Ajker Patrika

ভারতের ভবন ও ছাদধসের পৃথক ঘটনায় নিহত ৬

অনলাইন ডেস্ক
আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ০৯: ৩২
দিল্লির সেই ধসে পড়া ভবন। ছবি: সংগৃহীত
দিল্লির সেই ধসে পড়া ভবন। ছবি: সংগৃহীত

ভারতের দিল্লির মুস্তফাবাদ এলাকায় আজ শনিবার ভোরে এক ভবনধসের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এই দুর্ঘটনার দৃশ্য। ঘটনাস্থলে দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ও পুলিশ উদ্ধারকাজ শুরু করেছে। এর আগে উত্তর প্রদেশে ঝড়ের সময় ঘরের ছাদ ধসে আরও দুজন নিহত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, উত্তর-পূর্ব দিল্লি পুলিশের অতিরিক্ত ডিসিপি সন্দীপ লাম্বা চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারের পর আহত চারজন মারা যায়। আরও কয়েকজন আটকা পড়েছে বলেও জানান তিনি।

ডিসিপি লাম্বা ভারতীয় সংবাদ সংস্থা এএনআই বলেছেন, ‘আজ শনিবার ভোররাত ৩টা নাগাদ এ দুর্ঘটনা ঘটে। ১৪ জনকে উদ্ধার করা হয়েছে, কিন্তু তাদের মধ্যে চারজন মারা গেছে। ভবনটি চারতলা ছিল। উদ্ধারকাজ চলছে। ধ্বংসস্তূপের ভেতরে এখনো ৮-১০ জন আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।’

ডিভিশনাল ফায়ার অফিসার রাজেন্দ্র আটওয়াল জানান, আজ শনিবার ভোর ২টা ৫০ মিনিট নাগাদ ভবনধসের খবর আসে। তিনি বলেন, ‘ভোররাত ২টা ৫০ মিনিট নাগাদ আমাদের কাছে ভবন ধসে পড়ার খবর আসে। আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি পুরো ভবনটি ধসে পড়েছে এবং লোকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। এনডিআরএফ, দিল্লি ফায়ার সার্ভিস উদ্ধারকাজে নিয়োজিত।’

এর আগে, গতকাল শুক্রবার রাতে দিল্লিজুড়ে ভারী বৃষ্টি ও বজ্রসহ ঝড় হয়েছিল। এর কয়েক ঘণ্টা পরই এই ভবনধসের ঘটনা ঘটল। এক প্রত্যক্ষদর্শী জানান, ধসে পড়া বাড়িটিতে ‘দুজন পুরুষ ও দুই নারী’ থাকতেন। এএনআই এক প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে বলেছে, ‘নারীদের একজন বাড়িটির বড় পুত্রবধূ, তাঁর তিন সন্তান এবং ছোট পুত্রবধূর তিন সন্তান। এই মুহূর্তে আমরা কিছুই জানি না। তাদের কোথাও দেখা যাচ্ছে না।’

গত সপ্তাহে মধু বিহার থানা এলাকার কাছে নির্মাণাধীন একটি ভবনের দেয়ালধসে একজন নিহত এবং দুজন আহত হয়েছিলেন। সে সময় প্রবল ধূলিঝড় হচ্ছিল। পুলিশ জানিয়েছে, দেয়ালটি ছয়তলা নির্মাণাধীন একটি ভবনের ছিল।

পূর্ব দিল্লির অতিরিক্ত ডেপুটি কমিশনার অব পুলিশ বিনীত কুমার বলেন, ‘ঘটনার দিন সন্ধ্যা ৭টা নাগাদ আমরা একটি পিসিআর কল পাই। ঘটনাস্থলে পৌঁছে আমরা দেখি, ধূলিঝড়ের সময় ছয়তলা নির্মাণাধীন একটি ভবনের দেওয়াল ধসে পড়েছে। একজন মারা গেছেন এবং দুজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় উত্তর প্রদেশের মীরাটের লিসারি গেট এলাকায় শক্তিশালী ঝড়ের সময় বসতঘরের ছাদ ধসে একই পরিবারের দুই সদস্য নিহত ও তিনজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এতে এক মা ও তাঁর ৯ মাস বয়সী মেয়ে নিহত হয়।

আহতদের জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কাজ শুরু করে। ধ্বংসস্তূপের নিচ থেকে আটকে পড়াদের বের করে আনে তারা। নিহতরা আহমেদনগরের গলি নম্বর ১৫-এর বাসিন্দা। তারা হলো—রুখসার (২৫) ও তাঁর মেয়ে মাহিরা (৯ মাস)। থানার ইনচার্জ সুভাষ চন্দ্র গৌতম পিটিআইকে এ তথ্য জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত