Ajker Patrika

বিশেষ মর্যাদা বাতিলের পর এই প্রথম কাশ্মীরে মোদি

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ১০: ৩০
বিশেষ মর্যাদা বাতিলের পর এই প্রথম কাশ্মীরে মোদি

ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর এই প্রথম উপত্যকা সফর করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বৃহস্পতিবার এই সফরে যান তিনি। সেখানে তিনি বলেন, নিজেদের স্বার্থে কংগ্রেস ও তার মিত্ররা জম্মু-কাশ্মীরের মানুষকে ভুল বুঝিয়েছে ৩৭০ অনুচ্ছেদের নামে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করা হয় ২০১৯ সালে। এর মধ্য দিয়ে কাশ্মীর বিশেষ মর্যাদা হারায়। পরে কেন্দ্রীয় সরকারের শাসনে আনা হয় অঞ্চলটিকে। ভারত সরকারের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় সেখানে ব্যাপক বিক্ষোভ হয়। এর প্রায় পাঁচ বছর পর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জনসভায় যোগ দিতে মোদি সেখানে গেলেন। সভায় মোদি বলেন, ‘এটা নতুন কাশ্মীর। এই কাশ্মীর দেখার জন্য দশকের পর দশক অপেক্ষায় ছিলাম।’

এই সভায় প্রধান বিরোধী দল কংগ্রেসকে আক্রমণ করেন মোদি। তিনি বলেন, ‘নিজেদের স্বার্থে কংগ্রেস দেশকে ভুল পথে নিয়েছে ৩৭০ অনুচ্ছেদ ব্যবহার করে। এই অনুচ্ছেদ ব্যবহার করে কী মানুষের উপকার হয়েছে? এই অনুচ্ছেদের কারণে উপকার হয়েছে কয়েকটি রাজনৈতিক পরিবারের। 

মূলত এই বক্তব্যের মধ্য দিয়ে কংগ্রেস ছাড়াও জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লাহকে আক্রমণ করেছেন মোদি। 

মোদির এই সভাকে ঘিরে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। ফারুক আবদুল্লাহ বলেন, মোদি তার প্রতিটি বক্তব্যে কাশ্মীরের স্থানীয় রাজনীতিকে আক্রমণ করেন। যদি ৩৭০ অনুচ্ছেদ খারাপ হয়, তবে গোলাম নবী আজাদের রাজ্যসভা ও লোকসভায় দেওয়া ভাষণটি শুনুন। এখানে তিনি গুজরাট ও জম্মু-কাশ্মীরের পার্থক্য তুলে ধরেছেন। 

মোদির পরিবারতন্ত্র নিয়ে বক্তব্যের সমালোচনা করেছেন আবদুল্লাহ। তিনি বলেন, ‘জনগণ আমাকে ভোট দেয়নি বলে হেরে গেছি। তাহলে এখন পরিবারতন্ত্র কোথায়?’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত