Ajker Patrika

কর্ণাটকের মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী হতে পারেন শিবকুমার

আপডেট : ১৮ মে ২০২৩, ১১: ৪৮
কর্ণাটকের মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী হতে পারেন শিবকুমার

অনেক জল ঘোলার পর কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী চূড়ান্ত করেছে কংগ্রেস। রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্দারামাইয়া। আর উপমুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন রাজ্য সভাপতি ডি কে শিবকুমার। দলীয় সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। 

বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আগামী শনিবার (২০ মে) তাঁরা শপথ নেবেন বলে জানা গেছে। 

দক্ষিণ ভারতের কর্ণাটকে গত শনিবার (১৩ মে) বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে জয়লাভ করে কংগ্রেস। ২২৪ আসনের বিধানসভায় এবার ১৩৫টি জিতেছে দলটি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় এককভাবে রাজ্য সরকার গঠন করতে যাচ্ছে কংগ্রেস। তবে দুই জ্যেষ্ঠ নেতা মুখ্যমন্ত্রীর পদ দাবি করায় বিষয়টি নিয়ে চাপা উত্তেজনা শুরু হয়। 

রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করলেও ভোটের ফলাফল প্রকাশের পর মুখ্যমন্ত্রীর পদ দাবি করেন শিবকুমার। এরই পরিপ্রেক্ষিতে দফায় দফায় আলোচনায় বসেন কংগ্রেস নেতারা। অবশেষে একটি সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছেন বলে জানা গেল। 

এদিকে মুখ্যমন্ত্রিত্ব ঘিরে উত্তেজনার মধ্যেই কর্ণাটকের নবনির্বাচিত কংগ্রেস বিধায়কদের নিয়ে বৈঠক ডেকেছেন শিবকুমার। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, রাজ্য কংগ্রেস সভাপতি হিসেবে তিনি ওই বৈঠক ডেকেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ বেঙ্গালুরুর কুইন্স রোডে কংগ্রেসের রাজ্য সদর দপ্তরে ওই বৈঠক ডাকা হয়েছে। তবে ঠিক কী নিয়ে এই বৈঠক তা নিশ্চিত হওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত