নিজের মাদকাসক্ত ছেলেকে বাঁচাতে না পারার আক্ষেপ করেছেন ভারতের আবাসন ও নগর উন্নয়ন দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী ও উত্তর প্রদেশের মোহনলালগঞ্জের বিজেপি সংসদ সদস্য কৌশল কিশোর। তিনি আক্ষেপ করে বলেছেন, ‘আমি আমার ছেলেকে বাঁচাতে পারিনি।’
গতকাল শনিবার উত্তর প্রদেশের লম্ভুয়া বিধানসভা কেন্দ্রে নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। আজ রোববার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কৌশল কিশোর আক্ষেপ করে বলেন, ‘মাদকাসক্ত অফিসারের চেয়ে রিকশাচালক কিংবা শ্রমিক বিয়ের পাত্র হিসেবে অনেক ভালো। কেননা একজন মাদকাসক্তের আয়ুষ্কাল কম।’ তিনি মেয়ে ও বোনদের মাদকাসক্ত ছেলের কাছে বিয়ে না দেওয়ার অনুরোধ জানান।
নিজের ব্যক্তিজীবনের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বিজেপির এই সংসদ সদস্য বলেন, ‘আমি আমার ছেলে আকাশ কিশোরকে বাঁচাতে পারিনি। আমি সংসদ সদস্য ও আমার স্ত্রী বিধায়ক হওয়া সত্ত্বেও আমরা আমাদের সন্তানের জীবন বাঁচাতে পারিনি। সাধারণ মানুষ তাহলে কী করবেন?’
কৌশল কিশোর বলেন, ‘আমার ছেলে বন্ধুদের সঙ্গে মদপান করত। এটা তাঁর একদম অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। তাঁকে ফিরিয়ে আনতে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। ভেবেছিলাম সে হয়তো বদঅভ্যাস ছেড়ে দেবে। এর ছয় মাস পর তাঁকে বিয়েও দিয়েছিলাম। কিন্তু সে আবারও মদপানে জড়ায় এবং মৃত্যুর দিকে এগিয়ে যায়। গত ২ বছর আগে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর সময় তাঁর দুই বছর বয়সী ছেলে সন্তান রেখে গেছে। আমি আমার ছেলেকে বাঁচাতে পারলাম না এবং ছেলের বউকে বিধবা হতে দেখলাম। আপনাদের উচিত নিজেদের মেয়ে ও বোনদের রক্ষা করা, মাদকাসক্ত ছেলের সঙ্গে বিয়ে না দেওয়া।’
মন্ত্রী বলেন, ‘স্বাধীনতা আন্দোলনে ৯০ বছরে ব্রিটিশের সঙ্গে যুদ্ধে ৬ লাখ ৩২ হাজার মানুষ জীবন দিয়েছিল। অথচ মাদকের ছোবলে প্রতি বছর ভারতে প্রাণ যাচ্ছে ২০ লাখ মানুষের।’ তিনি জানান, ক্যানসারে আক্রান্ত হয়ে যারা মারা যায় এদের ৮০ শতাংশই তামাক, সিগারেট ও বিড়িতে আসক্ত। পরিবারকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচানোর অনুরোধ জানান তিনি।
জেলাকে মাদকমুক্ত করতে বিদ্যালয়গুলোতে মাদকবিরোধী প্রচারণা চালানোর পরামর্শ দিয়ে কৌশল কিশোর বলেন, ‘সকালের প্রার্থনার সময়ই শিশুদের মাদকবিরোধী নির্দেশনা দিতে হবে।’
নিজের মাদকাসক্ত ছেলেকে বাঁচাতে না পারার আক্ষেপ করেছেন ভারতের আবাসন ও নগর উন্নয়ন দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী ও উত্তর প্রদেশের মোহনলালগঞ্জের বিজেপি সংসদ সদস্য কৌশল কিশোর। তিনি আক্ষেপ করে বলেছেন, ‘আমি আমার ছেলেকে বাঁচাতে পারিনি।’
গতকাল শনিবার উত্তর প্রদেশের লম্ভুয়া বিধানসভা কেন্দ্রে নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। আজ রোববার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কৌশল কিশোর আক্ষেপ করে বলেন, ‘মাদকাসক্ত অফিসারের চেয়ে রিকশাচালক কিংবা শ্রমিক বিয়ের পাত্র হিসেবে অনেক ভালো। কেননা একজন মাদকাসক্তের আয়ুষ্কাল কম।’ তিনি মেয়ে ও বোনদের মাদকাসক্ত ছেলের কাছে বিয়ে না দেওয়ার অনুরোধ জানান।
নিজের ব্যক্তিজীবনের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বিজেপির এই সংসদ সদস্য বলেন, ‘আমি আমার ছেলে আকাশ কিশোরকে বাঁচাতে পারিনি। আমি সংসদ সদস্য ও আমার স্ত্রী বিধায়ক হওয়া সত্ত্বেও আমরা আমাদের সন্তানের জীবন বাঁচাতে পারিনি। সাধারণ মানুষ তাহলে কী করবেন?’
কৌশল কিশোর বলেন, ‘আমার ছেলে বন্ধুদের সঙ্গে মদপান করত। এটা তাঁর একদম অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। তাঁকে ফিরিয়ে আনতে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। ভেবেছিলাম সে হয়তো বদঅভ্যাস ছেড়ে দেবে। এর ছয় মাস পর তাঁকে বিয়েও দিয়েছিলাম। কিন্তু সে আবারও মদপানে জড়ায় এবং মৃত্যুর দিকে এগিয়ে যায়। গত ২ বছর আগে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর সময় তাঁর দুই বছর বয়সী ছেলে সন্তান রেখে গেছে। আমি আমার ছেলেকে বাঁচাতে পারলাম না এবং ছেলের বউকে বিধবা হতে দেখলাম। আপনাদের উচিত নিজেদের মেয়ে ও বোনদের রক্ষা করা, মাদকাসক্ত ছেলের সঙ্গে বিয়ে না দেওয়া।’
মন্ত্রী বলেন, ‘স্বাধীনতা আন্দোলনে ৯০ বছরে ব্রিটিশের সঙ্গে যুদ্ধে ৬ লাখ ৩২ হাজার মানুষ জীবন দিয়েছিল। অথচ মাদকের ছোবলে প্রতি বছর ভারতে প্রাণ যাচ্ছে ২০ লাখ মানুষের।’ তিনি জানান, ক্যানসারে আক্রান্ত হয়ে যারা মারা যায় এদের ৮০ শতাংশই তামাক, সিগারেট ও বিড়িতে আসক্ত। পরিবারকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচানোর অনুরোধ জানান তিনি।
জেলাকে মাদকমুক্ত করতে বিদ্যালয়গুলোতে মাদকবিরোধী প্রচারণা চালানোর পরামর্শ দিয়ে কৌশল কিশোর বলেন, ‘সকালের প্রার্থনার সময়ই শিশুদের মাদকবিরোধী নির্দেশনা দিতে হবে।’
ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির ওপর চাপ বাড়ছে। এরই মধ্যে এই দাবিতে দেশটির ৯টি রাজনৈতিক দলের ২২০ জন এমপি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে একটি চিঠি লিখেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেইসরায়েলি সামরিক বাহিনীর গোয়েন্দাদের জন্য আরবি ভাষা ও ইসলামিক জ্ঞানার্জন বাধ্যতামূলক করা হয়েছে। মূলত ২০২৩ সালের ৭ অক্টোবর গোয়েন্দা ব্যর্থতার পরিপ্রেক্ষিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গোয়েন্দা শাখার সব সৈনিক ও কর্মকর্তার জন্য আরবি ভাষা এবং ইসলামিক স্টাডিজ প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছে।
১ ঘণ্টা আগেঘরে-বাইরে চাপের মুখে থাকলেও লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরায়েলে ‘এক টনও’ কয়লা রপ্তানি না করা সিদ্ধান্তের ব্যাপারে অটল। গত বৃহস্পতিবার তিনি এই অবস্থান ব্যক্ত করেন। তিনি এমন এক সময়ে এই নির্দেশ দিলেন, যখন ইসরায়েলি অবরোধের কারণে গাজায় লাখো মানুষ দিনের পর দিন না খেয়ে আছে।
২ ঘণ্টা আগেফিলিস্তিনিদের ওপর ইসরায়েল আরোপিত দুর্ভিক্ষের ছবি যখন বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করছে, তখন ভারত ও ইসরায়েলের সামরিক কর্মকর্তারা সম্পর্ক আরও গভীর ও জোরদার করার অঙ্গীকার করেছেন। গাজায় ইসরায়েলি আগ্রাসনের ফলে ৫৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশ ও অনেক আন্তর্জাতিক অধিকার সংস্থা...
২ ঘণ্টা আগে