ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোটের দিনক্ষণ ঘনিয়ে আসছে। ঠিক তার আগে ক্ষমতাসীন বিজেপি কোন কোন রাজ্যে জিতবে বা প্রাধান্য বিস্তার করবে সে বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছেন ইলেকশন ইঞ্জিনিয়ার খ্যাত প্রশান্ত কিশোর। তিনি বলেছেন, দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে প্রভাব বিস্তারের পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ ও ওডিশায়ও প্রধান দল হিসেবে আবির্ভূত হবে বিজেপি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার দেশটির সংবাদ সংস্থা পিটিআইয়ের সঙ্গে আলাপকালে প্রশান্ত কিশোর এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, তাঁর হিসাব অনুসারে বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনে অন্তত ৩৭০টি আসনে জিতবে। বিজেপি এবারের নির্বাচনে বিজেপি অন্তত ৪০০ আসন জয়ের লক্ষ্য নির্ধারণ করেছে।
প্রশান্ত কিশোর বলেছেন, ‘তারা (বিজেপি) তেলেঙ্গানায় (আসন জয়ের দিক থেকে) প্রথম বা দ্বিতীয় দল হবে, যা একটি বড় বিষয়। ওডিশার প্রধান দল হিসেবে আবির্ভূত হবে এটা নিশ্চিত। আপনি অবাক হবে পারেন—কারণ আমার মনে হয়, বিজেপি পশ্চিমবঙ্গেও প্রধান দল হতে যাচ্ছে।’
তেলেঙ্গানা, ওডিশা, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ, বিহার ও কেরালা মিলে লোকসভার ২০৪টি আসন আছে। ২০১৪ সালের নির্বাচনে এই রাজ্যগুলোতে বিজেপি ২৯টি আসন পেয়েছিল এবং ২০১৯ সালে পেয়েছিল ৪৭টি আসন।
অন্ধ্র প্রদেশে লোকসভা নির্বাচনের পাশাপাশি বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের বিষয়ে প্রশান্ত কিশোর বলেছেন, বর্তমান মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির জন্য আবারও ক্ষমতায় আসা কঠিন হবে এবার।
প্রধান বিরোধী দল কংগ্রেস বিজেপির ওপর চাপ সৃষ্টি করতে পারবে কি না সে বিষয়ে প্রশান্ত কিশোর বলেন, কংগ্রেস কেবল তখনই বিজেপির ওপর চাপ সৃষ্টি করতে পারবে যখন দলটি উত্তর ও পশ্চিম ভারতে অন্তত ১০০টি আসন ধরে রাখার বিষয়ে নিশ্চিত করতে পারবে। তবে তিনি বলেছেন, তাঁর অনুমান বিজেপি এসব রাজ্যে তাদের জায়গা ধরে রাখতে সমর্থ হবে।
ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোটের দিনক্ষণ ঘনিয়ে আসছে। ঠিক তার আগে ক্ষমতাসীন বিজেপি কোন কোন রাজ্যে জিতবে বা প্রাধান্য বিস্তার করবে সে বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছেন ইলেকশন ইঞ্জিনিয়ার খ্যাত প্রশান্ত কিশোর। তিনি বলেছেন, দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে প্রভাব বিস্তারের পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ ও ওডিশায়ও প্রধান দল হিসেবে আবির্ভূত হবে বিজেপি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার দেশটির সংবাদ সংস্থা পিটিআইয়ের সঙ্গে আলাপকালে প্রশান্ত কিশোর এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, তাঁর হিসাব অনুসারে বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনে অন্তত ৩৭০টি আসনে জিতবে। বিজেপি এবারের নির্বাচনে বিজেপি অন্তত ৪০০ আসন জয়ের লক্ষ্য নির্ধারণ করেছে।
প্রশান্ত কিশোর বলেছেন, ‘তারা (বিজেপি) তেলেঙ্গানায় (আসন জয়ের দিক থেকে) প্রথম বা দ্বিতীয় দল হবে, যা একটি বড় বিষয়। ওডিশার প্রধান দল হিসেবে আবির্ভূত হবে এটা নিশ্চিত। আপনি অবাক হবে পারেন—কারণ আমার মনে হয়, বিজেপি পশ্চিমবঙ্গেও প্রধান দল হতে যাচ্ছে।’
তেলেঙ্গানা, ওডিশা, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ, বিহার ও কেরালা মিলে লোকসভার ২০৪টি আসন আছে। ২০১৪ সালের নির্বাচনে এই রাজ্যগুলোতে বিজেপি ২৯টি আসন পেয়েছিল এবং ২০১৯ সালে পেয়েছিল ৪৭টি আসন।
অন্ধ্র প্রদেশে লোকসভা নির্বাচনের পাশাপাশি বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের বিষয়ে প্রশান্ত কিশোর বলেছেন, বর্তমান মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির জন্য আবারও ক্ষমতায় আসা কঠিন হবে এবার।
প্রধান বিরোধী দল কংগ্রেস বিজেপির ওপর চাপ সৃষ্টি করতে পারবে কি না সে বিষয়ে প্রশান্ত কিশোর বলেন, কংগ্রেস কেবল তখনই বিজেপির ওপর চাপ সৃষ্টি করতে পারবে যখন দলটি উত্তর ও পশ্চিম ভারতে অন্তত ১০০টি আসন ধরে রাখার বিষয়ে নিশ্চিত করতে পারবে। তবে তিনি বলেছেন, তাঁর অনুমান বিজেপি এসব রাজ্যে তাদের জায়গা ধরে রাখতে সমর্থ হবে।
ভারতীয় বিমানবাহিনীতে এখনো রাশিয়ার তৈরি অন্তত ৩৬টি মিগ-২১ যুদ্ধবিমান রয়েছে। তবে চলতি বছরের সেপ্টেম্বরেই ভারতীয় বিমানবাহিনীর সক্রিয় সেবা থেকে এই যুদ্ধবিমানগুলোকে সরিয়ে নেওয়া হবে। এই যুদ্ধবিমানগুলোর জায়গা নেবে ভারতের নতুন তেজস এমকে১এ যুদ্ধবিমান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা
১০ মিনিট আগেতিন বছর ধরে চলা যুদ্ধে অবসান ঘটাতে আবারও মুখোমুখি বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। আগামী বুধবার তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে দুই দেশের মধ্যকার নতুন শান্তি আলোচনা। বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
১ ঘণ্টা আগেমার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাসংক্রান্ত বহু গোপন নথি প্রকাশ করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তাঁর ওপর গোয়েন্দা সংস্থা এফবিআই কীভাবে নজরদারি চালাত তা রয়েছে ২ লাখ ৩০ হাজার পৃষ্ঠার এই দলিলে। এ ছাড়া, রয়েছে আগে কখনো প্রকাশ না হওয়া সিআইএ রেকর্ড। ১৯৭৭ সাল থেকে এসব নথি আদালতের আদেশে জনসাধারণের আওতার বাইরে
২ ঘণ্টা আগেপ্রায় দেড় মাসের অনিশ্চয়তার পর ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের সেই এফ-৩৫বি যুদ্ধবিমান অবশেষে ভারত ছেড়েছে। গত ১৪ জুন কেরালার তিরুবনন্তপুরম বিমানবন্দরে জরুরি অবতরণের পর আর উড়তে পারছিল না। অবশেষে আজ মঙ্গলবার তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি অস্ট্রেলিয়ার ডারউইনের উদ্দেশ্যে যাত্রা করেছে।
৩ ঘণ্টা আগে