Ajker Patrika

নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা বৃদ্ধি

নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন। ছবি: সংগৃহীত
নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন। ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে কথিত হামলা ও নির্যাতনের প্রতিবাদে আজ মঙ্গলবার দিল্লির নাগরিক সমাজের সদস্যরা হাইকমিশন অভিমুখে বিক্ষোভ মিছিলের আয়োজনের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। নয়া দিল্লির এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘আমরা বাংলাদেশ হাইকমিশনের বাইরে নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছি বিক্ষোভ মিছিলের কথা মাথায় রেখে। আইনশৃঙ্খলা ভঙ্গ করার অনুমতি কাউকেই দেওয়া হবে না।’

দিল্লির সিভিল সোসাইটি এবং আরও অনেক সংগঠন বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত নির্যাতনের প্রতিবাদ জানাতে বাংলাদেশ হাইকমিশনের উদ্দেশে একটি মিছিলের ডাক দিয়েছে।

এর আগে, গত ৩০ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের নিরাপত্তা বাড়ানো হয়। হাইকমিশনের আশপাশে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েনের পাশাপাশি বাড়ানো হয় সিসিটিভি নজরদারিও। এ ছাড়া, স্ট্রাইক ইউনিট ও পুলিশ কন্ট্রোল রুমের পেট্রল ভ্যানও সেখানে পাঠানো হয়।

এদিকে, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত আগস্টে শেখ হাসিনা সরকারের পর থেকেই বাংলাদেশ-ভারতের সম্পর্ক তলানিতে পৌঁছায়। এর পর থেকেই দুই দেশের মধ্যে ক্রমেই শীতলতা বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ গতকাল সোমবার ঢাকা সফর করে গেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। ভারতের পররাষ্ট্রসচিব বাংলাদেশের পররাষ্ট্রসচিব মোহাম্মদ জসিম উদ্দীনের সঙ্গে বৈঠক করেন। মিশ্রি সোমবার সকালে ভারতীয় বিমানবাহিনীর বিমানে করে এক দিনের সফরে ঢাকা পৌঁছান। হাসিনার ১৫ বছরের শাসনের অবসানের পর ঢাকায় এটি দিল্লির উচ্চপর্যায়ের প্রথম সফর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত