ইউক্রেনের ‘নব্য-নাৎসি দখলদারদের ধ্বংস করে কুরস্ক অঞ্চল মুক্ত’ করতে রুশ বাহিনীর সঙ্গে যৌথভাবে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। রাশিয়ার চিফ অব স্টাফ ভ্যালেরি গেরাসিমভ ‘উত্তর কোরীয় সেনাদের বীরত্বের’ প্রশংসা করার পর এই স্বীকারোক্তি দেয় পিয়ংইয়ং।
আল জাজিরার খবরে বলা হয়, দক্ষিণ কোরিয়ার গত জানুয়ারির গোয়েন্দা তথ্য অনুযায়ী তখন পর্যন্ত ইউক্রেন যুদ্ধে নিহত উত্তর কোরীয় নিহত সেনার সংখ্যা ছিল প্রায় ৩০০। এর মাত্র কয়েক মাসের ব্যবধানে এ সংখ্যা বেড়ে দ্বিগুণ দাঁড়িয়েছে। দক্ষিণ কোরিয়ার দাবি, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থনের বিনিময়ে মস্কোর কাছ থেকে গোয়েন্দা স্যাটেলাইট প্রযুক্তি, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম এবং এসএ-২২ মডেলের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পেয়েছে উত্তর কোরিয়া। এই সহায়তা দেশটির সামরিক প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে বলে আসছিল যে পিয়ংইয়ং গত বছর কুরস্ক অঞ্চলে সেনা পাঠিয়েছে। কেসিএনএ বলছে, এই সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে পিয়ংইয়ং ও মস্কোর মধ্যে পারস্পারিক প্রতিরক্ষা চুক্তির আওতায়।
কুরস্কে নিজেদের জোট ও ভ্রাতৃত্ববোধের প্রদর্শনের কথা বলেছে উত্তর কোরিয়া ও রাশিয়া। তারা বলেছে, ‘রক্তে প্রমাণিত বন্ধুত্ব’ প্রতিটি ক্ষেত্রে দেশ দুটির মধ্যে সম্পর্ক সম্প্রসারণে বড় অবদান রাখবে। কেসিএনএ অবশ্য বলেনি যে কুরস্ক মিশন শেষে উত্তর কোরিয়ার এই সেনাদের নিয়ে কী করা হবে।
উত্তর কোরিয়ার এমন পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে পশ্চিমা কূটনীতিকদের দাবি, রাশিয়া ও উত্তর কোরিয়ার এই সামরিক সহযোগিতা পিয়ংইয়ংয়ের ওপর আরোপিত জাতিসংঘের নিষেধাজ্ঞার পরিপন্থী। বিশ্লেষকেরা বলছেন, যুদ্ধক্ষেত্রে সরাসরি সেনা পাঠিয়ে উত্তর কোরিয়া শুধু রাশিয়ার প্রতি সমর্থনই জানাচ্ছে না, বরং একই সঙ্গে তারা পশ্চিমা দুনিয়া, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থানের জানান দিচ্ছে।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
৬ ঘণ্টা আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
৭ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
৮ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
৯ ঘণ্টা আগে