ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাসকে কাজে লাগিয়ে মন্ত্রী, বিরোধী নেতা, সাংবাদিক, অফিসারদের ফোনে আড়িপাতার অভিযোগ উঠেছে ভারতের নরেন্দ্র মোদির বিজেপি সরকারের বিরুদ্ধে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। এই ঘটনার প্রতিক্রিয়ায় কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে, মোদি সরকার এখন বেড রুমের আলাপও শুনতে পারবেন। আজ সোমবার দলটির পক্ষ থেকে একটি বিবৃতিতে এমন মন্তব্য করা হয়।
বিবৃতিতে কংগ্রেসের পক্ষ থেকে আরও বলা হয়, এটি মোদি সরকার কর্তৃক স্পষ্টভাবে 'রাষ্ট্রদ্রোহ' এবং 'জাতীয় সুরক্ষার' সম্পূর্ণ বিপরীত।
পেগাসাস কাণ্ডের জন্য বিবৃতিতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর পদত্যাগ দাবি করেছে কংগ্রেস। এ নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, এর জন্য ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দায়ী। তবে প্রধানমন্ত্রী মোদির সম্মতি ছাড়া এটি সম্ভব নয়।
পেগাসাসের কর্মপ্রণালী ব্যাখ্যা করে কংগ্রেসের মুখপাত্র রণদ্বীপ সিং সুর্যেওয়ালা সতর্ক করে বলেন, এটি আপনার মেয়ে অথবা স্ত্রীর ফোনেও এটি ইনস্টল করা হতে পারে।
সংবাদ সম্মেলনে সুর্যেওয়ালা আরও বলেন, আপনি যদি ওয়াশ রুমে থাকেন কিংবা বেডরুমে। আপনি যাই বলেন না কেন মোদি সরকার তা শুনতে পারবে।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানসহ ১৬টি সংবাদপত্র এই হ্যাকিংয়ের ঘটনা ফাঁস করেছে। ফাঁস হওয়া একটি ডেটাবেইসে ৫০ হাজার ফোন নম্বর পায় প্যারিসভিত্তিক সংস্থা ফরবিডেন স্টোরিজ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, পরে তারা গার্ডিয়ান, দ্য অয়্যারসহ ১৬টি সংবাদমাধ্যমকে তা জানায়। তারা সবাই মিলে এই অনুসন্ধানের নাম দিয়েছে ‘পেগাসাস প্রজেক্ট’।
গার্ডিয়ান জানিয়েছে, ফাঁস হওয়া ডেটাবেইসে ৫০ হাজারের বেশি ফোন নম্বর পাওয়া গেছে। এদের মধ্যে এক হাজারের বেশি ফোন নম্বর ছিল ভারতের। ধারণা করা হচ্ছে, ২০১৬ সাল থেকে এনএসওর গ্রাহক এদের বিষয়ে তৎপর ছিল।
ভারত সরকার এই আড়িপাতায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
আরও পড়ুন
ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাসকে কাজে লাগিয়ে মন্ত্রী, বিরোধী নেতা, সাংবাদিক, অফিসারদের ফোনে আড়িপাতার অভিযোগ উঠেছে ভারতের নরেন্দ্র মোদির বিজেপি সরকারের বিরুদ্ধে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। এই ঘটনার প্রতিক্রিয়ায় কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে, মোদি সরকার এখন বেড রুমের আলাপও শুনতে পারবেন। আজ সোমবার দলটির পক্ষ থেকে একটি বিবৃতিতে এমন মন্তব্য করা হয়।
বিবৃতিতে কংগ্রেসের পক্ষ থেকে আরও বলা হয়, এটি মোদি সরকার কর্তৃক স্পষ্টভাবে 'রাষ্ট্রদ্রোহ' এবং 'জাতীয় সুরক্ষার' সম্পূর্ণ বিপরীত।
