প্রচণ্ড তাপপ্রবাহে পুড়ছে উত্তর ভারতের বড় একটি অংশ। কোথাও কোথাও তাপমাত্রার পারদ ৫০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই। ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। গত বৃহস্পতিবারই উত্তর ভারতের বেশ কয়েকটি বড় শহরে তাপমাত্রা পৌঁছেছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার উত্তর ভারতের বেশ কয়েকটি শহরে তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। এমনকি রাজস্থানের বারমার শহরে তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ভারতের আবহাওয়া বিভাগ বলছে, খুব শিগগির এই তাপপ্রবাহ কমবে এমন সম্ভাবনা নেই। তারা বলছে, চলতি সপ্তাহের বুধবার নাগাদ এই অবস্থা চলতে পারে।
গরমের তীব্রতা এতটাই বেশি যে, তা বিদ্যুতের চাহিদার ওপরও চাপ সৃষ্টি করেছে। গত বুধবার দিল্লিতে বিদ্যুতের চাহিদা বেড়ে দাঁড়িয়েছিল ৮ হাজার মেগাওয়াটে, যা ভারতের রাজধানীর ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। দিল্লিতে চলতি সপ্তাহের বিগত কয়েক দিন থেকেই তাপমাত্রা ওঠানামা করছে ৪৫-৪৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, দিল্লিসহ উত্তর ভারতের শহরগুলোর বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় যেকোনো সময় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। এরই মধ্যে এসব শহরের হাসপাতাল, চিকিৎসা প্রতিষ্ঠানগুলো গরমসংক্রান্ত রোগ-বালাইয়ের জন্য প্রস্তুত করা হয়েছে।
দিল্লির একটি বিজ্ঞাপনী সংস্থায় কর্মরত ৩৪ বছরের যুবক রোহিত নায়ার বলেন, ‘এই গরম এক কথায় অসহনীয়। সারা দিনই ক্লান্তি বোধ হয়। এই বছর গরম এত বেশি যে, দিল্লি যেন আক্ষরিক অর্থেই ফুটছে।’ তিনি জানান, প্রয়োজন না হলে বিকেলের আগে তিনি বাসা থেকে বের হন না। তবে আক্ষেপর বিষয় হলো—ঘরের ভেতরেও অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছে।
প্রচণ্ড তাপপ্রবাহে পুড়ছে উত্তর ভারতের বড় একটি অংশ। কোথাও কোথাও তাপমাত্রার পারদ ৫০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই। ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। গত বৃহস্পতিবারই উত্তর ভারতের বেশ কয়েকটি বড় শহরে তাপমাত্রা পৌঁছেছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার উত্তর ভারতের বেশ কয়েকটি শহরে তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। এমনকি রাজস্থানের বারমার শহরে তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ভারতের আবহাওয়া বিভাগ বলছে, খুব শিগগির এই তাপপ্রবাহ কমবে এমন সম্ভাবনা নেই। তারা বলছে, চলতি সপ্তাহের বুধবার নাগাদ এই অবস্থা চলতে পারে।
গরমের তীব্রতা এতটাই বেশি যে, তা বিদ্যুতের চাহিদার ওপরও চাপ সৃষ্টি করেছে। গত বুধবার দিল্লিতে বিদ্যুতের চাহিদা বেড়ে দাঁড়িয়েছিল ৮ হাজার মেগাওয়াটে, যা ভারতের রাজধানীর ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। দিল্লিতে চলতি সপ্তাহের বিগত কয়েক দিন থেকেই তাপমাত্রা ওঠানামা করছে ৪৫-৪৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, দিল্লিসহ উত্তর ভারতের শহরগুলোর বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় যেকোনো সময় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। এরই মধ্যে এসব শহরের হাসপাতাল, চিকিৎসা প্রতিষ্ঠানগুলো গরমসংক্রান্ত রোগ-বালাইয়ের জন্য প্রস্তুত করা হয়েছে।
দিল্লির একটি বিজ্ঞাপনী সংস্থায় কর্মরত ৩৪ বছরের যুবক রোহিত নায়ার বলেন, ‘এই গরম এক কথায় অসহনীয়। সারা দিনই ক্লান্তি বোধ হয়। এই বছর গরম এত বেশি যে, দিল্লি যেন আক্ষরিক অর্থেই ফুটছে।’ তিনি জানান, প্রয়োজন না হলে বিকেলের আগে তিনি বাসা থেকে বের হন না। তবে আক্ষেপর বিষয় হলো—ঘরের ভেতরেও অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছে।
সিরিয়ায় দ্রুজ জনগোষ্ঠী-অধ্যুষিত সুয়েইদা প্রদেশে ৬ দিনের সহিংসতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। এদিকে দ্রুজ গোষ্ঠীকে রক্ষার নামে ওই অঞ্চলে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। এ পরিস্থিতিতে ওই প্রদেশে আবার সেনাসদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির ইসলামপন্থী সরকার।
৪৪ মিনিট আগেবোস্টনের জিলেট স্টেডিয়ামে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের কনসার্টে তখন সুর ও রোমাঞ্চের ঢেউ। কনসার্টের ‘কিস-ক্যাম’-এ একে একে ভেসে উঠছিল তরুণ-তরুণীদের উচ্ছ্বাস। এভাবেই এই ক্যামেরায় ধরা পড়েন প্রযুক্তিপ্রতিষ্ঠান ‘অ্যাস্ট্রোনমার’-এর সিইও অ্যান্ডি বায়রন ও সংস্থাটির চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবট।
৩ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ৫০ শতাংশ শুল্ক আরোপের কড়া সমালোচনা করে তা প্রতিরোধের অঙ্গীকার করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ‘ব্রাজিল কোনো কিছু চাপিয়ে দেওয়া মেনে নেবে না। আমরা আলোচনায় বিশ্বাসী, জবরদস্তিতে নয়।’
৫ ঘণ্টা আগেপালাতে পারেন—এমন আশঙ্কায় ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর গোড়ালিতে ইলেকট্রিক ট্যাগ লাগিয়েছে দেশটির ফেডারেল পুলিশ। এর আগে তাঁর বাসভবনে অভিযান চালিয়ে পাসপোর্টও জব্দ করা হয়েছে।
৫ ঘণ্টা আগে