সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ধরনের ডিজিটাল মাধ্যম থেকে মুসলিমবিরোধী ভিডিও সরাতে ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে নির্দেশ দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারের জন্য এই ভিডিও বানিয়েছিল।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপির বানানো ওই ভিডিওতে মুসলিম সম্প্রদায়কে নেতিবাচক ও বৈষম্যমূলকভাবে উপস্থাপন করা হয়েছে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ভারতের শাসক দল। ভিডিওটিতে ‘ইসলামভীতি’ প্রচার করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
গত শনিবার ঝাড়খণ্ড রাজ্যের নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ভিডিওটি প্রকাশ করা হয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওতে দেখানো হয়েছে একদল মুসলিম একটি বাড়ি জোরপূর্বক দখল করছে। এতে বাড়ির মালিক এক নারী নতুনদের দেখে বিরক্তি প্রকাশ করছেন। অন্যদিকে, মুসলিম শিশুরা আসবাবপত্র নোংরা করছে, নারীরা হিজাব ও নিকাবে পুরোপুরি ঢাকা অবস্থায় বাড়িতে ঢুকছে। কেউ আবার বাড়ির বাথরুমে গোসল করছে।
ভিডিওটি মুসলিম সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ বাড়িয়ে তুলছে বলেও অভিযোগ আছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী দলের সমর্থকের বাড়িতে মুসলিমদের জোরপূর্বক প্রবেশের দৃশ্য তুলে ধরেছে বিতর্কিত ভিডিওটি।
বিজেপির প্রচারণায় ইসলামভীতির ব্যবহার নতুন বিষয় নয়, এটি প্রায় ধারাবাহিক একটি বিষয়। এর আগে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় কর্ণাটকের বিজেপি সমর্থিত একটি এক্স অ্যাকাউন্ট থেকে বিতর্কিত অ্যানিমেশন প্রকাশ করা হয়। সেই অ্যানিমেশনে বিজেপি অভিযোগ করে, কংগ্রেস মুসলিম সম্প্রদায়ের আধিপত্য প্রতিষ্ঠায় সহায়তা করছে।
এদিকে, ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন সামনে রেখে বিজেপির প্রচারিত ভিডিওটি নিয়ে বিতর্কের পর গত রোববার দেশটির নির্বাচন কমিশন (ইসি) বিজেপিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরানোর নির্দেশ দেয়। ইসি জানিয়েছে, ভিডিওটি নির্বাচনী আচরণবিধি (মডেল কোড অব কনডাক্ট) লঙ্ঘন করেছে। পরে ভিডিওটি অনলাইন প্ল্যাটফরম থেকে সরিয়ে ফেলে বিজেপি।
সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ধরনের ডিজিটাল মাধ্যম থেকে মুসলিমবিরোধী ভিডিও সরাতে ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে নির্দেশ দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারের জন্য এই ভিডিও বানিয়েছিল।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপির বানানো ওই ভিডিওতে মুসলিম সম্প্রদায়কে নেতিবাচক ও বৈষম্যমূলকভাবে উপস্থাপন করা হয়েছে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ভারতের শাসক দল। ভিডিওটিতে ‘ইসলামভীতি’ প্রচার করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
গত শনিবার ঝাড়খণ্ড রাজ্যের নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ভিডিওটি প্রকাশ করা হয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওতে দেখানো হয়েছে একদল মুসলিম একটি বাড়ি জোরপূর্বক দখল করছে। এতে বাড়ির মালিক এক নারী নতুনদের দেখে বিরক্তি প্রকাশ করছেন। অন্যদিকে, মুসলিম শিশুরা আসবাবপত্র নোংরা করছে, নারীরা হিজাব ও নিকাবে পুরোপুরি ঢাকা অবস্থায় বাড়িতে ঢুকছে। কেউ আবার বাড়ির বাথরুমে গোসল করছে।
ভিডিওটি মুসলিম সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ বাড়িয়ে তুলছে বলেও অভিযোগ আছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী দলের সমর্থকের বাড়িতে মুসলিমদের জোরপূর্বক প্রবেশের দৃশ্য তুলে ধরেছে বিতর্কিত ভিডিওটি।
বিজেপির প্রচারণায় ইসলামভীতির ব্যবহার নতুন বিষয় নয়, এটি প্রায় ধারাবাহিক একটি বিষয়। এর আগে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় কর্ণাটকের বিজেপি সমর্থিত একটি এক্স অ্যাকাউন্ট থেকে বিতর্কিত অ্যানিমেশন প্রকাশ করা হয়। সেই অ্যানিমেশনে বিজেপি অভিযোগ করে, কংগ্রেস মুসলিম সম্প্রদায়ের আধিপত্য প্রতিষ্ঠায় সহায়তা করছে।
এদিকে, ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন সামনে রেখে বিজেপির প্রচারিত ভিডিওটি নিয়ে বিতর্কের পর গত রোববার দেশটির নির্বাচন কমিশন (ইসি) বিজেপিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরানোর নির্দেশ দেয়। ইসি জানিয়েছে, ভিডিওটি নির্বাচনী আচরণবিধি (মডেল কোড অব কনডাক্ট) লঙ্ঘন করেছে। পরে ভিডিওটি অনলাইন প্ল্যাটফরম থেকে সরিয়ে ফেলে বিজেপি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের ‘চরম উসকানিমূলক’ মন্তব্যের জবাবে তিনি দুটি পারমাণবিক সাবমেরিন রাশিয়ার কাছাকাছি ‘প্রয়োজনীয় অঞ্চলে’ মোতায়েনের নির্দেশ দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২৬ মিনিট আগেদক্ষিণ আফ্রিকায় চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ প্রবেশ করানোর অভিনব এক প্রকল্প চালু করেছেন বিজ্ঞানীরা। জোহানেসবার্গের উইটওয়াটারস্র্যান্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল জানিয়েছে, এই পদ্ধতিতে গন্ডারদের কোনো ক্ষতি হবে না।
১০ ঘণ্টা আগেপ্রবাদ আছে, ‘চোরের দশ দিন গেরস্তের এক দিন।’ ঠিক এমনই এক ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে। স্থানীয় পুলিশ এক ‘লুটেরা দুলহান’কে (প্রতারক কনে) গ্রেপ্তার করেছে। যাঁর বিরুদ্ধে এক-দুজন নয়, আটজন পুরুষকে বিয়ে করে তাঁদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
১১ ঘণ্টা আগেভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি ও জেডিএসের সাবেক সাংসদ প্রজ্জ্বল রেভান্না ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। বেঙ্গালুরুর একটি আদালত দীর্ঘ ১৪ মাস ধরে চলা এই মামলার রায় আজ শুক্রবার ঘোষণা করেছেন। এই রায়ের মাধ্যমে কার্যত তাঁর রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘটল বলে মনে করা হচ্ছে।
১১ ঘণ্টা আগে