Ajker Patrika

মার্কিন এমপির আজাদ কাশ্মীর সফরের নিন্দা জানাল ভারত

মার্কিন এমপির আজাদ কাশ্মীর সফরের নিন্দা জানাল ভারত

মার্কিন কংগ্রেসের নারী সদস্য ইলহান ওমরের পাকিস্তান-অধিকৃত কাশ্মীর সফরের নিন্দা জানিয়েছে ভারত। গতকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) থেকে পাকিস্তানে চার দিনের সফর শুরু করেছেন ইলহান। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তাঁর উত্তরসূরি শাহবাজ শরিফের সঙ্গেও দেখা করেছেন। 

পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে ইলহানের সফর সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ‘এটা নিন্দনীয়’। 

মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ‘যদি এই ধরনের রাজনীতিবিদ বাড়িতে তাঁর সংকীর্ণ মানসিকতার রাজনীতি অনুশীলন করতে চান তবে সেটা তাঁর ব্যাপার। তবে সেটি করতে গিয়ে আমাদের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করা হলে সেটি তখন আমাদের ইস্যু হয়ে দাঁড়ায়। এটা নিন্দনীয়।’ 

 ২০-২৪ এপ্রিল পর্যন্ত সফরে ইলহান ওমর ইসলামাবাদে রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কিছু অংশ পরিদর্শন করবেন। এ ব্যাপারে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, এ মার্কিন কংগ্রেস ওম্যান পাকিস্তানের সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কে আরও বেশি বোঝার জন্য লাহোর এবং ‘আজাদ জম্মু ও কাশ্মীর’ সফর করবেন। 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের ক্ষেত্রে কাশ্মীর বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ইলহানের বৈঠকেও বিষয়টি উঠে এসেছে। 

বৈঠকের ব্যাপারে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সাংবাদিকদের বলেছেন, ইলহান ওমরের (৩৯) সঙ্গে কাশ্মীর ইস্যু উত্থাপন করেছিলেন। 

ইলহান বরাবরই ভারতের মানবাধিকার পরিস্থিতির একজন কঠোর সমালোচক। তিনি জম্মু ও কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধান চান। এই অঞ্চলটিকে তার অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচন এবং সামাজিক অগ্রগতির দিকে এগিয়ে যেতে এ সমস্যার সমাধান জরুরি বলে বৈঠকে উল্লেখ করেছেন তিনি। ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার প্রতিবেদনে এমনটিই বলা হয়েছে। 

পার্লামেন্টে আস্থা ভোটে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান এর পেছনে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। এর পরিপ্রেক্ষিতে ইলহান ওমরের এই সফর মূলত পাক-মার্কিন সম্পর্ক পুনরুদ্ধারেরই প্রচেষ্টা। 

ইলহান ওমর মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটিক পার্টি থেকে মিনেসোটার প্রতিনিধিত্ব করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত