Ajker Patrika

ধুম-২ স্টাইলে জাদুঘর থেকে ১৫ কোটি রুপির সোনা চুরি, অতঃপর...

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ০৪
ধুম-২ স্টাইলে জাদুঘর থেকে ১৫ কোটি রুপির সোনা চুরি, অতঃপর...

ভারতীয় সিনেমা ধুম-২ দ্বারা অনুপ্রাণিত হয়ে জাদুঘর থেকে ১৫ কোটি রুপির সোনা চুরি করেছিলেন একজন। সেই সোনা নিয়ে প্রায় বেরিয়েও এসেছিলেন। কিন্তু বিধি বাম। সোনা নিয়ে পালানোর সময় হঠাৎ পড়ে গিয়ে জাদুঘর প্রাঙ্গণে জ্ঞান হারান ওই ব্যক্তি। পরে পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভূপালে। পুলিশ তাঁকে গ্রেপ্তারের সময় তাঁর পাশেই পড়েছিল প্রাচীন স্বর্ণমুদ্রাসহ অমূল্য শিল্পকর্ম। সেগুলো জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম বিনোদ যাদব। তিনি পেশাদার চোর। গত রোববার টিকিট কেটে জাদুঘরের ভেতরে প্রবেশ রাতের বেলা সেখানেই লুকিয়ে ছিলেন। পরে সোমবারও জাদুঘরটি বন্ধ ছিল। সে সময় বিনোদ জাদুঘরের অন্তত দুটি গ্যালারি ভেঙে বেশ কিছু শিল্পকর্ম চুরি করেন। পরে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জাদুঘর আবার খোলার পর সেই গ্যালারিগুলো ভাঙা অবস্থায় দেখতে পান কর্মচারীরা।

ঘটনার খবর পেয়ে নিরাপত্তারক্ষীরা জাদুঘরের প্রাঙ্গণে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে তারা বিনোদ যাদবকে জাদুঘরের হলওয়ের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর পাশেই পড়েছিল শিল্পকর্মভর্তি ব্যাগ। ব্যাগে গুপ্ত আমলের স্বর্ণমুদ্রা, গয়না ও বাসনপত্রসহ ব্রিটিশ ও নবাব আমলের অন্য জিনিসপত্র ছিল।

তদন্তে দেখা গেছে, বিনোদ যাদব পালানোর চেষ্টা করার সময় ২৩ ফুটেরও বেশি উচ্চতা থেকে পড়ে গিয়েছিলেন। যার ফলে তাঁর পায়ে আঘাত লেগেছিল। স্থানীয় ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) রিয়াজ ইকবাল বলেছেন, ‘অভিযুক্ত ব্যক্তি প্রাচীরের ওপর দিয়ে লাফানোর চেষ্টা করেছিল বলে মনে হচ্ছে, কিন্তু ব্যর্থ হওয়ার ফলে সে আহত হয়েছে।’

রিয়াজ ইকবাল বলেন, ‘জাদুঘর থেকে ৫০টির বেশি আঙুলের ছাপ সংগ্রহ করা হয়েছে। পুলিশ জাদুঘরের বাইরে বিনোদের একজন সহযোগী থাকার সম্ভাবনা খতিয়ে দেখছে।’ তিনি জানান, উদ্ধার কার শিল্পকর্মগুলোর মধ্যে—বেশ কয়েকটি ৫০ থেকে ১০০ গ্রাম ওজনের স্বর্ণমুদ্রা ছিল, যার মূল্য ৮ থেকে ১০ কোটি রুপি।

পুলিশের এই কর্মকর্তা জানান, উদ্ধারকৃত শিল্পকর্মগুলোর মোট মূল্য প্রায় ১৫ কোটি টাকা হতে পারে। তিনি আরও জানান, এই আইটেমগুলো জাদুঘরের মাত্র দুটি কক্ষ থেকে নেওয়া হয়েছিল। পুরো মিউজিয়ামে ৫০ কোটি রুপিরও বেশি মূল্যের বিভিন্ন আমলের নিদর্শন আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত