Ajker Patrika

ভারতে গাড়িচাপা কাণ্ডে সরকারকে দায়িত্বশীল হতে নির্দেশ সুপ্রিম কোর্টের

কলকাতা প্রতিনিধি
ভারতে গাড়িচাপা কাণ্ডে সরকারকে দায়িত্বশীল হতে নির্দেশ সুপ্রিম কোর্টের

ভারতের উত্তর প্রদেশের লখিমপুরে গাড়িচাপা কাণ্ডে আটজন মৃত্যুর ঘটনায় বিজেপি সরকারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট। ঘটনার পরও অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় সুপ্রিম কোর্ট বলেছেন, সরকারের ভূমিকা মোটেই যথেষ্ট নয়। আজ সরকার সর্বোচ্চ আদালতকে ঘটনার পর গৃহীত ব্যবস্থাদি জানিয়েছে।

ঘটনার ভয়াবহতা লক্ষ্য করে আইনজীবীর চিঠি পেয়ে গতকাল স্বতঃপ্রণোদিত হয়ে প্রধান বিচারপতি এনভি রামানার ডিভিশন বেঞ্চ মামলা গ্রহণ করেন। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হলেও প্রতিমন্ত্রীর ছেলেকে এখনো কিছুই করা যায়নি। আজ তাঁকে থানায় ডাকা হলেও তিনি আসেননি। 

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে আশঙ্কা করা হচ্ছে, প্রতিমন্ত্রীর ছেলে নেপালে পালিয়ে গিয়েছেন। রাজ্য সরকার এরই মধ্যে এই ঘটনার তদন্তে সাবেক উচ্চ আদালতের বিচারপতির নেতৃত্বে কমিশন গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে। কিন্তু সর্বোচ্চ আদালত এতে সন্তুষ্ট নন। 

বর্ষীয়ান আইনজীবী হরিশ সালভেকে আজ প্রধান বিচারপতি ছাড়াও বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি হিমা কোহলির প্রশ্নবাণের সামনে পড়তে হয়।

আদালত জানান, কোনো বিশেষ ব্যক্তি বা তাঁর ছেলেকে আড়াল করার চেষ্টা বরদাশত করা হবে না। 

প্রধান বিচারপতির বলেন, সরকারে দায়িত্বশীল আচরণ আদালত প্রত্যাশা করেন। তবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে দিয়ে তদন্ত করার সম্মতি দেননি সর্বোচ্চ আদালত। কারণ এ ক্ষেত্রেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মতো প্রভাবশালীর বিষয়টি আদালতের বিবেচনায় আসে বলে আইনজীবীরা অনেকে মনে করেন। লখিমপুরের ঘটনায় সর্বোচ্চ আদালত যে কড়া অবস্থান নেবেন, এদিন সেটা স্পষ্ট হয়ে যায়। তাই উত্তর প্রদেশে বিধানসভা ভোটের আগে বেশ সংকটে ভারতের শাসক দল বিজেপি। 

উল্লেখ্য, গত রোববার কৃষক অবরোধ চলাকালে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র ও তাঁর ছেলে আশিস মিশ্রের গাড়িবহর চার কৃষককে পিষে মারে। পরে সংঘর্ষে ওক সাংবাদিকসহ মোট আটজনের মৃত্যু হয়। কৃষকদের অভিযোগ, প্রতিমন্ত্রীর ছেলে আশিস নিজে গাড়ি চালিয়ে হত্যা করেন আন্দোলনকারীদের। সামাজিক গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে তাঁকে দেখাও যায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত