Ajker Patrika

পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে ভারতের ২৭ রাজ্যে সামরিক মহড়া

কলকাতা প্রতিনিধি  
ডাল লেকে সাধারণ মানুষকে নিয়ে মহড়ায় এসডিআরএফ। ছবি: পিটিআই
ডাল লেকে সাধারণ মানুষকে নিয়ে মহড়ায় এসডিআরএফ। ছবি: পিটিআই

পেহেলগাম হামলার পর পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে উদ্ভূত হুমকির কারণে ২৭টি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের ২৪৪টি জেলায় মক ড্রিল বা সামরিক মহড়ার নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামীকাল মঙ্গলবার (৭ মে) এটি অনুষ্ঠিত হবে। কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যকে দেওয়া নির্দেশনায় বলা হয়, পাকিস্তানের সম্ভাব্য হামলা বা আক্রমণের পূর্বপ্রস্তুতি হিসেবে এই মক ড্রিল করানোর কথা বলা হয়েছে।

মক ড্রিল অনুষ্ঠিত হবে এমন রাজ্যগুলোর মধ্যে রয়েছে সীমান্তবর্তী রাজ্য জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, হিমাচল প্রদেশ এবং গুজরাট। এই মহড়াগুলোতে সাধারণ নাগরিক এবং ছাত্র-ছাত্রীরা অংশ নেবেন।

কেন্দ্রের নির্দেশনায় যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে কী কী পদক্ষেপ নিতে হবে তার জন্য সাধারণ জনগণের প্রস্তুতির ওপর জোর দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—

১. এয়ার রেড সাইরেন ব্যবস্থাকে অপারেশনাল করার নির্দেশ।

২. আচমকা হামলা হলে কীভাবে আত্মরক্ষা করতে হবে তার জন্য সাধারণ মানুষ ও ছাত্রদের মক ড্রিল।

৩. যেকোনো মুহূর্তে ব্ল্যাক আউটের জন্য প্রস্তুত থাকার নির্দেশ।

৪. বিশেষ বিশেষ কারখানা এবং সংস্থাকে বাঁচাতে ক্যামোফ্লেজের প্রস্তুতি।

৫. হামলা হলে মুহূর্তের মধ্যে এলাকা খালি করার জন্য মক ড্রিলের নির্দেশ।

এরই মধ্যে কেন্দ্রের নির্দেশের পরেই ফিরোজপুরে মক ড্রিল শুরু হয়েছে এবং পাঞ্জাবেও ব্ল্যাক আউটের মক ড্রিল করা হয়েছে বলে জানা গেছে। কেন্দ্র প্রত্যেক রাজ্যকে এই মক ড্রিল করানোর নির্দেশ দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত