কাউকে ‘মিয়াঁ-টিয়াঁ’ বা ‘পাকিস্তানি’ সম্বোধন খারাপ, কিন্তু ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ২৯৮ ধারায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো অপরাধ নয়। একটি মামলার রায় শেষে এমন মন্তব্য করেছে দেশটির সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, এই ধরনের মন্তব্য অনুচিত। তবে এটি কোনোভাবেই ফৌজদারি বিধির লঙ্ঘন নয়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা গেছে, হরি নন্দন সিং নামে এক ব্যক্তি জনৈক সরকারি কর্মীকে তাঁর দায়িত্ব পালনকালে ‘পাকিস্তানি’ বলে অভিহিত করেছিলেন। এর প্রেক্ষিতে মামলা দায়ের করেন ওই সরকারি কর্মচারী।
বিচারপতি বি ভি নাগারথনা এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করেন। তারা মামলার সকল নথি পর্যবেক্ষণ করে অভিযুক্ত হরি নন্দন সিংয়ের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি খারিজ করে দেন।
গত ১১ ফেব্রুয়ারি দেওয়া রায়ে আদালত বলেন, ‘নিঃসন্দেহে, এই মন্তব্যগুলো রুচিহীনতার পরিচয় দেয়। তবে, এটি অভিযোগকারীর ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো অপরাধ নয়। তাই, অভিযুক্তকে ভারতীয় দণ্ডবিধির ২৯৮ ধারা থেকে অব্যাহতি দেওয়া হলো।’
অভিযোগকারী ব্যক্তি ছিলেন একজন উর্দু অনুবাদক ও আরটিআই আইনের অধীনে সরকারি কেরানি। তিনি সরকারি নির্দেশের ভিত্তিতে অভিযুক্ত হরি নন্দন সিংকে কিছু নথি প্রদান করেন। প্রথমে হরি নন্দন সিং নথি গ্রহণে অনীহা প্রকাশ করেন, পরে গ্রহণ করলেও অভিযোগকারীর ধর্মীয় পরিচয় উল্লেখ করে তাঁকে অপমান করেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি অভিযোগকারীকে ভয় দেখানোর উদ্দেশ্যে বলপ্রয়োগ করেছেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে হরি নন্দন সিংয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় এফআইআর দায়ের করেন ওই ব্যক্তি। যার মধ্যে ছিল ২৯৮ ধারা (ধর্মীয় অনুভূতিতে আঘাত), ৫০৪ ধারা (শান্তি ভঙ্গ করার উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান), ৫০৬ ধারা (অপরাধমূলক ভীতি প্রদর্শন), ৩৫৩ ধারা (সরকারি কর্মচারীকে কর্তব্য পালনে বাধা দিতে হামলা বা বলপ্রয়োগ) এবং ৩২৩ ধারা (স্বেচ্ছায় আঘাত করা)।
তবে ম্যাজিস্ট্রেট মামলা পর্যালোচনা করে ৩৫৩, ২৯৮ এবং ৫০৪ ধারায় অভিযোগ গঠন করেন। আর প্রমাণের অভাবে ৩২৩ এবং ৫০৬ ধারার অভিযোগ খারিজ করে দেন।
এরপর হরি নন্দন সিং অব্যাহতির আবেদন করেন। কিন্তু প্রথমে সেশনস কোর্ট এবং পরে রাজস্থান হাইকোর্ট তাঁর আবেদন খারিজ করে দেন। এরপর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।
সুপ্রিম কোর্ট মামলা পর্যালোচনা করে রায় দেন, ৩৫৩ ধারার অভিযোগ টিকিয়ে রাখার মতো ‘হামলা বা বলপ্রয়োগের কোনো প্রমাণ নেই’ এবং উচ্চ আদালত এই ধারায় অভিযুক্তকে অব্যাহতি না দিয়ে ভুল করেছে। আদালত আরও জানায়, ৫০৪ ধারাও এখানে প্রযোজ্য নয়। কারণ, সিংয়ের তরফ থেকে এমন কোনো কাজ করা হয়নি যা ‘শান্তি ভঙ্গ করতে’ প্ররোচিত করতে পারে।
২৯৮ ধারা প্রসঙ্গে সুপ্রিম কোর্ট বলেন, সিংয়ের মন্তব্য অনুচিত হলেও আইনিভাবে তা ভারতীয় দণ্ডবিধির অধীনে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ হানার পর্যায়ে পড়ে না। এর ফলে, হরি নন্দন সিংকে সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।
আইন বিশেষজ্ঞরা মনে করছেন, এই রায় ভারতীয় দণ্ডবিধির ২৯৮ ধারার প্রয়োগ এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের আইনি সংজ্ঞা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ স্পষ্টতা প্রদান করেছে। যা সামাজিক ও আইনি দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কাউকে ‘মিয়াঁ-টিয়াঁ’ বা ‘পাকিস্তানি’ সম্বোধন খারাপ, কিন্তু ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ২৯৮ ধারায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো অপরাধ নয়। একটি মামলার রায় শেষে এমন মন্তব্য করেছে দেশটির সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, এই ধরনের মন্তব্য অনুচিত। তবে এটি কোনোভাবেই ফৌজদারি বিধির লঙ্ঘন নয়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা গেছে, হরি নন্দন সিং নামে এক ব্যক্তি জনৈক সরকারি কর্মীকে তাঁর দায়িত্ব পালনকালে ‘পাকিস্তানি’ বলে অভিহিত করেছিলেন। এর প্রেক্ষিতে মামলা দায়ের করেন ওই সরকারি কর্মচারী।
বিচারপতি বি ভি নাগারথনা এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করেন। তারা মামলার সকল নথি পর্যবেক্ষণ করে অভিযুক্ত হরি নন্দন সিংয়ের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি খারিজ করে দেন।
গত ১১ ফেব্রুয়ারি দেওয়া রায়ে আদালত বলেন, ‘নিঃসন্দেহে, এই মন্তব্যগুলো রুচিহীনতার পরিচয় দেয়। তবে, এটি অভিযোগকারীর ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো অপরাধ নয়। তাই, অভিযুক্তকে ভারতীয় দণ্ডবিধির ২৯৮ ধারা থেকে অব্যাহতি দেওয়া হলো।’
অভিযোগকারী ব্যক্তি ছিলেন একজন উর্দু অনুবাদক ও আরটিআই আইনের অধীনে সরকারি কেরানি। তিনি সরকারি নির্দেশের ভিত্তিতে অভিযুক্ত হরি নন্দন সিংকে কিছু নথি প্রদান করেন। প্রথমে হরি নন্দন সিং নথি গ্রহণে অনীহা প্রকাশ করেন, পরে গ্রহণ করলেও অভিযোগকারীর ধর্মীয় পরিচয় উল্লেখ করে তাঁকে অপমান করেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি অভিযোগকারীকে ভয় দেখানোর উদ্দেশ্যে বলপ্রয়োগ করেছেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে হরি নন্দন সিংয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় এফআইআর দায়ের করেন ওই ব্যক্তি। যার মধ্যে ছিল ২৯৮ ধারা (ধর্মীয় অনুভূতিতে আঘাত), ৫০৪ ধারা (শান্তি ভঙ্গ করার উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান), ৫০৬ ধারা (অপরাধমূলক ভীতি প্রদর্শন), ৩৫৩ ধারা (সরকারি কর্মচারীকে কর্তব্য পালনে বাধা দিতে হামলা বা বলপ্রয়োগ) এবং ৩২৩ ধারা (স্বেচ্ছায় আঘাত করা)।
তবে ম্যাজিস্ট্রেট মামলা পর্যালোচনা করে ৩৫৩, ২৯৮ এবং ৫০৪ ধারায় অভিযোগ গঠন করেন। আর প্রমাণের অভাবে ৩২৩ এবং ৫০৬ ধারার অভিযোগ খারিজ করে দেন।
এরপর হরি নন্দন সিং অব্যাহতির আবেদন করেন। কিন্তু প্রথমে সেশনস কোর্ট এবং পরে রাজস্থান হাইকোর্ট তাঁর আবেদন খারিজ করে দেন। এরপর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।
সুপ্রিম কোর্ট মামলা পর্যালোচনা করে রায় দেন, ৩৫৩ ধারার অভিযোগ টিকিয়ে রাখার মতো ‘হামলা বা বলপ্রয়োগের কোনো প্রমাণ নেই’ এবং উচ্চ আদালত এই ধারায় অভিযুক্তকে অব্যাহতি না দিয়ে ভুল করেছে। আদালত আরও জানায়, ৫০৪ ধারাও এখানে প্রযোজ্য নয়। কারণ, সিংয়ের তরফ থেকে এমন কোনো কাজ করা হয়নি যা ‘শান্তি ভঙ্গ করতে’ প্ররোচিত করতে পারে।
২৯৮ ধারা প্রসঙ্গে সুপ্রিম কোর্ট বলেন, সিংয়ের মন্তব্য অনুচিত হলেও আইনিভাবে তা ভারতীয় দণ্ডবিধির অধীনে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ হানার পর্যায়ে পড়ে না। এর ফলে, হরি নন্দন সিংকে সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।
আইন বিশেষজ্ঞরা মনে করছেন, এই রায় ভারতীয় দণ্ডবিধির ২৯৮ ধারার প্রয়োগ এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের আইনি সংজ্ঞা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ স্পষ্টতা প্রদান করেছে। যা সামাজিক ও আইনি দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে টানা ভারী বৃষ্টিতে গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ২৯০ জন। গতকাল বুধবার সকালে বর্ষণ শুরু হওয়ার পর এই হতাহতের ঘটনা ঘটে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকাংশ মানুষ ভবন ধসে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন।
২ ঘণ্টা আগেইরাকের পূর্বাঞ্চলীয় কুত শহরের একটি হাইপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। এতে আরও কয়েকজন নিখোঁজ হয়েছেন। শহরের স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং দুটি পুলিশ সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় গতকাল বুধবার দিবাগত রাকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইন রাজ্যের কায়াকফিউ টাউনশিপে জান্তাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ চৌকির দিকে অগ্রসর হচ্ছে বিদ্রোহী আরাকান আর্মি। এই ঘাঁটিকে ঘিরে সংঘর্ষ এরই মধ্যে তীব্র আকার ধারণ করেছে। এই চৌকিটি মিয়ানমারের সামরিক নৌঘাঁটি দান্যাওয়াদ্দির মাত্র ৩ কিলোমিটার দূরে অবস্থিত।
৫ ঘণ্টা আগেইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল বুধবার বলেছেন, তাঁর দেশ যেকোনো নতুন সামরিক আক্রমণ মোকাবিলায় প্রস্তুত। তিনি হুমকি দিয়ে বলেন, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরান যে জবাব দিয়েছে, তার চেয়েও বড় আঘাত হানতে সক্ষম তাঁর দেশ। এ সময় তিনি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের ‘বাঁধা কুকুর’ বা পালিত কুকুর
৫ ঘণ্টা আগে