Ajker Patrika

নিজেদের মধ্যে সংঘর্ষ, ২ বিএসএফ সদস্য নিহত 

প্রতিনিধি কলকাতা
নিজেদের মধ্যে সংঘর্ষ, ২ বিএসএফ সদস্য নিহত 

ভারতের ত্রিপুরা রাজ্যে নিজেদের মধ্যে গুলি বিনিময়ে বর্ডার সিকিউরিটি ফোর্সের(বিএসএফ) দুই সদস্য প্রাণ হারিয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এই গুলি বিনিময়ে আরও এক জওয়ান গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি।
 
ত্রিপুরা পুলিশ সূত্রে জানা যায়, গোমতী জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী খাগরাছড়ি এলাকার একটি সীমান্ত চৌকিতে রাইফেল ম্যান প্রভাত সিং ও হাবিলদার সদবীর সিং-এর মধ্যে বচসার থেকেই উত্তেজনার সৃষ্টি হয়।

উত্তর প্রদেশের বাসিন্দা প্রভাত বচসা চলাকালেই গুলি চালায় পাঞ্জাবের সদবীরকে। ঘটনাস্থলে সদবীরের মৃত্যু হয়। এরপর বিওপি-তে অন্যদের উদ্দেশ্যেও এলোপাতাড়ি গুলি চালাতে থাকে প্রভাত।

প্রভাতের গুলিতে বিওপি-র পাহারাদার রাজস্থানের রামকুমার জখম হন। পায়ে গুলি লাগে তাঁর।  তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাল্টা গুলি চালান কর্তব্যরত বিএসএফ জওয়ানরা।

সহকর্মীর গুলিতেই প্রভাত মারা গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে রাজ্য পুলিশের আইজি (আইন-শৃঙ্খলা) অরিন্দম নাথ জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত চলছে। ঘটনাস্থলে বিএসএফ ও পুলিশ কর্তারা পৌঁছেছেন।

সীমান্ত চৌকিতে গুলি চলায় পুরো এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। সীমান্তবর্তী গ্রামের মানুষ আতঙ্কে রয়েছেন। লাশ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে বিএসএফ এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত