Ajker Patrika

খুলে দেওয়া হলো তাজমহল

আপডেট : ১৭ জুন ২০২১, ১১: ০৭
খুলে দেওয়া হলো তাজমহল

ঢাকা: পর্যটকেরা এখন চাইলেই চোখ জুড়াতে পারবেন মুঘল আমলের প্রেমের নিদর্শন তাজমহল দেখে। করোনার সংক্রমণ কমতে থাকায় গতকাল খুলে দেওয়া হয়েছে ভারতের বিশ্বখ্যাত এই সমাধিসৌধ। তাজমহল ছাড়াও দেশটির কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা অন্যান্য সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থানগুলোও পুনরায় খুলে দেওয়া হয়েছে। তবে, এসব নিদর্শন দেখার ক্ষেত্রে নতুন কিছু বিধিনিষেধও আরোপ করেছে কর্তৃপক্ষ।

সপ্তদশ শতকে প্রিয়তম স্ত্রী মমতাজের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবেই আগ্রায় তাঁর সমাধিকে কেন্দ্র করে তাজমহল গড়ে তুলেছিলেন মুঘল বাদশাহ শাহজাহান। অনিন্দ্যসুন্দর এই সমাধিসৌধ এখন পর্যটন আকর্ষণের কেন্দ্রবিন্দু। ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর গত এপ্রিলে তাজমহলের ভেতরে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগে করোনার প্রথম ঢেউয়ের সময় ২০২০ সালের মার্চ মাস থেকেই বন্ধ ছিল পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম এই ঐতিহাসিক সৌধ। পরে গত বছরের ২১ সেপ্টেম্বর খুলে দেওয়া হয় তাজমহল। ভারতে সংক্রমণ কমতে শুরু করলেও দেশটিতে এখনো প্রতিদিন সহস্রাধিক করোনা আক্রান্ত মানুষ মারা যাচ্ছেন।

খুলে দেওয়ার পর তাজমহল দর্শনার্থীদের জন্য নতুন কিছু শর্ত আরোপ করেছে ভারতীয় কর্তৃপক্ষ। আগ্রার জেলা ম্যাজিস্ট্রেট প্রভু সিং জানিয়েছেন, একই সময়ে একসঙ্গে সর্বোচ্চ ৬৫০ জন পর্যটক সমাধিসৌধের ভেতরে অবস্থান করতে পারবেন।

এ ছাড়া শুধু অনলাইন টিকিটের মাধ্যমেই তাজমহলে প্রবেশের অনুমতি দেওয়া হবে। মাস্ক ছাড়া কোনো পর্যটককে প্রবেশ করতে দেওয়া হবে না। ভিড় নিয়ন্ত্রণে কড়া নজরদারি থাকবে নিরাপত্তারক্ষীদের। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ফোন নম্বর দিয়ে কেবল পাঁচটি টিকিট বুক করা যাবে। স্মৃতিস্তম্ভের প্রাঙ্গণকে প্রতিদিন তিনবার স্যানিটাইজেশন করা হবে। থার্মাল স্ক্রিনিংয়ের মাধ্যমে পর্যটকদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। এছাড়া পর্যটকদের জুতো সঠিকভাবে স্যানিটাইজ করা হবে।

স্বাভাবিক সময়ে প্রতিবছর ৭০ থেকে ৮০ লাখ মানুষ মার্বেল পাথরে নির্মিত রোমাঞ্চকর তাজমহল পরিদর্শন করেন। সেই হিসাবে গড়ে প্রতিদিন প্রায় ২০ হাজার পর্যটক এই স্থাপনায় প্রবেশ করেন।

তাজমহল যেখানে অবস্থিত, সেই আগ্রা শহর ভারতের উত্তর প্রদেশ রাজ্যের অন্তর্ভুক্ত। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী প্রদেশটিতে গত ২৪ ঘণ্টায় ২৭০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ৫৬ জন। যদিও ভারতে দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর সবচেয়ে বিপর্যস্ত রাজ্য ছিল উত্তর প্রদেশ।

তাজমহল ছাড়াও ভারতের নয়াদিল্লিতে অবস্থিত লাল কেল্লা ও কুতুব মিনারও গতকাল পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত