Ajker Patrika

আপনি বেঁচে আছেন, সেই কৃতিত্ব প্রধানমন্ত্রী মোদির: বিহারের মন্ত্রী

আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৭: ৩১
আপনি বেঁচে আছেন, সেই কৃতিত্ব প্রধানমন্ত্রী মোদির: বিহারের মন্ত্রী

বিহারের মন্ত্রী রাম সুরত রাই গত শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করতে গিয়ে তাঁকেই করোনার টিকা তৈরির কৃতিত্ব দিয়েছেন। শুধু তা-ই নয়, বিনা মূল্যে টিকা দেওয়ায় ভারতীয় জীবন বাঁচানোর কৃতিত্বও প্রধানমন্ত্রীর মোদির বলে জানিয়েছেন তিনি। 

বিহার রাজ্যের মুজাফফরপুরে একটি জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন রাম সুরত রাই। 

বক্তৃতায় তিনি বলেন, ‘আপনি বেঁচে আছেন, এর কৃতিত্ব নরেন্দ্র মোদির। তিনি কোভিড মহামারি চলাকালীন টিকা তৈরি করেছিলেন এবং দেশের মানুষকে বিনা মূল্যে ডোজ দিয়েছিলেন।’ 

বিহারের এই বিজেপি নেতা বলেন, বেশ কয়েকটি দেশ এখনো মহামারির অর্থনৈতিক প্রভাবের সঙ্গে লড়াই করছে। তবে ভারতে অর্থনীতিকে শক্তিশালী করার জন্য দ্রুত গতিতে কাজ করা হচ্ছে। তিনি বলেন, ‘পাকিস্তানিদের সঙ্গে কথা বলে দেখুন—আমরা টেলিভিশন রিপোর্টের মাধ্যমে সেখানকার পরিস্থিতি দেখছি। আমরা ভারতীয়রা এখনো শান্তিতে আছি।’ 

ভারতে গণটিকাদান কর্মসূচি শুরু হওয়ার ১৮ মাস পর চলতি বছরের ১৭ জুলাই ২০০ কোটি ডোজ টিকা দেওয়ার মাইলফলক অতিক্রম করেছে। 

স্বাধীনতা দিবসের আগে, কেন্দ্র সরকার চলতি বছরের ১৫ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের বিনা মূল্যে টিকা দেওয়ার একটি বিশেষ কর্মসূচি ঘোষণা দিয়েছে। 

প্রধানমন্ত্রী মোদি চলতি মাসের শুরুতে বলেছিলেন, ১৮ বছরের বেশি বয়সী সব নাগরিককে কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত