প্রতিনিধি, কলকাতা
কলকাতায় আরও এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। বৃহস্পতিবার দমদম বিমানবন্দরের কাছে বারাসাত থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জেএমবি সদস্য হলেন, রাহুল সেন ওরফে রাহুল কুমার ওরফে লালু সেন।
গত রবিবার কলকাতার হরিদেবপুর থেকে গ্রেপ্তার নাজিউর রহমান ওরফে জোসেফ, মিকাইল খান ওরফে সাব্বির ও রবিউল ইসলামকে জেরা করেই রাহুলের খোঁজ পায় এসটিএফ। রাহুলের কাছ থেকে দুইটি ল্যাপটপ, একটি আইপ্যাড ও দুইটি মোবাইল ফোনও উদ্ধার করেছে এসটিএফ।
গোয়েন্দা সূত্রে খবর, এর আগে বেআইনি অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশেও গ্রেপ্তার হয়েছিল রাহুল। বাংলাদেশের জেলে থাকার সময়ই নব্য জেএমবি নেতা আনসার আলী ওরফে হৃদয় এবং আল আমিনের সঙ্গে তার যোগাযোগ হয়। জেএমবির কার্যকলাপের জন্য রাহুলের মাধ্যমেই হুন্ডিতে টাকা আসত রাহুলের মাধ্যমে। সেই রিজাউলদের নকল পরিচয়পত্র করে দেওয়া থেকে শুরু করে অন্যান্য কাজে সাহায্য করত সে।
রাহুলের মা সন্ধ্যা সেন জানিয়েছেন, তিনি ছেলের জঙ্গি-যোগের বিষয়ে কিছুই জানতেন না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, রাহুলের স্ত্রী বাংলাদেশে থাকেন। সেখানে তিনি একজন উকিল বলেই সন্ধ্যা জানেন। রাহুলকে এদিনই আদালতে পেশ করা হয়।
সাবেক সেনা কর্তা ব্রিগেডিয়ার পি কে সান্যাল এক টেলিভিশন সাক্ষাৎকারে মন্তব্য করেছেন, 'বাংলাদেশ থেকেও জেএমবি কার্যকলাপ সম্পর্কে প্রচুর তথ্য এসে থাকতে পারে ভারতীয় গোয়েন্দাদের কাছে।' সেই সঙ্গে উভয় দেশের গোয়েন্দাদের মধ্যে তথ্য বিনিময় ও সমন্বয়ের কথাও বলেন তিনি।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, ধৃতদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ও অন্যান্য নথিপত্র থেকে জেএমবির সঙ্গে আল-কায়দা ও হুজির যোগাযোগের ইঙ্গিত মিলেছে। ভারত ও বাংলাদেশে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল জেএমবি সদস্যদের।
কলকাতায় আরও এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। বৃহস্পতিবার দমদম বিমানবন্দরের কাছে বারাসাত থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জেএমবি সদস্য হলেন, রাহুল সেন ওরফে রাহুল কুমার ওরফে লালু সেন।
গত রবিবার কলকাতার হরিদেবপুর থেকে গ্রেপ্তার নাজিউর রহমান ওরফে জোসেফ, মিকাইল খান ওরফে সাব্বির ও রবিউল ইসলামকে জেরা করেই রাহুলের খোঁজ পায় এসটিএফ। রাহুলের কাছ থেকে দুইটি ল্যাপটপ, একটি আইপ্যাড ও দুইটি মোবাইল ফোনও উদ্ধার করেছে এসটিএফ।
গোয়েন্দা সূত্রে খবর, এর আগে বেআইনি অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশেও গ্রেপ্তার হয়েছিল রাহুল। বাংলাদেশের জেলে থাকার সময়ই নব্য জেএমবি নেতা আনসার আলী ওরফে হৃদয় এবং আল আমিনের সঙ্গে তার যোগাযোগ হয়। জেএমবির কার্যকলাপের জন্য রাহুলের মাধ্যমেই হুন্ডিতে টাকা আসত রাহুলের মাধ্যমে। সেই রিজাউলদের নকল পরিচয়পত্র করে দেওয়া থেকে শুরু করে অন্যান্য কাজে সাহায্য করত সে।
রাহুলের মা সন্ধ্যা সেন জানিয়েছেন, তিনি ছেলের জঙ্গি-যোগের বিষয়ে কিছুই জানতেন না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, রাহুলের স্ত্রী বাংলাদেশে থাকেন। সেখানে তিনি একজন উকিল বলেই সন্ধ্যা জানেন। রাহুলকে এদিনই আদালতে পেশ করা হয়।
সাবেক সেনা কর্তা ব্রিগেডিয়ার পি কে সান্যাল এক টেলিভিশন সাক্ষাৎকারে মন্তব্য করেছেন, 'বাংলাদেশ থেকেও জেএমবি কার্যকলাপ সম্পর্কে প্রচুর তথ্য এসে থাকতে পারে ভারতীয় গোয়েন্দাদের কাছে।' সেই সঙ্গে উভয় দেশের গোয়েন্দাদের মধ্যে তথ্য বিনিময় ও সমন্বয়ের কথাও বলেন তিনি।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, ধৃতদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ও অন্যান্য নথিপত্র থেকে জেএমবির সঙ্গে আল-কায়দা ও হুজির যোগাযোগের ইঙ্গিত মিলেছে। ভারত ও বাংলাদেশে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল জেএমবি সদস্যদের।
বিশ্বজুড়ে মুসলমানদের পবিত্র স্থান বলে পরিচিত বায়তুল মোকাদ্দাস তথা আল-আকসা কম্পাউন্ডের টেম্পল মাউন্টে গিয়ে প্রার্থনা করেছেন ইসরায়েলি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। রীতিনীতি ভেঙে সেখানে তিনি উচ্চ স্বরে প্রার্থনা করেন। কেবল তাই নয়, তিনি পরে জোর দিয়ে বলেন, ‘গাজা অবশ্যই দখল করতে হবে।’
৫ মিনিট আগেরাশিয়ার কামচাটকায় ৬০০ বছর পর প্রথমবারের মতো জেগে উঠেছে ক্রাশেনিনিকোভ আগ্নেয়গিরি। আজ রোববার রুশ সংবাদ সংস্থা আরআইএ দেশটির বিজ্ঞানীদের বরাত দিয়ে জানিয়েছে, আগ্নেয়গিরির এই অগ্ন্যুৎপাত সম্ভবত সম্প্রতি রাশিয়ার দূরপ্রাচ্যে হওয়া শক্তিশালী ভূমিকম্পের সঙ্গে সম্পর্কযুক্ত।
১ ঘণ্টা আগেড্রোন ও ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম কেনায় ব্যাপক দুর্নীতির অভিযোগে ইউক্রেনের এক সংসদ সদস্যসহ একাধিক সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। রাষ্ট্রীয় চুক্তিতে পণ্যের দাম ৩০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেওয়ার মাধ্যমে ঘুষ গ্রহণের এ চক্রটি গড়ে তোলা হয়েছিল বলে জানিয়েছে
২ ঘণ্টা আগেইউক্রেনে আবারও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সরকারের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভে বাড়ি-ঘর ও বেসামরিক অবকাঠামোতে আঘাত হেনেছে একাধিক রুশ ড্রোন। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ নিহত হয়েছে বলে খবর না পাওয়া গেলেও জানা গেছে, আহত হয়েছেন তিন বেসামরিক...
৩ ঘণ্টা আগে