পেগাসাস কাণ্ডের জন্য বিবৃতিতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর পদত্যাগ দাবি করেছে কংগ্রেস। এ নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, এর জন্য ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দায়ী। তবে প্রধানমন্ত্রী মোদির সম্মতি ছাড়া এটি সম্ভব নয়।
পেগাসাসের কর্মপ্রণালী ব্যাখ্যা করে কংগ্রেসের মুখপাত্র রণদ্বীপ সিং সুর্যেওয়ালা সতর্ক করে বলেন, এটি আপনার মেয়ে অথবা স্ত্রীর ফোনেও এটি ইনস্টল করা হতে পারে।
সংবাদ সম্মেলনে সুর্যেওয়ালা আরও বলেন, আপনি যদি ওয়াশ রুমে থাকেন কিংবা বেডরুমে। আপনি যাই বলেন না কেন মোদি সরকার তা শুনতে পারবে।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানসহ ১৬টি সংবাদপত্র এই হ্যাকিংয়ের ঘটনা ফাঁস করেছে। ফাঁস হওয়া একটি ডেটাবেইসে ৫০ হাজার ফোন নম্বর পায় প্যারিসভিত্তিক সংস্থা ফরবিডেন স্টোরিজ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, পরে তারা গার্ডিয়ান, দ্য অয়্যারসহ ১৬টি সংবাদমাধ্যমকে তা জানায়। তারা সবাই মিলে এই অনুসন্ধানের নাম দিয়েছে ‘পেগাসাস প্রজেক্ট’।
গার্ডিয়ান জানিয়েছে, ফাঁস হওয়া ডেটাবেইসে ৫০ হাজারের বেশি ফোন নম্বর পাওয়া গেছে। এদের মধ্যে এক হাজারের বেশি ফোন নম্বর ছিল ভারতের। ধারণা করা হচ্ছে, ২০১৬ সাল থেকে এনএসওর গ্রাহক এদের বিষয়ে তৎপর ছিল।
ভারত সরকার এই আড়িপাতায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
আরও পড়ুন
ইসরায়েলি আগ্রাসনে গাজায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে ১৩ জনই প্রাণ হারিয়েছেন বিতর্কিত সংগঠন গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ সংগ্রহ করতে গিয়ে। এ ছাড়া, নিহতের তালিকার চারজনের মৃত্যু হয়েছে অনাহার-অপুষ্টিজনিত কারণে।
২৮ মিনিট আগেবিয়ের আগে অনেকেই জীবনের সঙ্গীকে খুঁজে পান। কিন্তু নিউইয়র্কের মিশের ফক্স খুঁজে পেলেন জীবনের সঙ্গীর পাশাপাশি এক অমূল্য হিরাও। ৩১ বছর বয়সী ফক্স দুই বছর আগে সিদ্ধান্ত নেন, নিজের বিয়ের আংটির জন্য হিরা তিনি নিজেই খুঁজে বের করবেন। আর এর জন্য তিনি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে প্রস্তুত ছিলেন।
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউ জার্সির ৭৬ বছর বয়সী থংবুয়ে ওংবানডু (ডাকনাম ‘বু’) একদিন হঠাৎ একদিন পরিবারকে জানালেন, তিনি নিউইয়র্কে এক পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন। বৃদ্ধের মুখে এই কথা শুনে তাঁর স্ত্রী লিন্ডা কিছুটা অবাকই হলেন—কারণ, বহু বছর আগে নিউইয়র্ক ছেড়ে আসা বু সেখানে কাউকেই চিনতেন না।
১২ ঘণ্টা আগেকাশ্মীরের কিসতওয়ার জেলার প্রত্যন্ত গ্রাম চশোতি আজ পরিণত হয়েছে এক ভয়াবহ মৃত্যুকূপে। দুপুরের পর হঠাৎ করেই ঘটে যায় প্রবল ক্লাউডবার্স্ট। মুহূর্তের মধ্যেই পাহাড়ি ঝরনাগুলো দানবীয় রূপে নেমে আসে গ্রাম ও তার আশপাশে। জল, কাদা, পাথর মিশে তৈরি হয় এক অপ্রতিরোধ্য ধ্বংস স্রোত।
১২ ঘণ্টা আগে