কলকাতা প্রতিনিধি
ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন গ্রামাঞ্চলের স্থানীয় প্রশাসন বা গ্রাম পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। রাজনৈতিক উত্তেজনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অসংসদীয় শব্দের ব্যবহার। আগামী বছরের মার্চ-এপ্রিল মাস নাগাদ পশ্চিমবঙ্গ রাজ্যের তিন স্তর বিশিষ্ট পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বুধবার নির্বাচনকে সামনে রেখে খসড়া ভোটার তালিকাও প্রকাশ করা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের ততপরতা শুরু হতেই বেড়ে গিয়েছে রাজনৈতিক উত্তেজনা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতৃত্বের ‘দুই কান মলে দেওয়ার’ হুমকি দিচ্ছেন, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলছেন, পঞ্চায়েতে তৃণমূলকে ‘জুতো মেরে’ তাড়াতে হবে। কম যায় না বিজেপিও। দলটির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ তৃণমূল নেতাদের ‘বুকে পা তুলে দেবেন’ বলে হুমকি দিয়েছেন। পাল্টা হুমকিতে তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে, ‘ঘুমপাড়ানি গুলি’র হুমকি। সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের ৬ মাস আগে থেকেই অশালীন ভাষার প্রয়োগ রাজ্যের রাজনৈতিক পরিবেশকেই বিষিয়ে তুলছে।
গত মঙ্গলবার বীরভূম জেলায় দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম দলীয় কর্মীদের বলেছেন, ‘ঝান্ডার ডান্ডা মোটা করতে হবে, কাস্তেতে শান দিতে হবে। তৃণমূলের যে সব নেতারা ডুবে ডুবে জল খায়, তাদের এবার একেবারে ডুবিয়ে দিতে হবে, যাতে আর ভাসতে না পারে।’
তৃণমূল নেতারাও কম যান না। বর্ধমান জেলার তৃণমূলের সহসভাপতি দেবু টু়ডু দলীয় কর্মীদের উদ্দেশে বলেছেন, ‘কেন্দ্রীয় সরকার টাকা না দিলে বিজেপি নেতাদের বেঁধে রাখুন।’ তারই সূত্র ধরে আজ বুধবার মেদিনীপুরে দলীয় কর্মসূচিতে অংশ নিতে গেলে বিজেপি নেতা দিলীপ ঘোষের সামনে তৃণমূল কর্মীরা ‘চোর চোর’ বলে স্লোগান দেন। দিলীপের পাল্টা কটাক্ষ, ‘সকাল সকাল চোরেদের মুখ দেখতে হলো আমায়। বুকে পা তুলে দেব।’ দিলীপ ঘোষের এমন মন্তব্যের জবাবে তৃণমূলের বিধায়ক অজিত মাইতি বলেছেন, ‘হাতি পাগলা হয়ে গেলে যেভাবে ঘুমপাড়ানি গুলি দিয়ে কাবু করা হয়, দিলীপ ঘোষকেও ঘুমপাড়ানি গুলি দিয়ে কাবু করা হবে।’
এরই মধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে হাইকোর্টে মামলা করার হুমকি দিয়েছেন। সব মিলিয়ে দুর্গা পূজার রেশ কাটিয়ে কালী পূজা আসার আগেই রাজনৈতিক উত্তেজনায় টগবগ করছে পশ্চিমবঙ্গ। নেতারা সেই উত্তেজনা জিইয়ে রাখতেই ভাষা প্রয়োগে হারাচ্ছেন শালীনতা।
ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন গ্রামাঞ্চলের স্থানীয় প্রশাসন বা গ্রাম পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। রাজনৈতিক উত্তেজনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অসংসদীয় শব্দের ব্যবহার। আগামী বছরের মার্চ-এপ্রিল মাস নাগাদ পশ্চিমবঙ্গ রাজ্যের তিন স্তর বিশিষ্ট পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বুধবার নির্বাচনকে সামনে রেখে খসড়া ভোটার তালিকাও প্রকাশ করা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের ততপরতা শুরু হতেই