উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন, লোকসভা নির্বাচন নিয়ে যে বুথফেরত জরিপ হয়েছে, সেটির মাধ্যমে জালিয়াতির সুযোগ তৈরি করতে পারে। এ ছাড়া, এই বুথফেরত জরিপের ফলাফলের মাধ্যমে বিজেপি শেয়ারবাজার থেকে ফায়দা লুটতে চায়। এরই মধ্যে ভারতের শেয়ারবাজারে তেজিভাব দেখা দিয়েছে বুথফেরত জরিপের ফলাফল প্রকাশের পর।
ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অখিলেশ যাদব বলেছেন—বিরোধী শিবির অনেক আগেই অভিযোগ করেছে, বিজেপিপন্থী গণমাধ্যমগুলো বুথফেরত জরিপে দেখাতে পারে যে, বিজেপি লোকসভায় ৩ শতাধিক আসন পাবে। তিনি বলেন, ‘যে বুথফেরত জরিপ মাসখানেক আগে তৈরি হয়েছে তা কেবল টেলিভিশন চ্যানেলগুলোতে দেখানোর ফলে নির্বাচনের ফলাফলে জালিয়াতির সুযোগ তৈরি করতে পারে।’
আজ রোববার উত্তর প্রদেশের সাবেক এই মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘বুথফেরত জরিপের ফলাফল ব্যবহার করে বিজেপি শেয়ারবাজার থেকে ফায়দা লুটতে চায়। কিন্তু বিজেপি নেতাদের হতাশায় মলিন মুখই আসল সত্যটা বলে দিচ্ছে।’ এ সময় তিনি দাবি করেন, ইন্ডিয়া জোট লোকসভা নির্বাচনে জিততে যাচ্ছে। এ সময় তিনি জোটের প্রার্থী এবং তাঁদের পোলিং এজেন্টদের ইভিএমের ভোট গণনার দিনটি ভালোভাবে পর্যবেক্ষণ করার আহ্বান জানান।
অখিলেশ যাদব তাঁর এক্স হ্যান্ডেলে শেয়ার করা এক টুইটে বলেছেন, ‘বুথফেরত জরিপের ঘটনাক্রম বুঝুন। বিরোধীরা আগেই বলেছিল যে বিজেপিপন্থী মিডিয়া বিজেপিকে অন্তত ৩০০ আসনে বিজয়ী দেখাবে, যা জালিয়াতির সুযোগ তৈরি করবে। আজকের বিজেপিপন্থী বুথফেরত জরিপ কয়েক মাস আগেই তৈরি করা হয়েছিল। চ্যানেলগুলো কেবল এখন তা প্রচার করেছে। এই বুথফেরত জরিপের মাধ্যমে জনগণের জনমতকে প্রতারিত করা হচ্ছে।’
সমাজবাদী পার্টির এই নেতা আরও বলেন, ‘এই বুথফেরত জরিপের ওপর ভিত্তি করে বিজেপি শেয়ারবাজার থেকে ফায়দা লুটতে চায়। যদি এই বুথফেরত জরিপগুলো মিথ্যা না হতো এবং বিজেপি হেরে না যেত—তাহলে বিজেপি নিজের লোকেদের দোষ দিত না। বিজেপি নেতাদের হতাশ মুখচ্ছবি থেকেই সত্য বেরিয়ে আসছে।’
ইন্ডিয়া জোটের অন্যতম এই অংশীদার আরও বলেন, বিজেপি নেতারা বুঝতে পারছেন যে চণ্ডীগড় মেয়র নির্বাচনের মতো পুরো দেশের ফলাফল পরিবর্তন করা যাবে না। কারণ, এবার বিরোধীরা পুরোপুরি সজাগ এবং জনগণের ক্ষোভও তুঙ্গে। তিনি বলেন, ‘বিজেপির সঙ্গে মিশে থাকা দুর্নীতিবাজ কর্মকর্তারাও সুপ্রিম কোর্টের সক্রিয়তা দেখার পর নির্বাচনে কারচুপি করার সাহস জোগাড় করতে পারবেন না এবং তাঁরা জনগণের ক্রোধের শিকার হতে চান না।’
উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন, লোকসভা নির্বাচন নিয়ে যে বুথফেরত জরিপ হয়েছে, সেটির মাধ্যমে জালিয়াতির সুযোগ তৈরি করতে পারে। এ ছাড়া, এই বুথফেরত জরিপের ফলাফলের মাধ্যমে বিজেপি শেয়ারবাজার থেকে ফায়দা লুটতে চায়। এরই মধ্যে ভারতের শেয়ারবাজারে তেজিভাব দেখা দিয়েছে বুথফেরত জরিপের ফলাফল প্রকাশের পর।
ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অখিলেশ যাদব বলেছেন—বিরোধী শিবির অনেক আগেই অভিযোগ করেছে, বিজেপিপন্থী গণমাধ্যমগুলো বুথফেরত জরিপে দেখাতে পারে যে, বিজেপি লোকসভায় ৩ শতাধিক আসন পাবে। তিনি বলেন, ‘যে বুথফেরত জরিপ মাসখানেক আগে তৈরি হয়েছে তা কেবল টেলিভিশন চ্যানেলগুলোতে দেখানোর ফলে নির্বাচনের ফলাফলে জালিয়াতির সুযোগ তৈরি করতে পারে।’
আজ রোববার উত্তর প্রদেশের সাবেক এই মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘বুথফেরত জরিপের ফলাফল ব্যবহার করে বিজেপি শেয়ারবাজার থেকে ফায়দা লুটতে চায়। কিন্তু বিজেপি নেতাদের হতাশায় মলিন মুখই আসল সত্যটা বলে দিচ্ছে।’ এ সময় তিনি দাবি করেন, ইন্ডিয়া জোট লোকসভা নির্বাচনে জিততে যাচ্ছে। এ সময় তিনি জোটের প্রার্থী এবং তাঁদের পোলিং এজেন্টদের ইভিএমের ভোট গণনার দিনটি ভালোভাবে পর্যবেক্ষণ করার আহ্বান জানান।
অখিলেশ যাদব তাঁর এক্স হ্যান্ডেলে শেয়ার করা এক টুইটে বলেছেন, ‘বুথফেরত জরিপের ঘটনাক্রম বুঝুন। বিরোধীরা আগেই বলেছিল যে বিজেপিপন্থী মিডিয়া বিজেপিকে অন্তত ৩০০ আসনে বিজয়ী দেখাবে, যা জালিয়াতির সুযোগ তৈরি করবে। আজকের বিজেপিপন্থী বুথফেরত জরিপ কয়েক মাস আগেই তৈরি করা হয়েছিল। চ্যানেলগুলো কেবল এখন তা প্রচার করেছে। এই বুথফেরত জরিপের মাধ্যমে জনগণের জনমতকে প্রতারিত করা হচ্ছে।’
সমাজবাদী পার্টির এই নেতা আরও বলেন, ‘এই বুথফেরত জরিপের ওপর ভিত্তি করে বিজেপি শেয়ারবাজার থেকে ফায়দা লুটতে চায়। যদি এই বুথফেরত জরিপগুলো মিথ্যা না হতো এবং বিজেপি হেরে না যেত—তাহলে বিজেপি নিজের লোকেদের দোষ দিত না। বিজেপি নেতাদের হতাশ মুখচ্ছবি থেকেই সত্য বেরিয়ে আসছে।’
ইন্ডিয়া জোটের অন্যতম এই অংশীদার আরও বলেন, বিজেপি নেতারা বুঝতে পারছেন যে চণ্ডীগড় মেয়র নির্বাচনের মতো পুরো দেশের ফলাফল পরিবর্তন করা যাবে না। কারণ, এবার বিরোধীরা পুরোপুরি সজাগ এবং জনগণের ক্ষোভও তুঙ্গে। তিনি বলেন, ‘বিজেপির সঙ্গে মিশে থাকা দুর্নীতিবাজ কর্মকর্তারাও সুপ্রিম কোর্টের সক্রিয়তা দেখার পর নির্বাচনে কারচুপি করার সাহস জোগাড় করতে পারবেন না এবং তাঁরা জনগণের ক্রোধের শিকার হতে চান না।’
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
৬ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১০ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৩ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
১৪ ঘণ্টা আগে