Ajker Patrika

ত্রিপুরায় উপনির্বাচনে ব্যাপক সহিংসতার অভিযোগ

কলকাতা প্রতিনিধি
ত্রিপুরায় উপনির্বাচনে ব্যাপক সহিংসতার অভিযোগ

ভারতের ত্রিপুরা রাজ্যে ৪টি আসনের উপনির্বাচনে সহিংসতার খবর পাওয়া গেছে। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন এক পুলিশ সদস্য। তবে সহিংসতার মধ্যেও নির্বাচনে ৭৬ শতাংশেরও বেশি ভোট পড়েছে। বিকেল পাঁচটায় ভোট দেওয়ার সময় পেরিয়ে গেলেও কেন্দ্রের বাইরে লোকজনদের টোকেন হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। 

যে ৪ আসনে উপনির্বাচন হলো সেগুলো হলো—আগরতলা, বড়দোয়ালি, সুরমা ও যুবরাজ নগর আসন। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। কোনো ধরনের সহিংসতা ছাড়া দিনের শুরু হলেও দ্রুতই পরিস্থিত বদলে যেতে থাকে। সকালে আগরতলার একটি বুথে ভোট দিতে গিয়ে দুর্বৃত্তদের হাতে ছুরিকাঘাতে আহত হন এক পুলিশ সদস্য। 

বিরোধীদের অভিযোগ—বিজেপির বহিরাগত দুর্বৃত্তরাই এই হামলা চালিয়েছে। মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার বিরুদ্ধেও নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছেন তাঁর প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী আশিস সাহা। কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী ও সাবেক মন্ত্রী সুদীপ রায় বর্মণের অভিযোগ, ‘মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করছে বিজেপি।’ তবে, মুখ্যমন্ত্রী মানিক সাহার দাবি, ‘মানুষ উৎসবের মেজাজে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে।’ 

ত্রিপুরার পাশাপাশি আজ অন্ধ্রপ্রদেশ, ঝাড়খন্ড ও দিল্লির একটি করে বিধানসভা কেন্দ্রে এবং তিনটি লোকসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু ত্রিপুরার বাইরে কোথাও বড় ধরনের গোলমালের খবর নেই। আগামী ২৬ জুন এসব নির্বাচনের ফলাফল জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত