অনলাইন ডেস্ক
বিশ্বজুড়ে মুসলমানদের পবিত্র স্থান বলে পরিচিত বায়তুল মুকাদ্দাস তথা আল-আকসা কম্পাউন্ডের টেম্পল মাউন্টে গিয়ে প্রার্থনা করেছেন ইসরায়েলি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। রীতিনীতি ভেঙে সেখানে তিনি উচ্চ স্বরে প্রার্থনা করেন। কেবল তাই নয়, তিনি পরে জোর দিয়ে বলেন, ‘গাজা অবশ্যই দখল করতে হবে।’
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্ট ও টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, আজ রোববার টেম্পল মাউন্টে গিয়ে প্রার্থনা করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। পরে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি গাজা উপত্যকার ওপর ইসরায়েলের পূর্ণ অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।
বেন গভির বলেন, ‘হামাস যেসব ভয়াবহ ভিডিও প্রকাশ করেছে, তা ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করার জন্য।’ হামাস প্রকাশিত সর্বশেষ ভিডিওতে জিম্মি ইসরায়েলি নাগরিক ইভিয়াতার ডেভিডকে জোর করে একটি সুড়ঙ্গে নিজের কবর খুঁড়তে বাধ্য করা হচ্ছে।
বেন গভির আরও বলেন, ‘আমি এই কথাগুলো ঠিক এখান থেকেই বলছি—টেম্পল মাউন্ট থেকে। আমরা দেখিয়ে দিয়েছি, এখানে আমাদের কর্তৃত্ব কায়েম করা সম্ভব। এখান থেকেই পরিষ্কার বার্তা দেওয়া দরকার, পুরো গাজা উপত্যকা দখল করতে হবে, সেখানে ইসরায়েলের সার্বভৌমত্ব ঘোষণা করতে হবে, হামাসকে নির্মূল করতে হবে এবং স্বেচ্ছায় গাজা ছেড়ে যাওয়ার পথ সুগম করতে হবে। শুধু তাহলেই জিম্মিদের মুক্ত করা সম্ভব হবে এবং যুদ্ধজয় নিশ্চিত হবে।’
বেন গভির ইহুদি বর্ষের প্রথম দিন বা তিশা ব’আভ উপলক্ষে শত শত ইহুদিকে সঙ্গে নিয়ে টেম্পল মাউন্টে যান। অবশ্য, এটি ইহুদিদের জন্য এক শোকের দিন। জেরুজালেমের প্রথম ও দ্বিতীয় মন্দির ধ্বংসের স্মরণে দিনটি পালন করা হয়। তিশা ব’আভ উপলক্ষে টেম্পল মাউন্টে গিয়েছিলেন আরও দুই ইসরায়েলি সংসদ সদস্য—লিকুদ পার্টির অমিত হালেভি এবং নিউ হোপ-ইউনাইটেড রাইট পার্টির শ্যারেন হাসকেল।
জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন গভিরের টেম্পল মাউন্ট সফরকে কঠোরভাবে সমালোচনা করেছে। দেশটি একে ‘আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন’ এবং ‘অসম্মানজনক উসকানি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা’ বলে আখ্যা দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, বেন গভিরের উপস্থিতি পবিত্র এই স্থানের ঐতিহাসিক ও আইনি অবস্থানকে ‘স্পষ্টভাবে লঙ্ঘন’ করেছে।
জর্ডান সরকারের দাবি, আল-আকসা মসজিদ এবং ডোম অব রক বা কুব্বাতুস সাখরার অবস্থান যেসব এলাকা নিয়ে গঠিত, সেই টেম্পল মাউন্টে শুধু মুসলমানদেরই প্রার্থনার অধিকার রয়েছে। তারা ইসরায়েল সরকারকে এ ধরনের কার্যকলাপ বন্ধের আহ্বান জানিয়েছে।
বিশ্বজুড়ে মুসলমানদের পবিত্র স্থান বলে পরিচিত বায়তুল মুকাদ্দাস তথা আল-আকসা কম্পাউন্ডের টেম্পল মাউন্টে গিয়ে প্রার্থনা করেছেন ইসরায়েলি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। রীতিনীতি ভেঙে সেখানে তিনি উচ্চ স্বরে প্রার্থনা করেন। কেবল তাই নয়, তিনি পরে জোর দিয়ে বলেন, ‘গাজা অবশ্যই দখল করতে হবে।’
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্ট ও টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, আজ রোববার টেম্পল মাউন্টে গিয়ে প্রার্থনা করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। পরে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি গাজা উপত্যকার ওপর ইসরায়েলের পূর্ণ অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।
বেন গভির বলেন, ‘হামাস যেসব ভয়াবহ ভিডিও প্রকাশ করেছে, তা ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করার জন্য।’ হামাস প্রকাশিত সর্বশেষ ভিডিওতে জিম্মি ইসরায়েলি নাগরিক ইভিয়াতার ডেভিডকে জোর করে একটি সুড়ঙ্গে নিজের কবর খুঁড়তে বাধ্য করা হচ্ছে।
বেন গভির আরও বলেন, ‘আমি এই কথাগুলো ঠিক এখান থেকেই বলছি—টেম্পল মাউন্ট থেকে। আমরা দেখিয়ে দিয়েছি, এখানে আমাদের কর্তৃত্ব কায়েম করা সম্ভব। এখান থেকেই পরিষ্কার বার্তা দেওয়া দরকার, পুরো গাজা উপত্যকা দখল করতে হবে, সেখানে ইসরায়েলের সার্বভৌমত্ব ঘোষণা করতে হবে, হামাসকে নির্মূল করতে হবে এবং স্বেচ্ছায় গাজা ছেড়ে যাওয়ার পথ সুগম করতে হবে। শুধু তাহলেই জিম্মিদের মুক্ত করা সম্ভব হবে এবং যুদ্ধজয় নিশ্চিত হবে।’
বেন গভির ইহুদি বর্ষের প্রথম দিন বা তিশা ব’আভ উপলক্ষে শত শত ইহুদিকে সঙ্গে নিয়ে টেম্পল মাউন্টে যান। অবশ্য, এটি ইহুদিদের জন্য এক শোকের দিন। জেরুজালেমের প্রথম ও দ্বিতীয় মন্দির ধ্বংসের স্মরণে দিনটি পালন করা হয়। তিশা ব’আভ উপলক্ষে টেম্পল মাউন্টে গিয়েছিলেন আরও দুই ইসরায়েলি সংসদ সদস্য—লিকুদ পার্টির অমিত হালেভি এবং নিউ হোপ-ইউনাইটেড রাইট পার্টির শ্যারেন হাসকেল।
জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন গভিরের টেম্পল মাউন্ট সফরকে কঠোরভাবে সমালোচনা করেছে। দেশটি একে ‘আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন’ এবং ‘অসম্মানজনক উসকানি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা’ বলে আখ্যা দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, বেন গভিরের উপস্থিতি পবিত্র এই স্থানের ঐতিহাসিক ও আইনি অবস্থানকে ‘স্পষ্টভাবে লঙ্ঘন’ করেছে।
জর্ডান সরকারের দাবি, আল-আকসা মসজিদ এবং ডোম অব রক বা কুব্বাতুস সাখরার অবস্থান যেসব এলাকা নিয়ে গঠিত, সেই টেম্পল মাউন্টে শুধু মুসলমানদেরই প্রার্থনার অধিকার রয়েছে। তারা ইসরায়েল সরকারকে এ ধরনের কার্যকলাপ বন্ধের আহ্বান জানিয়েছে।
শ্রীনগর বিমানবন্দরে অতিরিক্ত কেবিন ব্যাগেজ নিয়ে বিতর্কের জেরে এক সিনিয়র সেনা কর্মকর্তা স্পাইসজেটের চার কর্মীকে মারাত্মকভাবে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। বিমান সংস্থাটি আজ রোববার এক বিবৃতিতে জানিয়েছে, হত্যার উদ্দেশ্যে চালানো এই হামলায় তাদের কর্মীদের মেরুদণ্ডে ফাটল ও চোয়ালে গুরুতর আঘাত লেগেছে।
২৫ মিনিট আগেদাদা-দাদি বাইরে থাকা অবস্থায় শিশুটি জেগে উঠে এবং বাথরুমে গিয়ে কমোডে উঠে একটি জানালার কাছে পৌঁছে যায়। জানালাটি খোলা ছিল এবং এতে কোনো সুরক্ষা গ্রিল ছিল না। পরে সেখান দিয়েই শিশুটি নিচে পড়ে যায়।
২৯ মিনিট আগেযুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার সাভানা রিভার সাইটে পারমাণবিক বর্জ্যের ট্যাংকের পাশে একটি বোলতার বাসা থেকে বিপজ্জনক মাত্রার তেজস্ক্রিয়তা শনাক্ত করা হয়েছে। মার্কিন জ্বালানি দপ্তরের তথ্য অনুযায়ী, বাসাটি সরকার-নির্ধারিত নিরাপদ মাত্রার চেয়ে প্রায় ১০ গুণ বেশি তেজস্ক্রিয়তা ছড়াচ্ছিল। কর্মকর্তাদের দাবি,
১ ঘণ্টা আগেউত্তর প্রদেশের গোণ্ডা জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার স্থানীয় সময় সকালে পৃথ্বীনাথ মন্দিরে যাওয়ার পথে গোণ্ডার ইটিয়া থোক পুলিশ স্টেশন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বোলেরো গাড়ি খালে পড়ে যায়। মৃত ব্যক্তিদের অধিকাংশই ছিলেন একই গ্রামের বাসিন্দা। তীব্র গতির কারণে গাড়িটি...
১ ঘণ্টা আগে