বেড়ে গিয়েছে রাজনৈতিক উত্তেজনা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতৃত্বের ‘দুই কান মলে দেওয়ার’ হুমকি দিচ্ছেন, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলছেন, পঞ্চায়েতে তৃণমূলকে ‘জুতো মেরে’ তাড়াতে হবে। কম যায় না বিজেপিও। দলটির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ তৃণমূল নেতাদের ‘বুকে পা তুলে দেবেন’ বলে হুমকি দিয়েছেন। পাল্টা হুমকিতে তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে, ‘ঘুমপাড়ানি গুলি’র হুমকি। সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের ৬ মাস আগে থেকেই অশালীন ভাষার প্রয়োগ রাজ্যের রাজনৈতিক পরিবেশকেই বিষিয়ে তুলছে।
গত মঙ্গলবার বীরভূম জেলায় দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম দলীয় কর্মীদের বলেছেন, ‘ঝান্ডার ডান্ডা মোটা করতে হবে, কাস্তেতে শান দিতে হবে। তৃণমূলের যে সব নেতারা ডুবে ডুবে জল খায়, তাদের এবার একেবারে ডুবিয়ে দিতে হবে, যাতে আর ভাসতে না পারে।’
তৃণমূল নেতারাও কম যান না। বর্ধমান জেলার তৃণমূলের সহসভাপতি দেবু টু়ডু দলীয় কর্মীদের উদ্দেশে বলেছেন, ‘কেন্দ্রীয় সরকার টাকা না দিলে বিজেপি নেতাদের বেঁধে রাখুন।’ তারই সূত্র ধরে আজ বুধবার মেদিনীপুরে দলীয় কর্মসূচিতে অংশ নিতে গেলে বিজেপি নেতা দিলীপ ঘোষের সামনে তৃণমূল কর্মীরা ‘চোর চোর’ বলে স্লোগান দেন। দিলীপের পাল্টা কটাক্ষ, ‘সকাল সকাল চোরেদের মুখ দেখতে হলো আমায়। বুকে পা তুলে দেব।’ দিলীপ ঘোষের এমন মন্তব্যের জবাবে তৃণমূলের বিধায়ক অজিত মাইতি বলেছেন, ‘হাতি পাগলা হয়ে গেলে যেভাবে ঘুমপাড়ানি গুলি দিয়ে কাবু করা হয়, দিলীপ ঘোষকেও ঘুমপাড়ানি গুলি দিয়ে কাবু করা হবে।’
এরই মধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে হাইকোর্টে মামলা করার হুমকি দিয়েছেন। সব মিলিয়ে দুর্গা পূজার রেশ কাটিয়ে কালী পূজা আসার আগেই রাজনৈতিক উত্তেজনায় টগবগ করছে পশ্চিমবঙ্গ। নেতারা সেই উত্তেজনা জিইয়ে রাখতেই ভাষা প্রয়োগে হারাচ্ছেন শালীনতা।
এটাই সফলভাবে জন্ম নেওয়া কোনো শিশুর সবচেয়ে বেশি সময় ধরে হিমায়িত ভ্রূণ হিসেবে থাকার রেকর্ড। এর আগে ১৯৯২ সালে হিমায়িত হওয়া একটি ভ্রূণ থেকে ২০২২ সালে জন্ম নেওয়া যমজ শিশুরাই ছিল এই রেকর্ডের ধারক।
৪ ঘণ্টা আগেমৃত্যুর সময় আদেলের শরীর ছিল শীর্ণ, পেট ছিল ভেতরের দিকে ঢোকানো, হাড়গুলো বেরিয়ে এসেছিল আর মুখ ছিল ফ্যাকাশে। তাঁর এই দুর্বল দেহ গাজার ফিলিস্তিনিদের ওপর চলা ক্ষুধার যুদ্ধের এক করুণ সাক্ষী। ইসরায়েলের অবিরাম হামলার কারণে সেখানে হাসপাতালগুলোতে চিকিৎসা ও মানবিক সহায়তা দেওয়া কঠিন হয়ে পড়েছে।
৫ ঘণ্টা আগেসম্প্রতি দেশটির সরকার ভিসা প্রক্রিয়া সহজ করার ঘোষণা দেওয়ায় আশাবাদী হচ্ছেন ভ্রমণপ্রেমীরা। তবে গত এপ্রিলে নতুন নিয়মের ঘোষণা এলেও এখনো এটি বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট তারিখ জানানো হয়নি।
৬ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় বড়দিন উদ্যাপিত হয় বছরে দুবার। একবার ডিসেম্বরের প্রচলিত দিনে, আরও একবার দেশটির শীতের মাস জুলাইয়ে। ‘ক্রিসমাস ইন জুলাই’ এখন শুধু একটি ট্রেন্ড নয়, এটি অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় ঐতিহ্যে পরিণত হয়েছে।
৭ ঘণ্টা আগে